ETV Bharat / sports

Sourav Ganguly Covid positive : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মহারাজ - Sourav Ganguly admits to hospital after testing COVID 19 positive

সোমবার জোড়া পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর কোনও ঝুঁকি না নিয়ে সৌরভকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে স্বস্তির খবর, স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ (Dona Ganguly and Sana Ganguly tested negative though) ৷

Sourav Ganguly Covid positive
করোনা আক্রান্ত মহারাজ
author img

By

Published : Dec 28, 2021, 9:50 AM IST

Updated : Dec 28, 2021, 10:18 AM IST

কলকাতা, 28 ডিসেম্বর : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly admits to hospital after testing COVID 19 positive)। সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টকে। তবে করোনা আক্রান্ত হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে ৷

প্রাথমিকভাবে মহারাজের শরীরে মৃদু উপসর্গ সঙ্গে শারীরীক অস্বস্তি ছিল বলেও খবর। সোমের সকালে প্রথম কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে দ্বিতীয়বার ফের কোভিড পরীক্ষা হয় প্রাক্তন ভারত অধিনায়কের ৷ সেই পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসায় কোনও ঝুঁকি না নিয়ে রাতের দিকে সৌরভকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে স্বস্তির খবর, স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ (Dona Ganguly and Sana Ganguly tested negative though) ৷

চলতি বছরের শুরু থেকেই শারীরীক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন মহারাজ ৷ বছরের শুরুতে হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হৃদযন্ত্রে তিনটি স্টেন্টও বসে তাঁর। তারপর যদিও স্বাভাবিক জীবনে ফিরেছেন ছন্দেই। বোর্ডের কাজে দেশে-বিদেশে আনাগোনা লেগেই রয়েছে তাঁর। এসবের মধ্যেই করোনা আক্রান্ত হলেন বোর্ড প্রেসিডেন্ট। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ শুরু হয় ঘনিষ্ঠমহলে।

আরও পড়ুন : Sunil Gavaskar on Virat Kohli comment : সৌরভকেই 'বিরাট' মন্তব্যের ব্যাখ্যা দিতে বললেন গাভাসকর

তবে শারীরিক অবস্থা যেহেতু স্থিতিশীল তাই হাসপাতাল থেকে চিন্তা না-করার বার্তা দিয়েছেন সৌরভ স্বয়ং। এর আগে সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং নিরূপা গঙ্গোপাধ্যায়ও আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷

কলকাতা, 28 ডিসেম্বর : করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly admits to hospital after testing COVID 19 positive)। সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টকে। তবে করোনা আক্রান্ত হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে ৷

প্রাথমিকভাবে মহারাজের শরীরে মৃদু উপসর্গ সঙ্গে শারীরীক অস্বস্তি ছিল বলেও খবর। সোমের সকালে প্রথম কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে দ্বিতীয়বার ফের কোভিড পরীক্ষা হয় প্রাক্তন ভারত অধিনায়কের ৷ সেই পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসায় কোনও ঝুঁকি না নিয়ে রাতের দিকে সৌরভকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে স্বস্তির খবর, স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ (Dona Ganguly and Sana Ganguly tested negative though) ৷

চলতি বছরের শুরু থেকেই শারীরীক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন মহারাজ ৷ বছরের শুরুতে হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হৃদযন্ত্রে তিনটি স্টেন্টও বসে তাঁর। তারপর যদিও স্বাভাবিক জীবনে ফিরেছেন ছন্দেই। বোর্ডের কাজে দেশে-বিদেশে আনাগোনা লেগেই রয়েছে তাঁর। এসবের মধ্যেই করোনা আক্রান্ত হলেন বোর্ড প্রেসিডেন্ট। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ শুরু হয় ঘনিষ্ঠমহলে।

আরও পড়ুন : Sunil Gavaskar on Virat Kohli comment : সৌরভকেই 'বিরাট' মন্তব্যের ব্যাখ্যা দিতে বললেন গাভাসকর

তবে শারীরিক অবস্থা যেহেতু স্থিতিশীল তাই হাসপাতাল থেকে চিন্তা না-করার বার্তা দিয়েছেন সৌরভ স্বয়ং। এর আগে সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং নিরূপা গঙ্গোপাধ্যায়ও আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ৷

Last Updated : Dec 28, 2021, 10:18 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.