কলম্বো, 15 সেপ্টেম্বর: শুভমনের শতরানেও অধরা টাইগার ‘বধ’ ৷ তীরে এসে তরী ডুবল ভারতের ৷ বাংলাদেশের বিরুদ্ধে কাজেই এল না শুভমন গিল, অক্ষর পটেলের দাঁতচাপা লড়াই ৷ অক্ষর 42 রান করে ফিরতেই ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যায় ৷ শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান, তানজিম হাসানদের দাপটে 6 রানে ম্যাচ জিতে নিল বাংলাদেশ ৷ 3টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর, তানজিম ৷
রোহিত শর্মা, কেএল রাহুলদের ব্যর্থতার মঞ্চে উজ্জ্বল শুভমন গিল ৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 5 নম্বর সেঞ্চুরি করে ফেললেন ‘মেন ইন ব্লু’র তরুণ তুর্কি ৷ বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন পঞ্জাবী তনয় ৷ এশিয়া কাপ সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ বাংলাদেশের দেওয়া 266 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ ভারতের টপ অর্ডার ৷
শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়েছে ভারত ৷ শূন্য রানে ফিরেছেন রোহিত ৷ রাহুলের অবদান 19 রান ৷ ঈষান ক্রিজ ছেড়েছেন ব্যক্তিগত 5 রানের মাথায় ৷ পাটা উইকেটে কার্যত আগুন ঝরাচ্ছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবরা ৷ সেসব সামলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা ভালো মতোই করে গিয়েছেন গিল ৷ 118 বলে শতরান করছেন ৷ শেষ পর্যন্ত মেহেদি হাসানের বলে ফিরতে হয়েছে ডাগ-আউটে ৷ শুভমনের এদিনের 133 বলে 121 রানের ইনিংসটি সাজানো 8টি চার ও 5টি ছয়ে ৷
-
A fine innings calls for a finer celebration 👏💪⚡️
— BCCI (@BCCI) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Keep at it, @ShubmanGill.#TeamIndia #AsiaCup2023 pic.twitter.com/3e7F4tPnA6
">A fine innings calls for a finer celebration 👏💪⚡️
— BCCI (@BCCI) September 15, 2023
Keep at it, @ShubmanGill.#TeamIndia #AsiaCup2023 pic.twitter.com/3e7F4tPnA6A fine innings calls for a finer celebration 👏💪⚡️
— BCCI (@BCCI) September 15, 2023
Keep at it, @ShubmanGill.#TeamIndia #AsiaCup2023 pic.twitter.com/3e7F4tPnA6
আরও পড়ুন: ব্যাটার নয়, কলম্বোয় ‘ওয়াটার বয়’ বিরাটে মুগ্ধ অনুরাগীরা
শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে জিতে টেবিল-টপার হিসেবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ৷ আগামী রবিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধেই ফাইনাল খেলবেন রোহিতরা ৷ ফলে বাংলাদেশের বিরুদ্ধে দলের রিজার্ভ বেঞ্চকে যে খেলানো হবে, তা আগেই থেকে আন্দাজ করা গিয়েছিল ৷ সেই মতো এদিন 5টি পরিবর্তন করেছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো প্রথম একাদশের অটোমেটিক চয়েস ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷
আজ বাংলাদেশের হয়ে ভারতের জার্সিতে অভিষেক করেন তীলক বর্মা ৷ সূর্যকুমার যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণাও আজ প্রথমবার এই টুর্নামেন্টে খেলতে নামলেন ৷ যদিও কেউই ম্যাচে দাগ কাটতে পারেননি ৷ ব্যক্তিগত 5 রানের মাথায় বোল্ড হন তীলক ৷ স্কাই’য়ের অবদান 26 রান ৷
ব্যাটে অধিনায়ক শাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে লড়াইয়ে ফিরেছিল বাংলাদেশ ৷ শার্দূল ঠাকুরের বলে আউট হওয়ার আগে সাকিব 80 রান করেন ৷ তৌহিদ হৃদয় 54 রান করেছেনে ৷ এর পর নাসুম আহমেদ (44) এবং মেহেদি হাসান (29 রানে অপরাজিত) বাংলাদেশকে আড়াইশোর উপরে নিয়ে যান ৷ বাংলাদেশ 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রান করে ৷