ETV Bharat / sports

ICC World Cup 2023: রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স' - ICC World Cup

Six Records in Glenn Maxwell's Name in ICC Cricket World Cup: আইসিসি বিশ্বকাপে মঙ্গলবার রাতে এক অতিমানবীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস জয় এনে দেন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু গ্লেন ম্যাক্সওয়েল ৷ তাঁক 201 রানের অপরাজিত ইনিংসে রয়েছে একাধিক নতুন রেকর্ড ৷

Image Courtesy: Cricket Australia X
Image Courtesy: Cricket Australia X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 12:19 PM IST

Updated : Nov 8, 2023, 12:58 PM IST

মুম্বই, 8 নভেম্বর: ক্রিকেটের হুজহুরা বলেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য ৷ আর মঙ্গলবার রাতে বাণিজ্য নগরী মুম্বইয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে যা হল, তাতে একাধিক নতুন রেকর্ড তৈরি হল ও সেই সঙ্গে একাধিক নতুন রেকর্ড ভাঙলও ৷ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অজি মিডল-অর্ডার ব্যাটার এমনই 6টি রেকর্ড গড়লেন ৷ যার মধ্যে অন্যতম, প্রথম কোনও মিডল-অর্ডার ব্যাটার ওয়ান-ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন ৷ আর এই ইনিংস আরও বিশেষ হয়ে উঠেছে, হারের মুখ থেকে দলকে জিতিয়ে ফেরানোর জন্য ৷

আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক রেকর্ড গড়েছে ও ভেঙেছে ৷ সেখানে ম্যাক্সওয়েলের এই কীর্তি শুধুমাত্র আরও একটা সংযোজন কেবল নয় ৷ 7 নভেম্বর 2023 সালের রাতে ওয়াংখেড়েতে 'ম্যাড ম্যাক্সে'র অতিমানবীয় এই ইনিংস রূপকথা সৃষ্টি করেছে ৷

ওয়ান-ডে’তে ডাবল সেঞ্চুরি করা প্রথম নন-ওপেনার ব্যাটার

গতকালের ওয়ান-ডে ক্রিকেটে দু’শো রানের 11 নম্বর ইনিংসটি দেখলে ক্রিকেট বিশ্ব ৷ তবে, এতদিন বাকি যে 10টি ইনিংস এসেছিল, তার সবটাই ছিল ওপেনারদের নামে ৷ তা সচিন তেন্ডুলকর হোক, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, শুভমন গিল, ঈশান কিষাণ, মার্টিন গাপ্টিল, ক্রিস গেইল ও ফকর জামান, সকলেই ওপেন করতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন ৷ কিন্তু, ম্যাক্সওয়েল প্রথম ব্যাটার যিনি ছ’নম্বরে ব্যাট করতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেন ৷

আরও পড়ুন: 'বিশ্বাস সবসময়ই ছিল', 'রূপকথা' লিখে জানালেন ম্যাক্সি

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রান

গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটার হিসেবে ওয়ান-ডে ডাবল সেঞ্চুরি করলেন ৷ এর আগে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনের 185 রানে অপরাজিত রেকর্ডটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভেঙেছেন ম্যাক্সওয়েল ৷ বেলিন্ডা ক্লার্ক একমাত্র অস্ট্রেলিয়ান খেলোয়াড় যিনি মহিলাদের ক্রিকেটে ওয়ান-ডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেছেন ৷

রান তাড়া করতে নেমে ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

10টি ওভার বাউন্ডারি ও 21টি বাউন্ডারিতে সাজানো ম্যাক্সওয়েলের 201 রানের অপরাজিত ইনিংস ওডিআই ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে যে কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর ৷ এর আগে পাকিস্তানেক ফকর জামান 2021 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে 193 রান করেছিলেন ৷

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় ডাবল সেঞ্চুরি

2015 সালে প্রথমবার ওয়ান-ডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হয়েছিল ৷ তাও আবার জোড়া ৷ প্রথমে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল 215 রান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল 237 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৷ এবার বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ডাবল সেঞ্চুরি করা ব্যাটার হলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷

আরও পড়ুন: 'আফগান-বিপ্লব' থামিয়ে সচিনের পাড়ায় ডাবল-সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, সেমিতে অজিরা

দ্বিতীয় দ্রুততম ওয়ান-ডে ডাবল সেঞ্চুরি

ওয়ান-ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ঈশান কিষাণ ৷ বাংলাদেশের বিরুদ্ধে 2022 সালে 126 বলে ডাবল সেঞ্চুরি করছিলেন তিনি ৷ এ মঙ্গলবার গ্লেন ম্যাক্সওয়েল 128 বলে ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয়স্থানে রয়েছেন ৷

