মুম্বই, 5 জুলাই : শিখর ধাওয়ানকে টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করার পরামর্শ দিলেন ভিভিএস লক্ষ্মণ ৷ আর তার জন্য শ্রীলঙ্কা সফরের ভারত অধিনায়ককে তিনি বলেন, শিখরের উচিত রান করায় মনোযোগ দেওয়া ৷ প্রসঙ্গত, 13 জুলাই থেকে শ্রীলঙ্কায় তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-20 ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল ৷ যে দলের অধিনায়ক শিখর ধাওয়ান ৷ সেই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন চোট সারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফেরা অভিজ্ঞ ভারতীয় মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার ৷ তুলনায় অনভিজ্ঞ এবং তরুণ এই ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷
এ দিন শিখরকে নিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বলেন, ধাওয়ান অবশ্যই ভারতকে নেতৃত্ব দেবেন ৷ কিন্তু, টি-20 বিশ্বকাপে ওপেনিং স্লটের কঠিন লড়াইয়ে নিজের জায়গা করে নিতে ধাওয়ানকে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান করতে হবে ৷ তিনি বলেন, ‘‘প্রথম বিষয় হল, আমি মনে করি ভারতের হয়ে নিয়মিত পারফর্মেন্স করায় তাঁকে পুরস্কৃত করা হয়েছে ৷ বিশেষ করে সাদা বলের ক্রিকেটে এবং সেই সঙ্গে তিনি এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ৷’’
একটি স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে ভিভিএস লক্ষ্মণ এ কথা বলেন ৷ তিনি আরও জানিয়েছেন, ‘‘শিখরকে এটাও মাথায় রাখতে হবে যে, তাঁকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে ৷ বিশেষ করে টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে ৷ কারণ সেখানে খুবই কঠিন প্রতিযোগিতা রয়েছে ৷ সেখানে রোহিত শর্মা, কে এল রাহুলের মতো প্রমাণিত ওপেনিং ব্যাটসম্যান রয়েছেন ৷ অন্যদিকে, বিরাট কোহলি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি টি-20 ক্রিকেটে ওপেন করতে চান ৷
ফলে শিখর ধাওয়ানকে রানের মধ্যে থাকতে হবে বলে মনে করেন ভিভিএস ৷ তিনি আরও জানিয়েছেন, শিখর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন ৷ আর যে কেউ তাঁর দেশের হয়ে নেতৃত্ব দিতে পারলে নিজেকে গর্বিত অনুভব করবে ৷ কিন্তু, এসবের ঊর্ধ্বে শিখর ধাওয়ানকে টি-20 বিশ্বকাপে নিজের জায়গা পাকা করতে রান করায় মনোসংযোগ করতে হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ ৷
আরও পড়ুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরলেন আজহার
অন্যদিকে, আরেক প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানও লক্ষ্মণের সঙ্গে প্রায় সহমত ৷ তবে, ধাওয়ান আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবেন বলে মনে করেন প্রাক্তন বাঁ হাতি এই অলরাউন্ডার ৷ সেই সঙ্গে ভারতের ওপেনিং ব্যাটসম্যান কেরিয়ারে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্যও প্রস্তুত বলে মনে করেন ইরফান ৷ তিনি বলেন, ‘‘শিখর খুবই মজা করতে ভালবাসেন ৷ যখনই তাঁর সঙ্গে দেখা হবে, সবসময় হাসিখুশি এবং সর্বদা ছটফটে ৷ তরুণ ক্রিকেটাররা সবসময় তাঁর সঙ্গে সহজে মেলামেশা করতে পারেন ৷ আর আমি মনে করি একজন অধিনায়ক হিসেবে শিখর নিজেকে প্রমাণ করতে চাইবেন ৷ তবে, সেটা অন্য কারও কাছে নয়, তাঁর নিজের কাছে ৷’’
আরও পড়ুন : Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক
প্রসঙ্গত, শিখরের নেতৃত্বে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার জন্য অপেক্ষায় রয়েছেন অনেক তরুণ ক্রিকেটার ৷ যাদের মধ্যে ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব টি-20 ক্রিকেটে অভিষেক করলেও তাঁদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি ৷ তেমনই পৃথ্বী শ-র মতো একঝাঁক তরুণ ক্রিকেটার শ্রীলঙ্কা সফরে ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ৷