মুম্বই, 13 ফেব্রুয়ারি: স্বপ্নের ফর্মে অবাধ বিচরণ করছেন তিনি ৷ সম্প্রতি পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরির এলিট তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি ৷ ব্যাট হাতে প্রতিপক্ষদের চুরমার করে আইসিসি'র বিচারে জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন শুভমন গিল ৷ গত মাসে সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে জাতীয় দলের ওপেনারের ব্যাট থেকে তিনটি শতরান সহযোগে এসেছে 567 রান ৷ তারই পুরস্কার হিসেবে পঞ্জাব ব্যাটারের ঝুলিতে এল বিশেষ সম্মান (Shubman Gill bags ICC player of the month award for January) ৷
তাঁর সর্বশেষ শতরানটি এসেছে পয়লা ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজে ৷ তাতে কী ? জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 অভিষেকের পর দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধেই ওয়ান-ডে সিরিজে প্রথম শতরানটি হাঁকান গিল ৷ এরপর চারদিনের ব্যবধানে ব্ল্যাক-ক্যাপসদের বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে ম্যাচে দ্বিশতরান আসে অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী দলের সদস্যের ব্যাটে (Gill scored ODI doble ton against NZ last month) ৷ সচিন, সেহওয়াগ, রোহিত, ঈশানদের এলিট ক্লাবে প্রবেশ করেন তিনি ৷ খেলেন 149 বলে মারকাটারি 208 রানের ইনিংস ৷ কনিষ্ঠ ব্যাটার হিসেবে দ্বিশতরানের পাশাপাশি সেদিন গিলের ব্যাটে তৈরি হয় একাধিক নজির ৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজেরই তৃতীয় তথা শেষ ম্যাচে পঞ্জাব ক্রিকেটারের ব্যাটে ফের আসে তিন অংকের রান ৷ 306 রান করে তিনম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক 360 রান সংগ্রহ করার নজিরও গড়েন তিনি (যুগ্মভাবে রয়েছেন বাবর আজম) ৷ ঘরের মাঠে কিউয়িদের 3-0 ব্যবধানে ক্লিন স্যুইপ করে টিম ইন্ডিয়া ৷ এত রেকর্ডের পর মাসের সেরা ক্রিকেটার বাছতে খুব বেশি ভাবতে হয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে ৷
-
We have a winner! 🏅
— ICC (@ICC) February 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our first ICC Men’s Player of the Month of 2023 has been named 👇
">We have a winner! 🏅
— ICC (@ICC) February 13, 2023
Our first ICC Men’s Player of the Month of 2023 has been named 👇We have a winner! 🏅
— ICC (@ICC) February 13, 2023
Our first ICC Men’s Player of the Month of 2023 has been named 👇
আরও পড়ুন: ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা ইয়ন মর্গ্যানের
সোমবার ডেভন কনওয়ে, মহম্মদ সিরাজকে পিছনে ফেলে প্রথমাবার এই শিরোপা জিতে নিলেন গুজরাত টাইটান্সের ক্রিকেটার ৷ আপাতত বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম দু'টি টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন শুভমন ৷ যদিও নাগপুরে প্রথম টেস্টে তাঁকে ছাড়াই বিরাট জয় পেয়েছে ভারত ৷ টেস্টে গিলের একমাত্র শতরানটি এসেছিল চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে গতবছরের শেষদিকে ৷