ওয়ান-ডে ক্রিকেটে রান তাড়া করার সময় সর্বোচ্চ স্কোর:

201 রানে অপরাজিত - গ্লেন ম্যাক্সওয়েল বনাম আফগানিস্তান 2023 (অস্ট্রেলিয়া জয়ী)

193 - ফকর জামান 7 বনাম দক্ষিণ আফ্রিকা, 2021 (পাকিস্তান পরাজিত)

185 রানে অপরাজিত - শেন ওয়াটসন বনাম বাংলাদেশ, 2011 (অস্ট্রেলিয়া জয়ী)

183 রানে অপরাজিত - মহেন্দ্র সিং ধোনি বনাম শ্রীলঙ্কা, 2005 (ভারত জয়ী)

183 - বিরাট কোহলি বনাম পাকিস্তান, 2012 (ভারত জয়ী)

আরও পড়ুন: ভারতীয় দলকে ভয় পাচ্ছে সবাই, সৌজন্যে রোহিত-রাহুল; মত প্রাক্তন ভারতীয় স্পিনারের

ওয়ান-ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি:

200 রানে অপরাজিত - সচিন তেন্ডুলকর বনাম দক্ষিণ আফ্রিকা, গ্বালিয়র 2010

219 - বীরেন্দ্র সেহওয়াগ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ইন্দোর 2011

209 - রোহিত শর্মা বনাম অস্ট্রেলিয়া, বেঙ্গালুরু 2013

264 - রোহিত শর্মা এসএল, কলকাতা 2014

215 - ক্রিস গেইল বনাম জিম, ক্যানবেরা 2015 বিশ্বকাপ

237 রানে অপরাজিত - মার্টিন গাপ্টিল বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়েলিংটন 2015 বিশ্বকাপ

208 রানে অপরাজিত - রোহিত শর্মা বনাম শ্রীলঙ্কা, মোহালি 2017

210 রানে অপরাজিত - ফকর জামান বনাম জিম্বাবোয়ে, বুলাওয়েও 2018

210 - ঈশান কিষাণ বনাম বাংলাদেশ, চট্টগ্রাম 2022

208 - শুভমন গিল বনাম নিউজিল্যান্ড, হায়দরাবাদ 2023

201 রানে অপরাজিত - গ্লেন ম্যাক্সওয়েল বনাম আফগানিস্তান, মুম্বই 2023 বিশ্বকাপ

মুম্বই, 8 নভেম্বর: ক্রিকেটের হুজহুরা বলেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য ৷ আর মঙ্গলবার রাতে বাণিজ্য নগরী মুম্বইয়ে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে যা হল, তাতে একাধিক নতুন রেকর্ড তৈরি হল ও সেই সঙ্গে একাধিক নতুন রেকর্ড ভাঙলও ৷ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে অজি মিডল-অর্ডার ব্যাটার এমনই 6টি রেকর্ড গড়লেন ৷ যার মধ্যে অন্যতম, প্রথম কোনও মিডল-অর্ডার ব্যাটার ওয়ান-ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন ৷ আর এই ইনিংস আরও বিশেষ হয়ে উঠেছে, হারের মুখ থেকে দলকে জিতিয়ে ফেরানোর জন্য ৷

আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক রেকর্ড গড়েছে ও ভেঙেছে ৷ সেখানে ম্যাক্সওয়েলের এই কীর্তি শুধুমাত্র আরও একটা সংযোজন কেবল নয় ৷ 7 নভেম্বর 2023 সালের রাতে ওয়াংখেড়েতে 'ম্যাড ম্যাক্সে'র অতিমানবীয় এই ইনিংস রূপকথা সৃষ্টি করেছে ৷

ওয়ান-ডে’তে ডাবল সেঞ্চুরি করা প্রথম নন-ওপেনার ব্যাটার

গতকালের ওয়ান-ডে ক্রিকেটে দু’শো রানের 11 নম্বর ইনিংসটি দেখলে ক্রিকেট বিশ্ব ৷ তবে, এতদিন বাকি যে 10টি ইনিংস এসেছিল, তার সবটাই ছিল ওপেনারদের নামে ৷ তা সচিন তেন্ডুলকর হোক, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, শুভমন গিল, ঈশান কিষাণ, মার্টিন গাপ্টিল, ক্রিস গেইল ও ফকর জামান, সকলেই ওপেন করতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন ৷ কিন্তু, ম্যাক্সওয়েল প্রথম ব্যাটার যিনি ছ’নম্বরে ব্যাট করতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেন ৷

