কলকাতা , 21 জুন : পঁচিশ বছর আগে 1996 সালের 20 জুন লর্ডসে (Lords) অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) । মহারাজকীয় দাপটে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট । ভারতীয় ক্রিকেট প্রশাসনের শিখরে বসলেও তিনি আজও মনে প্রাণে ক্রিকেটার । এখনও মাঠে নেমে কাজ করার সুযোগ পেলে সবকিছু ছাড়তে রাজি । কভার ড্রাইভের সময় ব্যাট এবং বলের সংঘাতের শব্দের সঙ্গে আর কোনও কিছুরই তুলনা খুঁজে পান না তিনি ।
নিজের টেস্ট অভিষেকের সিকি শতাব্দী পার হলেও প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন," মনে হয় এই তো সেদিনের ঘটনা ।" প্রথমবার ভারতীয় দলের জার্সি পড়ে টেস্ট ম্যাচে নামার প্রতিটি মুহূর্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে তাজা হয়ে রয়েছে । সেই ম্যাচের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন,"সেদিন শনিবার ছিল । লর্ডসের প্রতিটি সিট ছিল ভরা । সেই সময় টি-টোয়েন্টি শুরু হয়নি। ফলে টেস্ট ম্যাচ সর্বোচ্চ পরীক্ষা । আগের দিন 26 রানে অপরাজিত ছিলাম । তাই মাঠে একটু আগেই চলে এসেছিলাম । চুপচাপ মনসংযোগের চেষ্টা করছিলাম । খেলতে নেমে ধীরে ধীরে 50-এ পৌছেছিলাম । তারপর 75-এ । সেইসময় গ্রেম হিককে (Graeme Hick) স্পিনার হিসেবে আক্রমণে নিয়ে আসা হয়েছিল । আমি পরপর দুটো বাউন্ডারি মেরেছিলাম । সেই সময় ক্রিজে থাকা অজয় জাদেজা (Ajay Jadeja) এসে বলল দ্রুত সেঞ্চুরিতে পৌঁছানোর এটাই সেরা সুযোগ ।"
তিনি আরও বলেন, "লাঞ্চের (Lunch Break) সময় এসে সাজঘরে (Dressing Room) দেখলাম সবাই খুশি ৷ কপিল দেব (Kapil DeV), অধিনায়ক আজহারউদ্দিনসহ (Mohammad Azharuddin) সকলেই অভিনন্দন জানিয়েছিলেন । চা পানের (Tea Break) বিরতিতে এসে ব্যাটের সামান্য সমস্যা মেটাতে সাহায্য করেছিল শচিন (Sachin Tendulkar) । রাহুল দ্রাবিড় (Rahul Dravid) তখন আমার মত নতুন ছিল । ওর মনেও সেঞ্চুরির আশা ছিল । শেষপর্যন্ত সামান্য কয়েক রান আগে আউট হয়েছিল । তবে দারুণ ব্যাট করেছিল ৷"
আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর
নিজের দীর্ঘ আর্ন্তজাতিক ক্রিকেট জীবনের নানান স্মৃতি আজও উপভোগ করেন । ভারতীয় দলের একাধিক ঐতিহাসিক সাফল্যের অংশীদার থাকতে পেরে গর্ব অনুভব করেন । অধিনায়ক হিসেবে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়, পাকিস্তানের মাটিতে জয়, ইংল্যান্ডকে হারানোর স্মৃতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে তৃপ্তি দেয় । সম্প্রতি সুনীল গাভাস্কর (Sunil Gavaskar) বলেছেন বিংশ শতাব্দীর সাত এবং আটের দশকের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং নয়ের দশকের মাঝামাঝি সময় থেকে একবিংশ শতকের প্রথম দশবছর অস্ট্রেলিয়া (Australia) সবচেয়ে শক্তিশালী দল ছিল । সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দ সৌরভের চোখে-মুখে ফুটে ওঠে । ভারতীয় দলের (Indian Cricket Team) টেস্ট ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন (World Test Championship) হওয়ার চূড়ান্ত লড়াইয়ের মাঝে সৌরভের মহারাজকীয় অভিষেকের 25 বছর পূর্তি ক্রিকেটের অন্যতম রূপকথা ।