কলকাতা, 25 জুন : জীবনগ্রাফে এই বছরেই হাফ সেঞ্চুরি করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । ব্যক্তিগতভাবে নিজে জন্মদিনকে বিশেষ দিন বলে মনে না-করলেও চলতি বছরটা খানিক আলাদা । জন্মদিনের 13 দিন আগেই মহারাজের জন্মদিন ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে শহরে । যা বাঙালির বর্তমান সময়ের সবচেয়ে বড় আইকন নিজেও অস্বীকার করতে পারছেন না (Sourav Ganguly Birthday Celebration in Kolkata) ।
ক্রিকেট কেরিয়ারে প্রচুর হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর । 8 জুলাই জীবনের বাইশ গজেও অর্ধশতরান করবেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ । তবে এবার জন্মদিনে কলকাতায় থাকছেন না । লন্ডনে মেয়ের কাছে যাচ্ছেন । সেখানেই পারিবারিকভাবে হবে জন্মদিন পালন । যদিও বিলেত যাওয়ার আগে দক্ষিণ কলকাতার এক হোটেলে ভক্তদের উদ্যোগে অনুষ্ঠিত হল মহারাজকীয় জন্মদিন পালন ।
কাকতালীয়ভাবে দিনটা আবার 25 জুন । দেশের প্রথম বিশ্বকাপ জয়ের চল্লিশ বছর পূর্তি । যেকোনও ক্রিকেটপ্রেমীর কাছেই এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে । সৌরভও দিনটিকে নিজের ক্রিকেটপ্রেমে পড়ার দিন হিসেবেই দেখেন । বিসিসিআই-এর বর্তমান সভাপতি এদিন ডুব দিলেন অতীতের স্মৃতিচারণায় । সৌরভ বলেন, ‘‘1983 সালে ভারতের বিশ্বকাপ জয় দেখেই ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেয়েছিলাম । এই দিনটা সবসময়ই স্পেশাল ।’’
সৌরভের জন্মদিন পালনের জন্য কেরল থেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিজিৎ আনন্দন ও তাঁর বন্ধুরা । অভিজিৎ বলেন, ‘‘পরপর তিনবার দাদার জন্মদিনে কলকাতায় এলাম । আগের দু'বার দেখা হয়নি । এবার এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা হল । আমরা দাদাকে উপহার দিয়েছি । তবে খুব বেশি কথা বলতে পারিনি । দারুণ লাগল আমার ছোটবেলার নায়কের সঙ্গে দেখা হয়ে ।’’
আগের দু'বার চেষ্টা করেও দাদার সঙ্গে দেখা করতে পারেননি মোহনবাগান ফ্যান অভিজিৎ । তবুও হাল ছাড়েননি । সৌরভের জীবন থেকেই শিক্ষা নিয়ে ফের দাদার সঙ্গে দেখা করার সংকল্প নিয়েছিলেন ৷ অভিজিৎ বলেন, ‘‘দাদার থেকেই শিক্ষা পেয়েছি হাল না-ছাড়ার । তাই দু'বার দেখা করতে না পেরেও হাল ছাড়িনি । উদ্যোক্তাদের ধন্যবাদ আমার স্বপ্ন সফল করার জন্য ।’’
আরও পড়ুন : ঘরে এসেছিল প্রথম বিশ্বকাপ, লর্ডসে ভারতের বাজিমাতের 39 বছর পার
এইরকম নাছোড় ভক্তকে দেখে সৌরভও আপ্লুত । উপহার পেয়ে অভিভূত । সৌরভ বলেন, “জীবনে বহু জন্মদিন পালন করেছি । স্মরণীয় বললে বলব 2002 সালের কথা । সেবার ন্যাটওয়েস্ট ট্রফি চলাকালীন জন্মদিন পালন করেছিলাম ৷’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা দলের বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়েরা । ভক্তের নাছোড় প্রেম, জন্মদিন ঘিরে বাড়তে থাকা উন্মাদনা, সতীর্থদের সঙ্গে মোলাকাত ৷ সবমিলিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের দিনেই স্মরণীয় হয়ে থাকল সৌরভের আগাম জন্মদিন পালন ।