আরও পড়ুন: 'বিশ্বাস সবসময়ই ছিল', 'রূপকথা' লিখে জানালেন ম্যাক্সি

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ রান

গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটার হিসেবে ওয়ান-ডে ডাবল সেঞ্চুরি করলেন ৷ এর আগে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনের 185 রানে অপরাজিত রেকর্ডটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভেঙেছেন ম্যাক্সওয়েল ৷ বেলিন্ডা ক্লার্ক একমাত্র অস্ট্রেলিয়ান খেলোয়াড় যিনি মহিলাদের ক্রিকেটে ওয়ান-ডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেছেন ৷

রান তাড়া করতে নেমে ওয়ান-ডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর

10টি ওভার বাউন্ডারি ও 21টি বাউন্ডারিতে সাজানো ম্যাক্সওয়েলের 201 রানের অপরাজিত ইনিংস ওডিআই ক্রিকেটে দ্বিতীয় ইনিংসে যে কোনও ব্যাটারের সর্বাধিক স্কোর ৷ এর আগে পাকিস্তানেক ফকর জামান 2021 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে 193 রান করেছিলেন ৷

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় ডাবল সেঞ্চুরি

2015 সালে প্রথমবার ওয়ান-ডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরি হয়েছিল ৷ তাও আবার জোড়া ৷ প্রথমে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল 215 রান এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিল 237 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৷ এবার বিশ্বকাপের মঞ্চে তৃতীয় ডাবল সেঞ্চুরি করা ব্যাটার হলেন গ্লেন ম্যাক্সওয়েল ৷

আরও পড়ুন: 'আফগান-বিপ্লব' থামিয়ে সচিনের পাড়ায় ডাবল-সেঞ্চুরি ম্যাক্সওয়েলের, সেমিতে অজিরা

দ্বিতীয় দ্রুততম ওয়ান-ডে ডাবল সেঞ্চুরি

ওয়ান-ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ঈশান কিষাণ ৷ বাংলাদেশের বিরুদ্ধে 2022 সালে 126 বলে ডাবল সেঞ্চুরি করছিলেন তিনি ৷ এ মঙ্গলবার গ্লেন ম্যাক্সওয়েল 128 বলে ডাবল সেঞ্চুরি করে দ্বিতীয়স্থানে রয়েছেন ৷

ওয়ান-ডে ক্রিকেটে রান তাড়া করার সময় সর্বোচ্চ স্কোর:

201 রানে অপরাজিত - গ্লেন ম্যাক্সওয়েল বনাম আফগানিস্তান 2023 (অস্ট্রেলিয়া জয়ী)

193 - ফকর জামান 7 বনাম দক্ষিণ আফ্রিকা, 2021 (পাকিস্তান পরাজিত)

185 রানে অপরাজিত - শেন ওয়াটসন বনাম বাংলাদেশ, 2011 (অস্ট্রেলিয়া জয়ী)

183 রানে অপরাজিত - মহেন্দ্র সিং ধোনি বনাম শ্রীলঙ্কা, 2005 (ভারত জয়ী)

183 - বিরাট কোহলি বনাম পাকিস্তান, 2012 (ভারত জয়ী)

আরও পড়ুন: ভারতীয় দলকে ভয় পাচ্ছে সবাই, সৌজন্যে রোহিত-রাহুল; মত প্রাক্তন ভারতীয় স্পিনারের

ওয়ান-ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি:

200 রানে অপরাজিত - সচিন তেন্ডুলকর বনাম দক্ষিণ আফ্রিকা, গ্বালিয়র 2010

219 - বীরেন্দ্র সেহওয়াগ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ইন্দোর 2011

209 - রোহিত শর্মা বনাম অস্ট্রেলিয়া, বেঙ্গালুরু 2013

264 - রোহিত শর্মা এসএল, কলকাতা 2014

215 - ক্রিস গেইল বনাম জিম, ক্যানবেরা 2015 বিশ্বকাপ

237 রানে অপরাজিত - মার্টিন গাপ্টিল বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়েলিংটন 2015 বিশ্বকাপ

208 রানে অপরাজিত - রোহিত শর্মা বনাম শ্রীলঙ্কা, মোহালি 2017

210 রানে অপরাজিত - ফকর জামান বনাম জিম্বাবোয়ে, বুলাওয়েও 2018

210 - ঈশান কিষাণ বনাম বাংলাদেশ, চট্টগ্রাম 2022

208 - শুভমন গিল বনাম নিউজিল্যান্ড, হায়দরাবাদ 2023

201 রানে অপরাজিত - গ্লেন ম্যাক্সওয়েল বনাম আফগানিস্তান, মুম্বই 2023 বিশ্বকাপ

Last Updated : Nov 8, 2023, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.