ETV Bharat / sports

Shubman Gill Test Century: মোতেরায় দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল, অজিদের চোখে চোখ রেখে লড়ছে ভারত

সেঞ্চুরি করে ফর্ম কনটিনিউ করার বার্তা দিলেন শুভমন গিল (Shubman Gill Test Century) ৷ আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এদিন 195 বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি ৷

Shubman Gill Test Century ETV BHARAT
Shubman Gill Test Century
author img

By

Published : Mar 11, 2023, 3:03 PM IST

আমেদাবাদ, 11 মার্চ: আমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করলেন শুভমন গিল ৷ এটি শুভমনের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি (Shubman Gill Gets His 2nd Test Century in Ahmedabad) ৷ চা-বিরতি হওয়ার ঠিক আগে এদিন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটি করেন ভারতীয় ওপেনার ৷ বিশেষত, অফ-ফর্মে থাকা কেএল রাহুলের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে ঢোকার পর এটি শুভমনের প্রথম সেঞ্চুরি ৷ এদিন চা-বিরতিতে ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 188 রান ৷

প্রথম দু'টি টেস্টে কেএল রাহুলকে ওপেনার হিসেবে খেলিয়েছিল ভারত ৷ কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি ৷ অফ ফর্ম জারি রেখে নাগপুর এবং দিল্লি টেস্টের একটি ইনিংসেও পঁচিশের গণ্ডি পেরোননি দক্ষিণী ব্যাটার ৷ ফলে ফর্মে থাকা শুভমনকে রাহুলের জায়গায় আনার দাবি উঠতে থাকে ৷ ইন্দোর টেস্টে শুভমনকে প্রথম একাদশে আনাও হয় ৷ কিন্তু, ইন্দোরের স্পিনিং ট্র্যাকে সেভাবে সফল হতে পারেননি পঞ্জাব ব্যাটার ৷ তবে, আমেদাবাদ টেস্টে নিজের কামাল দেখালেন শুভমন ৷ মিচেল স্টার্ক, ন্যাথন লায়নদের সামলে 195 বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন ৷

197 বলে আপাতত 103 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ৷ তিনি 4 বল খেললেও রানের খাতা খোলেননি ৷ তবে, শুভমনের সঙ্গে এদিন 113 রানের পার্টনারশিপ করে আউট হন চেতেশ্বর পূজারা (121 বলে 42 রান) ৷ বড় রান করার সুযোগ এদিন মাঠেই ফেলে এলেন তিনি ৷ শুভমনের আজকের এই সেঞ্চুরি ভারতীয় দলের প্রথম একাদশে তাঁর জায়গা আরও মজবুত করল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বিশেষত, অফ-ফর্মে থাকা কেএল রাহুলের পরিবর্ত হিসেবে দলে ঢোকার পর ৷

আরও পড়ুন: তৃতীয় দিনে ম্যাচে ফিরছে ভারত, ব্যাটে ভরসা দিচ্ছেন শুভমন-পূজারা

উল্লেখ্য, বছরের শুরুতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-20 আন্তর্জাতিকে সেঞ্চুরি করেছেন শুভমন গিল ৷ যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে দু’শো রানের ইনিংস খেলেন ৷ এরপর কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে বিস্ফোরক ভঙ্গিতে 126 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ সব মিলিয়ে বছরের শুরু থেকেই ফর্মে ছিলেন শুভমন ৷ এবার টেস্ট দলে সুযোগ পেয়ে সেখানেও নিজের ফর্ম জারি রাখলেন পঞ্জাব দা পুত্তর ৷

আমেদাবাদ, 11 মার্চ: আমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করলেন শুভমন গিল ৷ এটি শুভমনের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি (Shubman Gill Gets His 2nd Test Century in Ahmedabad) ৷ চা-বিরতি হওয়ার ঠিক আগে এদিন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটি করেন ভারতীয় ওপেনার ৷ বিশেষত, অফ-ফর্মে থাকা কেএল রাহুলের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে ঢোকার পর এটি শুভমনের প্রথম সেঞ্চুরি ৷ এদিন চা-বিরতিতে ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 188 রান ৷

প্রথম দু'টি টেস্টে কেএল রাহুলকে ওপেনার হিসেবে খেলিয়েছিল ভারত ৷ কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি ৷ অফ ফর্ম জারি রেখে নাগপুর এবং দিল্লি টেস্টের একটি ইনিংসেও পঁচিশের গণ্ডি পেরোননি দক্ষিণী ব্যাটার ৷ ফলে ফর্মে থাকা শুভমনকে রাহুলের জায়গায় আনার দাবি উঠতে থাকে ৷ ইন্দোর টেস্টে শুভমনকে প্রথম একাদশে আনাও হয় ৷ কিন্তু, ইন্দোরের স্পিনিং ট্র্যাকে সেভাবে সফল হতে পারেননি পঞ্জাব ব্যাটার ৷ তবে, আমেদাবাদ টেস্টে নিজের কামাল দেখালেন শুভমন ৷ মিচেল স্টার্ক, ন্যাথন লায়নদের সামলে 195 বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন ৷

197 বলে আপাতত 103 রানে অপরাজিত রয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ৷ তিনি 4 বল খেললেও রানের খাতা খোলেননি ৷ তবে, শুভমনের সঙ্গে এদিন 113 রানের পার্টনারশিপ করে আউট হন চেতেশ্বর পূজারা (121 বলে 42 রান) ৷ বড় রান করার সুযোগ এদিন মাঠেই ফেলে এলেন তিনি ৷ শুভমনের আজকের এই সেঞ্চুরি ভারতীয় দলের প্রথম একাদশে তাঁর জায়গা আরও মজবুত করল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ বিশেষত, অফ-ফর্মে থাকা কেএল রাহুলের পরিবর্ত হিসেবে দলে ঢোকার পর ৷

আরও পড়ুন: তৃতীয় দিনে ম্যাচে ফিরছে ভারত, ব্যাটে ভরসা দিচ্ছেন শুভমন-পূজারা

উল্লেখ্য, বছরের শুরুতে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-20 আন্তর্জাতিকে সেঞ্চুরি করেছেন শুভমন গিল ৷ যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে দু’শো রানের ইনিংস খেলেন ৷ এরপর কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে বিস্ফোরক ভঙ্গিতে 126 রানের অপরাজিত ইনিংস খেলেন ৷ সব মিলিয়ে বছরের শুরু থেকেই ফর্মে ছিলেন শুভমন ৷ এবার টেস্ট দলে সুযোগ পেয়ে সেখানেও নিজের ফর্ম জারি রাখলেন পঞ্জাব দা পুত্তর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.