ETV Bharat / sports

Sourav Ganguly : সৌরভের নতুন যাত্রা শুরুর ঘোষণায় ক্রিকেটমহলে জল্পনা - Sourav Ganguly

বাইশ গজ থেকে অব্যাহতি নিয়ে নতুন কিছু শুরু করতে চলেছেন তিনি ? বুধবার বিকেলে মহারাজের টুইটে জল্পনা ক্রিকটমহলে (Sourav Ganguly decided to step down as BCCI president) ৷

Sourav Ganguly
বাইশ গজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত সৌরভের
author img

By

Published : Jun 1, 2022, 6:14 PM IST

Updated : Jun 1, 2022, 7:36 PM IST

কলকাতা, 1 জুন : তিন দশক ধরে বাইশ গজে অবাধ যাতায়াত তাঁর ৷ ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণের পর ক্রিকেট প্রশাসক হিসেবে স্বল্পসময়েই ক্রিকেটবিশ্বে সমান খ্যাতি অর্জন করে নিয়েছেন তিনি ৷ ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবেও দক্ষ হাতেই সামলাচ্ছিলেন দায়িত্ব ৷ কিন্তু হঠাতই ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করার বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাইশ গজ থেকে গত 30 বছরে প্রাপ্তির কথা উল্লেখ করে নতুন যাত্রা শুরুর ঘোষণা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের ৷ যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর জল্পনা (Sourav Ganguly decided to step down as BCCI president) ৷

কী তাঁর নতুন পথ চলা, আদৌ বাইশ গজকে তিনি বিদায় জানাচ্ছেন কি না, সে ব্যাপারে যদিও এদিন টুইটে কিছু খোলসা করেননি 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ তবে তাঁর দীর্ঘ যাত্রাপথে যারা সহযোগিতা জুগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন সৌরভ ৷ এমনকী তাঁর নয়া জার্নি প্রচুর মানুষের উপকারে আসবে বলেও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সৌরভের টুইটের পর ক্রিকেটমহলে এদিন রটে যায় বোর্ড সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে এখনও বিসিসিআই প্রধানের পদ সৌরভ ছেড়েছেন কি না, তা নিশ্চিত নয় ৷

আরও পড়ুন : 48 বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় প্রিন্স অফ ক্যালকাটা

কারণ, বোর্ড সচিব জয় শাহ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, "বোর্ড সভাপতির পদ থেকে সৌরভের ইস্তফা দেওয়া নিয়ে যে খবর ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই সত্যি নয় ৷" জয় শাহের মন্তব্যের পর সৌরভের টুইট ঘিরে যেন জল্পনা যেন আরও তীব্র হয়েছে ৷ গত মাসে রাষ্ট্রপতি মনোনীত হিসেবে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়েক বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি কী বাইশ গজ ছেড়ে তাহলে এবার জনপ্রতিনিধি ? টুইট ঘোষণা দেখে সে সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়ার নয় ৷ আপাতত সৌরভের ঘোষণার স্বচ্ছতার অপেক্ষায় অনুরাগীরা ৷

কলকাতা, 1 জুন : তিন দশক ধরে বাইশ গজে অবাধ যাতায়াত তাঁর ৷ ক্রিকেটার হিসেবে অবসর গ্রহণের পর ক্রিকেট প্রশাসক হিসেবে স্বল্পসময়েই ক্রিকেটবিশ্বে সমান খ্যাতি অর্জন করে নিয়েছেন তিনি ৷ ভারতের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবেও দক্ষ হাতেই সামলাচ্ছিলেন দায়িত্ব ৷ কিন্তু হঠাতই ক্রিকেটের সঙ্গে সব সম্পর্ক শেষ করার বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাইশ গজ থেকে গত 30 বছরে প্রাপ্তির কথা উল্লেখ করে নতুন যাত্রা শুরুর ঘোষণা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের ৷ যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর জল্পনা (Sourav Ganguly decided to step down as BCCI president) ৷

কী তাঁর নতুন পথ চলা, আদৌ বাইশ গজকে তিনি বিদায় জানাচ্ছেন কি না, সে ব্যাপারে যদিও এদিন টুইটে কিছু খোলসা করেননি 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ তবে তাঁর দীর্ঘ যাত্রাপথে যারা সহযোগিতা জুগিয়ে এসেছেন, তাদের সকলকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন সৌরভ ৷ এমনকী তাঁর নয়া জার্নি প্রচুর মানুষের উপকারে আসবে বলেও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সৌরভের টুইটের পর ক্রিকেটমহলে এদিন রটে যায় বোর্ড সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তবে এখনও বিসিসিআই প্রধানের পদ সৌরভ ছেড়েছেন কি না, তা নিশ্চিত নয় ৷

আরও পড়ুন : 48 বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় প্রিন্স অফ ক্যালকাটা

কারণ, বোর্ড সচিব জয় শাহ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, "বোর্ড সভাপতির পদ থেকে সৌরভের ইস্তফা দেওয়া নিয়ে যে খবর ঘুরে বেড়াচ্ছে, তা একেবারেই সত্যি নয় ৷" জয় শাহের মন্তব্যের পর সৌরভের টুইট ঘিরে যেন জল্পনা যেন আরও তীব্র হয়েছে ৷ গত মাসে রাষ্ট্রপতি মনোনীত হিসেবে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়েক বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি কী বাইশ গজ ছেড়ে তাহলে এবার জনপ্রতিনিধি ? টুইট ঘোষণা দেখে সে সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়ার নয় ৷ আপাতত সৌরভের ঘোষণার স্বচ্ছতার অপেক্ষায় অনুরাগীরা ৷

Last Updated : Jun 1, 2022, 7:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.