ETV Bharat / sports

ICC World Cup 2023: আফগানদের বিরুদ্ধেও 'ফার্স্ট-চয়েস' ওপেনারকে ছাড়াই নামছে টিম ইন্ডিয়া - টিম ইন্ডিয়া

ডেঙ্গি সারিয়ে এখনও ম্যাচে খেলার অবস্থায় ফেরেননি পঞ্জাব ওপেনার ৷ তাই 'আফগান-যুদ্ধে'ও তাঁকে পাচ্ছে না দল ৷ রশিদ খানদের বিরুদ্ধে গিলকে না-পাওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷

সৌঃ টুইটার
ICC World Cup 2023
author img

By PTI

Published : Oct 9, 2023, 4:51 PM IST

চেন্নাই, 9 অক্টোবর: রান তাড়া করতে নেমে শুরুতে আশঙ্কার চোরাস্রোত বয়ে গিয়েছিল ঠিকই ৷ কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানের 'নান্দীমুখ' ভালোই সেরেছে টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে বিরাট কোহলি এবং কান্নুর লোকেশ রাহুল ৷ দু'য়ের কাঁধে ভর করে ক্যাঙারুদের চ্যালেঞ্জ সসম্মানে উতরেছে 'মেন ইন ব্লু' ৷ এবার সামনে আফগানিস্তান ৷ বুধবারের সেই ম্যাচ খেলতে সোমবারই নয়াদিল্লি পৌঁছে যাচ্ছে ভারতীয় দল ৷ তবে দলের সঙ্গে রাজধানী যাচ্ছেন না ওপেনার শুভমন গিল ৷ ডেঙ্গি সারিয়ে এখনও ম্যাচে খেলার অবস্থায় ফেরেননি পঞ্জাব ওপেনার ৷ তাই 'আফগান-যুদ্ধে'ও তাঁকে পাচ্ছে না দল ৷

রশিদ খানদের বিরুদ্ধে গিলকে না-পাওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ মেডিক্যাল আপডেটে বিসিসিআই জানিয়েছে, সোমবার দলের বাকিদের সঙ্গে নয়াদিল্লি যাচ্ছেন না শুভমন গিল ৷ তিনি চেন্নাইয়ে রয়ে যাচ্ছেন মেডিক্য়াল টিমের পর্যবেক্ষণে ৷ আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তাঁকে পাওয়া যাবে কি না, তা যদিও এখনও নিশ্চিত নয় ৷ তবে চেষ্টার ত্রুটি রাখছে না মেডিক্যাল টিম ৷

গিলের পরিবর্ত হিসেবে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনে নেমেছিলেন ঈশান কিষাণ ৷ কিন্তু অফস্ট্যাম্পের অনেকটা বাইরের বল খোঁচাতে গিয়ে যে ভঙ্গিমায় ঝাড়খণ্ড ব্যাটার উইকেট দিয়ে এসেছেন, তাতে 'ফার্স্ট-চয়েস' গিলকে না-পাওয়াটা খানিক চিন্তারই বটে ৷ বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে পঞ্জাব ব্যাটার যা ছন্দে রয়েছেন, তাতে ওপেনিংয়ে ছন্দ ফিরে পেতে গিলের প্রত্যাবর্তন যে জরুরি, মানছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: দুরন্ত জয়ের পরে রোহিতের মুখে কম্বিনেশন বদলের কথা

রবিবার অজিদের বিরুদ্ধে সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের প্রথম তিন ব্যাটার কোনও রান না-করেই প্যাভিলিয়নে ফেলেন ৷ মুশকিল আসান হয়ে দেখা দেন 'রানমেশিন' কোহলি এবং স্টাম্পার-ব্যাটার রাহুল ৷ দু'য়ের 165 রানের জুটি বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের জয় নিশ্চিত করে ৷ দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে কোহলি 85 রানে ফিরলেও রাহুল 97 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৷

চেন্নাই, 9 অক্টোবর: রান তাড়া করতে নেমে শুরুতে আশঙ্কার চোরাস্রোত বয়ে গিয়েছিল ঠিকই ৷ কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানের 'নান্দীমুখ' ভালোই সেরেছে টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে বিরাট কোহলি এবং কান্নুর লোকেশ রাহুল ৷ দু'য়ের কাঁধে ভর করে ক্যাঙারুদের চ্যালেঞ্জ সসম্মানে উতরেছে 'মেন ইন ব্লু' ৷ এবার সামনে আফগানিস্তান ৷ বুধবারের সেই ম্যাচ খেলতে সোমবারই নয়াদিল্লি পৌঁছে যাচ্ছে ভারতীয় দল ৷ তবে দলের সঙ্গে রাজধানী যাচ্ছেন না ওপেনার শুভমন গিল ৷ ডেঙ্গি সারিয়ে এখনও ম্যাচে খেলার অবস্থায় ফেরেননি পঞ্জাব ওপেনার ৷ তাই 'আফগান-যুদ্ধে'ও তাঁকে পাচ্ছে না দল ৷

রশিদ খানদের বিরুদ্ধে গিলকে না-পাওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ মেডিক্যাল আপডেটে বিসিসিআই জানিয়েছে, সোমবার দলের বাকিদের সঙ্গে নয়াদিল্লি যাচ্ছেন না শুভমন গিল ৷ তিনি চেন্নাইয়ে রয়ে যাচ্ছেন মেডিক্য়াল টিমের পর্যবেক্ষণে ৷ আগামী শনিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণে তাঁকে পাওয়া যাবে কি না, তা যদিও এখনও নিশ্চিত নয় ৷ তবে চেষ্টার ত্রুটি রাখছে না মেডিক্যাল টিম ৷

গিলের পরিবর্ত হিসেবে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনে নেমেছিলেন ঈশান কিষাণ ৷ কিন্তু অফস্ট্যাম্পের অনেকটা বাইরের বল খোঁচাতে গিয়ে যে ভঙ্গিমায় ঝাড়খণ্ড ব্যাটার উইকেট দিয়ে এসেছেন, তাতে 'ফার্স্ট-চয়েস' গিলকে না-পাওয়াটা খানিক চিন্তারই বটে ৷ বিশেষ করে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে পঞ্জাব ব্যাটার যা ছন্দে রয়েছেন, তাতে ওপেনিংয়ে ছন্দ ফিরে পেতে গিলের প্রত্যাবর্তন যে জরুরি, মানছেন বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন: দুরন্ত জয়ের পরে রোহিতের মুখে কম্বিনেশন বদলের কথা

রবিবার অজিদের বিরুদ্ধে সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের প্রথম তিন ব্যাটার কোনও রান না-করেই প্যাভিলিয়নে ফেলেন ৷ মুশকিল আসান হয়ে দেখা দেন 'রানমেশিন' কোহলি এবং স্টাম্পার-ব্যাটার রাহুল ৷ দু'য়ের 165 রানের জুটি বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের জয় নিশ্চিত করে ৷ দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়ে কোহলি 85 রানে ফিরলেও রাহুল 97 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.