কলকাতা, 26 মে: চলতি বছরের শেষেই শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং । শুক্রবার বেহালার বাড়িতে গিয়ে ছবির দুই পরিচালক অঙ্কুর গর্গ এবং লভ রঞ্জন বৈঠক করেন সৌরভের সঙ্গে । সেখানেই ছবির বিষয়ে বিশদে আলোচনা হয় ।
শোনা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের বিভিন্ন ঘটনা দুই পরিচালক রেকর্ড করে নিয়ে গিয়েছেন । ইতিমধ্যে চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়ে গিয়েছে । চিত্রনাট্যে জীবনের বেশ কিছু অজানা কাহিনি যেমন থাকছে তেমনই বেশ কিছু মজার ঘটনা রাখা হচ্ছে । কারণ দর্শকের কাছে সৌরভের জীবনের উপর তৈরি ছবি মনোরঞ্জনের মশলা সমৃদ্ধ করতে চাইছেন পরিচালক । তবে যা করা হবে তা অতিমানবীয় কিছু হবে না ।
ছবি তৈরির সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন সৌরভের কভার ড্রাইভ, নেতৃত্বদানের গল্প জানা রয়েছে সবার । আকর্ষণীয় করতে প্রাক্তন ভারত অধিনায়কের অজানা কাহিনি সামনে নিয়ে আসতে হবে । এই প্রসঙ্গে তিনি মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের উদাহরণ টেনেছেন ।
ভারতীয় ক্রীড়াজগতের সফল ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক তৈরি নতুন নয় । সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরি সেই ঘটনার অনুসারী । মাঝে ছবি তৈরি নিয়ে সেভাবে কোনও উদ্যোগ নজরে আসেনি । মনে করা হচ্ছিল বোধহয় প্রোজেক্টটি ধামাচাপা পড়ে গিয়েছে । কিন্তু শুক্রবারের বৈঠক দেখাল দাদার বায়োপিকের কাজ চলছে । চলতি বছরের শেষেই শ্যুটিং ফ্লোরে যাচ্ছে ছবিটি ।
তবে সৌরভের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও ঠিক হয়নি । বেশ কয়েকজন তালিকায় রয়েছেন । ছবির প্রচারে কলকাতায় এসে রণবীর সিং নিজেই জানিয়েছেন তিনি সৌরভের বায়োপিক করার সময় পাবেন না । আয়ুষ্মান খুরানার নাম শোনা গেলেও তাতে শিলমোহর পড়েনি । তবে বেশ কয়েকটি নাম যে তালিকায় রয়েছে তার ইঙ্গিত মিলেছে । প্রোডাকশন হাউজের তরফে বলা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক বড় বাজেটে তৈরি করা হচ্ছে । তবে ওটিটি নয়, সিনেমা হলেই মুক্তি পাবে ।
আরও পড়ুন : ত্রিপুরা পর্যটনের মুখ সৌরভ ? বেহালার বাড়িতে বৈঠক করলেন মন্ত্রী