ETV Bharat / sports

ভারতীয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় পছন্দ ছিল না : মুম্বই কোচ - মুম্বই ইন্ডিয়ান্স

প্যামেন্টের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে 70 হাজার দর্শক ঢোকার অনুমতি দেওয়া ঠিক হয়নি ৷ এটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ ৷

Some Indian players didn't like restrictions but we felt safe in IPL bubble: MI's Pamment
Some Indian players didn't like restrictions but we felt safe in IPL bubble: MI's Pamment
author img

By

Published : May 11, 2021, 3:41 PM IST

অকল্যান্ড, 11 মে : দেশে ফিরে আইপিএল স্থগিত হওয়া নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ৷ তাঁর কথায়, কিছু সিনিয়র ভারতীয় খেলোয়াড় জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি পছন্দ করতেন না ৷ কিন্তু তারা (বিদেশিরা) জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে থেকে নিরাপদবোধ করতেন ৷

যদিও সেই সিনিয়র ভারতীয় খেলোয়াড়ের নাম প্রকাশ্যে আনতে চাননি প্যামেন্ট ৷ নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি অনেক সিনিয়র ভারতীয় খেলোয়াড়দের পছন্দ ছিল না ৷ কিন্তু আমরা নিরাপদবোধ করতাম ৷ তবে যাতায়াত করাটা সবসময় চ্যালেঞ্জের ছিল ৷ যখন এক এক করে দলের সদস্যরা করোনায় আক্রান্ত হতে শুরু করল আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ৷"

আরও পড়ুন : করোনা ধরা পড়লে ইংল্যান্ড সফরে টিমের বাইরে, ক্রিকেটারদের জানিয়ে দিল বোর্ড

52 বছরের কোচ আরও বলেছেন, "একদিন চেন্নাই ঘোষণা করল তাদের দলের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছে ৷ আমরা তার আগেই চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ খেলেছি ৷ হঠাৎ করেই সব বদলে গেল ৷ আমি অধিকাংশ সময় কিউয়ি এবং অজিদের সঙ্গে কাটাতাম ৷ তাদের মানসিকতাতেও বদল দেখেছিলাম ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাদের পরিবারের সদস্যরা অসুস্থ ছিল তাদের পাশে থাকার চেষ্টা করছিলাম ৷ তোমার আশেপাশের সকলে নিয়ম মেনে চললে সব ঠিক থাকে ৷ আশেপাশের সকলে সুস্থ থাকলে আত্মবিশ্বাস থাকে যে আমিও সুস্থ আছি ৷ কারণ জৈব সুরক্ষা বলয় ছিল নিরাপদতম জায়গা ৷ বায়ো বাবল দুর্ভেদ্য নয় ৷ কিন্তু আমাদের সম্ভবত আরও কঠোর থাকতে হত ৷"

প্যামেন্টের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে আমেদাবাদে 70 হাজার দর্শক ঢোকার অনুমতি দেওয়া ঠিক হয়নি ৷ এটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ ৷ কারণ বর্তমানে আমেদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী ৷

অকল্যান্ড, 11 মে : দেশে ফিরে আইপিএল স্থগিত হওয়া নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ৷ তাঁর কথায়, কিছু সিনিয়র ভারতীয় খেলোয়াড় জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি পছন্দ করতেন না ৷ কিন্তু তারা (বিদেশিরা) জৈব সুরক্ষা বলয়ের মধ্য়ে থেকে নিরাপদবোধ করতেন ৷

যদিও সেই সিনিয়র ভারতীয় খেলোয়াড়ের নাম প্রকাশ্যে আনতে চাননি প্যামেন্ট ৷ নিউজিল্যান্ডের একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "জৈব সুরক্ষা বলয়ের কড়াকড়ি অনেক সিনিয়র ভারতীয় খেলোয়াড়দের পছন্দ ছিল না ৷ কিন্তু আমরা নিরাপদবোধ করতাম ৷ তবে যাতায়াত করাটা সবসময় চ্যালেঞ্জের ছিল ৷ যখন এক এক করে দলের সদস্যরা করোনায় আক্রান্ত হতে শুরু করল আমরা ভয় পেয়ে গিয়েছিলাম ৷"

আরও পড়ুন : করোনা ধরা পড়লে ইংল্যান্ড সফরে টিমের বাইরে, ক্রিকেটারদের জানিয়ে দিল বোর্ড

52 বছরের কোচ আরও বলেছেন, "একদিন চেন্নাই ঘোষণা করল তাদের দলের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছে ৷ আমরা তার আগেই চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ খেলেছি ৷ হঠাৎ করেই সব বদলে গেল ৷ আমি অধিকাংশ সময় কিউয়ি এবং অজিদের সঙ্গে কাটাতাম ৷ তাদের মানসিকতাতেও বদল দেখেছিলাম ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যাদের পরিবারের সদস্যরা অসুস্থ ছিল তাদের পাশে থাকার চেষ্টা করছিলাম ৷ তোমার আশেপাশের সকলে নিয়ম মেনে চললে সব ঠিক থাকে ৷ আশেপাশের সকলে সুস্থ থাকলে আত্মবিশ্বাস থাকে যে আমিও সুস্থ আছি ৷ কারণ জৈব সুরক্ষা বলয় ছিল নিরাপদতম জায়গা ৷ বায়ো বাবল দুর্ভেদ্য নয় ৷ কিন্তু আমাদের সম্ভবত আরও কঠোর থাকতে হত ৷"

প্যামেন্টের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে আমেদাবাদে 70 হাজার দর্শক ঢোকার অনুমতি দেওয়া ঠিক হয়নি ৷ এটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ ৷ কারণ বর্তমানে আমেদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.