ETV Bharat / sports

Sourav at Eden : ইডেনে লক্ষ্মণের সঙ্গে বৈঠকে সৌরভ, তিরিশ হাজার দর্শকাসন বাড়ছে স্বর্গোদ্যানে - তিরিশ হাজার দর্শকাসন বাড়ছে স্বর্গোদ্যান ইডেনে, জানালেন সৌরভ

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাট কোহলি স্কোয়াডে থাকবেন কি না, সে প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেও রবিবার দুপুরে ক্রিকেটে স্বর্গোদ্যানে এসে একইসঙ্গে আইপিএল, ইডেন এবং এনসিএ নিয়ে নানা কথা বলে গেলেন মহারাজ (Sourav Ganguly gives update on Eden Gardens after renovation) ৷

Sourav at Eden
তিরিশ হাজার দর্শকাসন বাড়ছে স্বর্গোদ্যান ইডেনে, জানালেন সৌরভ
author img

By

Published : May 1, 2022, 10:42 PM IST

কলকাতা, 1মে : ব্যাটার হিসেবে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সমীচিন নয় ৷ ওর রানে ফেরা সময়ের অপেক্ষা ছিল এবং ও রানে ফিরেছে ৷ বিরাট কোহলির রানে ফেরাকে রবিবার এই ভাষাতেই ব্যাখ্যা করলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রাক্তন অধিনায়ক স্কোয়াডে থাকবেন কি না, সে প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন তিনি ৷ রবিবার দুপুরে ক্রিকেটে স্বর্গোদ্যানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠকে বসেছিলেন সৌরভ (Sourav Ganguly meets NCA chief VVS Laxman on Sunday at Eden) ৷ বৈঠক শেষে একইসঙ্গে আইপিএল, ইডেন একইসঙ্গে এনসিএ নিয়ে নানা কথা জানিয়ে গেলেন মহারাজ (Sourav Ganguly gives update on Eden Gardens after renovation) ৷ সৌরভ জানালেন, চলতি মরসুমে সম্ভব না-হলেও পরের মরসুমে আইপিএল ফিরবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে ৷

চলতি আইপিএলে জোড়া প্লে-অফ আয়োজনের বরাত পেয়েছে ইডেন গার্ডেন্স ৷ চলতি মাসের শেষে ওই দুই ম্যাচ আয়োজনের জন্য কতটা প্রস্তুত স্বর্গোদ্যান, সে বিষয়েও খুঁটিনাটি খোঁজ নিয়ে গেলেন মহারাজ ৷ তিনবছর পর ইডেনে আইপিএলের প্রত্যাবর্তনকে স্বাগত জানান তিনি ৷ একইসঙ্গে তিনি জানান, ঢেলে সাজানো হচ্ছে ইডেনকে । আর এই সংস্কারের ফলে প্রায় তিরিশ হাজার দর্শকাসন বাড়বে ক্রিকেটের স্বর্গোদ্যানে ৷ ইডেন সংস্কারের পাশাপাশি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সংস্কারও আগামী দেড় বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আশ্বাস দেন বোর্ড সভাপতি ৷ এনসিএ নিয়ে প্রাক্তন সতীর্থের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাঁর ৷

আরও পড়ুন : মাছ, মিষ্টি অ্যান্ড মোর... বুলবুলের বাড়িতে যেভাবে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পিগিলাল

একইসঙ্গে সৌরভ জানান, সব খেলা দেখা সম্ভব হচ্ছে না, তবে সময় পেলেই চোখ রাখছেন আইপিএলে ৷ কে এল রাহুল, ডেভিড ওয়ার্নার, রাহুল তেওয়াটিয়া এবং উমরান মালিকের খেলা মনে ধরেছে বলে জানান তিনি। তবে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি খুশি সৌরভ ৷ হারের ধাক্কায় ন'য়ে নেমে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ সম্ভাবনা ক্ষীণ ৷ তবে মহারাজ বলে গেলেন, "অসম্ভব নয়" ৷

কলকাতা, 1মে : ব্যাটার হিসেবে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সমীচিন নয় ৷ ওর রানে ফেরা সময়ের অপেক্ষা ছিল এবং ও রানে ফিরেছে ৷ বিরাট কোহলির রানে ফেরাকে রবিবার এই ভাষাতেই ব্যাখ্যা করলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রাক্তন অধিনায়ক স্কোয়াডে থাকবেন কি না, সে প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন তিনি ৷ রবিবার দুপুরে ক্রিকেটে স্বর্গোদ্যানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠকে বসেছিলেন সৌরভ (Sourav Ganguly meets NCA chief VVS Laxman on Sunday at Eden) ৷ বৈঠক শেষে একইসঙ্গে আইপিএল, ইডেন একইসঙ্গে এনসিএ নিয়ে নানা কথা জানিয়ে গেলেন মহারাজ (Sourav Ganguly gives update on Eden Gardens after renovation) ৷ সৌরভ জানালেন, চলতি মরসুমে সম্ভব না-হলেও পরের মরসুমে আইপিএল ফিরবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে ৷

চলতি আইপিএলে জোড়া প্লে-অফ আয়োজনের বরাত পেয়েছে ইডেন গার্ডেন্স ৷ চলতি মাসের শেষে ওই দুই ম্যাচ আয়োজনের জন্য কতটা প্রস্তুত স্বর্গোদ্যান, সে বিষয়েও খুঁটিনাটি খোঁজ নিয়ে গেলেন মহারাজ ৷ তিনবছর পর ইডেনে আইপিএলের প্রত্যাবর্তনকে স্বাগত জানান তিনি ৷ একইসঙ্গে তিনি জানান, ঢেলে সাজানো হচ্ছে ইডেনকে । আর এই সংস্কারের ফলে প্রায় তিরিশ হাজার দর্শকাসন বাড়বে ক্রিকেটের স্বর্গোদ্যানে ৷ ইডেন সংস্কারের পাশাপাশি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সংস্কারও আগামী দেড় বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে আশ্বাস দেন বোর্ড সভাপতি ৷ এনসিএ নিয়ে প্রাক্তন সতীর্থের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাঁর ৷

আরও পড়ুন : মাছ, মিষ্টি অ্যান্ড মোর... বুলবুলের বাড়িতে যেভাবে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পিগিলাল

একইসঙ্গে সৌরভ জানান, সব খেলা দেখা সম্ভব হচ্ছে না, তবে সময় পেলেই চোখ রাখছেন আইপিএলে ৷ কে এল রাহুল, ডেভিড ওয়ার্নার, রাহুল তেওয়াটিয়া এবং উমরান মালিকের খেলা মনে ধরেছে বলে জানান তিনি। তবে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি খুশি সৌরভ ৷ হারের ধাক্কায় ন'য়ে নেমে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ সম্ভাবনা ক্ষীণ ৷ তবে মহারাজ বলে গেলেন, "অসম্ভব নয়" ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.