ETV Bharat / sports

Shoaib backs Virat: 'ক্যান্ডি ক্রাস খেলে 70টা শতরান আসেনি', বিরাটের পাশে দাঁড়ালেন পাক কিংবদন্তি - বিরাটের পাশে দাঁড়ালেন পাক কিংবদন্তি

কোহলিচিত ক্যারিশমা দেখা যায়নি বহুদিন । বিরাটের এহেন ব্যাডপ্যাচে যখন ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড়, তখনই পাশে দাঁড়ানোর বার্তা আসছে ওয়াঘার ওপার থেকে (Shoaib Akhtar backs Kohli) ।

Shoaib Akhtar on Virat Kohli
Shoaib Akhtar on Virat Kohli
author img

By

Published : Jul 17, 2022, 9:51 AM IST

ইসলামাবাদ, 17 জুলাই: লর্ডসে দলে ফিরেছিলেন । কিন্তু ফর্মে ফিরতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli Rough Patch continues) । শেষ আড়াই বছরে বড় রান পাননি বিরাট । বেশ কয়েকবার বিশ্রাম চেয়েছেন বোর্ডের কাছে, তা মঞ্জুরও হয়েছে । তারপর থেকেই একে একে দেশের প্রাক্তনীদের বাণে বিদ্ধ হয়েছেন কোহলি । স্বয়ং কপিল দেব বলেছেন, অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাইরে থাকতে হয়, বিরাটও অপরিহার্য নন । মুখ খুলেছেন বেঙ্কটেশ প্রসাদ, সুনীল গাভাসকররাও । ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার নিদানও দিয়েছেন অনেকেই (Shoaib Akhtar backs Kohli) ।

টেস্ট, টি-20 কিংবা ওয়ান ডে । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কোহলিচিত ক্যারিশমা দেখা যায়নি । বিরাটের এহেন ব্যাডপ্যাচে যখন ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড়, তখনই পাশে দাঁড়ানোর বার্তা এসেছিল ওয়াঘার ওপার থেকে । এবার ফের কোহলির পাশে দাঁড়ালেন আরেক পাক কিংবদন্তি । টুইট করে বাবর আজম জানিয়েছিলেন, খারাপ সময়ে কোহলির পাশেই রয়েছেন । তারপরেই কোহলিকে সমর্থন করলেন শোয়েব আখতার । প্রাক্তন পাক পেসার বলেন, "বিরাটের 70টি শতরান রয়েছে। ওগুলো মোবাইলে ক্যান্ডি ক্র্যাস খেলে আসেনি ।”

আরও পড়ুন : বিরাটের ব্যাডপ্যাচে পাশে বাবর, পাক অধিনায়কের আচরণে 'মুগ্ধ' মাইকেল ভন

পাকিস্তানি বোলিং ত্রাস বলেন, "কপিলদেব আমার থেকে বয়সে বড় । খুব বড় মাপের ক্রিকেটার । ওনার মতামত জানানোর অধিকার রয়েছে । কিন্তু এটাও ঠিক, ওর শতরানগুলো মোবাইলে গেম খেলে আসেনি । গত দশ বছর ধরে ব্যাট হাতে রাজ করছে বিরাট । কয়েকদিন খারাপ গেলেই সেটা ভুলে যাওয়া ঠিক নয় । শতরান হয়তো আসছে না, কিন্তু পরপর রান করে যাচ্ছে কোহলি ।"

ইসলামাবাদ, 17 জুলাই: লর্ডসে দলে ফিরেছিলেন । কিন্তু ফর্মে ফিরতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli Rough Patch continues) । শেষ আড়াই বছরে বড় রান পাননি বিরাট । বেশ কয়েকবার বিশ্রাম চেয়েছেন বোর্ডের কাছে, তা মঞ্জুরও হয়েছে । তারপর থেকেই একে একে দেশের প্রাক্তনীদের বাণে বিদ্ধ হয়েছেন কোহলি । স্বয়ং কপিল দেব বলেছেন, অশ্বিনকে যদি টেস্ট দল থেকে বাইরে থাকতে হয়, বিরাটও অপরিহার্য নন । মুখ খুলেছেন বেঙ্কটেশ প্রসাদ, সুনীল গাভাসকররাও । ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার নিদানও দিয়েছেন অনেকেই (Shoaib Akhtar backs Kohli) ।

টেস্ট, টি-20 কিংবা ওয়ান ডে । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কোহলিচিত ক্যারিশমা দেখা যায়নি । বিরাটের এহেন ব্যাডপ্যাচে যখন ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড়, তখনই পাশে দাঁড়ানোর বার্তা এসেছিল ওয়াঘার ওপার থেকে । এবার ফের কোহলির পাশে দাঁড়ালেন আরেক পাক কিংবদন্তি । টুইট করে বাবর আজম জানিয়েছিলেন, খারাপ সময়ে কোহলির পাশেই রয়েছেন । তারপরেই কোহলিকে সমর্থন করলেন শোয়েব আখতার । প্রাক্তন পাক পেসার বলেন, "বিরাটের 70টি শতরান রয়েছে। ওগুলো মোবাইলে ক্যান্ডি ক্র্যাস খেলে আসেনি ।”

আরও পড়ুন : বিরাটের ব্যাডপ্যাচে পাশে বাবর, পাক অধিনায়কের আচরণে 'মুগ্ধ' মাইকেল ভন

পাকিস্তানি বোলিং ত্রাস বলেন, "কপিলদেব আমার থেকে বয়সে বড় । খুব বড় মাপের ক্রিকেটার । ওনার মতামত জানানোর অধিকার রয়েছে । কিন্তু এটাও ঠিক, ওর শতরানগুলো মোবাইলে গেম খেলে আসেনি । গত দশ বছর ধরে ব্যাট হাতে রাজ করছে বিরাট । কয়েকদিন খারাপ গেলেই সেটা ভুলে যাওয়া ঠিক নয় । শতরান হয়তো আসছে না, কিন্তু পরপর রান করে যাচ্ছে কোহলি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.