ETV Bharat / sports

Sourav Ganguly : আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ - অনিল কুম্বলে

9 বছর আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ এবার সেই কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷

Sourav Ganguly is New Chairman of The Cricket Committee of International Cricket Council
আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ
author img

By

Published : Nov 17, 2021, 1:09 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একটি ক্রিকেট ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী এমনই জানা গিয়েছে ৷ এতদিন ওই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ 2012 সাল থেকে তিনি আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের পরিবর্তে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ৷ 2016 সালে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয় ৷ পরে 2019 সালে ফের একবার কুম্বলেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয় ৷ পরপর তিনবার নিয়োগের পর, এবার সেই পদে বসছেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

আইসিসি সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট কমিটির পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে এবার সরাসরি চেয়ারম্যান করা হল ৷ আইসিসি ক্রিকেট কমিটির কাজ হল ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং বিধানগুলিকে সঠিকভাবে বলবৎ করা ৷ একই সঙ্গে আরও একটি ভাল খবর রয়েছে বিসিসিআই’র জন্য ৷ সূত্রের খবর, ক্রিকেট নিয়ামক সংস্থা এবার বিসিসিআই’র সঙ্গে মিলিতভাবে কর সংক্রান্ত বিষয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছে ৷

আরও পড়ুন : Rahul Dravid : তিন ফরম্যাটে আলাদা দল ? দায়িত্ব নিয়ে কী বললেন দ্রাবিড়

প্রসঙ্গত, এতদিন বিসিসিআই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আয়ের মাত্র 10 শতাংশ কর ছাড় পেত ৷ এবার থেকে বিসিসিআই পুরো কর ছাড় পাবে ৷ কারণ, আইসিসি ভারত সরকারকে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য সরাসরি কর দেবে ৷ প্রসঙ্গত, আগামী 2031 সাল পর্যন্ত আইসিসি মোট 3টি টুর্নামেন্ট ভারতে হবে ৷ সেই টুর্নামেন্ট আয়োজনের জন্য পুরো কর ভারত সরকারকে দেবে আইসিসি ৷ প্রসঙ্গত, 2023 সাল বিশ্বকাপের পর 2026 টি-20 বিশ্বকাপ ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আলোচনা করবে ৷ 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ৷

আরও পড়ুন : Rohit Sharma : দলে বিরাটের ভূমিকা নিয়ে যা বললেন 'হিটম্য়ান'

নয়াদিল্লি, 17 নভেম্বর: আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একটি ক্রিকেট ওয়েব সাইটে প্রকাশিত খবর অনুযায়ী এমনই জানা গিয়েছে ৷ এতদিন ওই পদে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ৷ 2012 সাল থেকে তিনি আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন ৷ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের পরিবর্তে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন ৷ 2016 সালে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয় ৷ পরে 2019 সালে ফের একবার কুম্বলেকে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয় ৷ পরপর তিনবার নিয়োগের পর, এবার সেই পদে বসছেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

আইসিসি সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট কমিটির পর্যবেক্ষক পদ থেকে সরিয়ে এবার সরাসরি চেয়ারম্যান করা হল ৷ আইসিসি ক্রিকেট কমিটির কাজ হল ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং বিধানগুলিকে সঠিকভাবে বলবৎ করা ৷ একই সঙ্গে আরও একটি ভাল খবর রয়েছে বিসিসিআই’র জন্য ৷ সূত্রের খবর, ক্রিকেট নিয়ামক সংস্থা এবার বিসিসিআই’র সঙ্গে মিলিতভাবে কর সংক্রান্ত বিষয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছে ৷

আরও পড়ুন : Rahul Dravid : তিন ফরম্যাটে আলাদা দল ? দায়িত্ব নিয়ে কী বললেন দ্রাবিড়

প্রসঙ্গত, এতদিন বিসিসিআই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আয়ের মাত্র 10 শতাংশ কর ছাড় পেত ৷ এবার থেকে বিসিসিআই পুরো কর ছাড় পাবে ৷ কারণ, আইসিসি ভারত সরকারকে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের জন্য সরাসরি কর দেবে ৷ প্রসঙ্গত, আগামী 2031 সাল পর্যন্ত আইসিসি মোট 3টি টুর্নামেন্ট ভারতে হবে ৷ সেই টুর্নামেন্ট আয়োজনের জন্য পুরো কর ভারত সরকারকে দেবে আইসিসি ৷ প্রসঙ্গত, 2023 সাল বিশ্বকাপের পর 2026 টি-20 বিশ্বকাপ ভারত শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আলোচনা করবে ৷ 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করবে ভারত ৷

আরও পড়ুন : Rohit Sharma : দলে বিরাটের ভূমিকা নিয়ে যা বললেন 'হিটম্য়ান'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.