ETV Bharat / sports

Shikhar-Ayesha Divorce : আট বছরের সম্পর্কের ইতি, বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হল শিখরের - আয়েষা মুখার্জি

ইনস্টাগ্রামে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় ৷ 2012 সালে একে অপরকে ভালবেসে দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন ৷ সেই সম্পর্কের ইতি ঘটেছে ৷

Shikhar-Ayesha Divorce
Shikhar-Ayesha Divorce
author img

By

Published : Sep 7, 2021, 11:05 PM IST

Updated : Sep 8, 2021, 6:02 AM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর : 10 বছরের বড় বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল ভারতীয় দলের তারকা ওপেনার শিখর ধাওয়ানের ৷ 2012 সালে দুজনে একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন ৷ আগের বিয়ে থেকে আয়েশার দুই মেয়ে ছিল ৷ তবে বয়সে বড়, ডিভোর্সি বাঙালি কন্যেতেই মজেছিলেন শিখর ৷ কিন্তু আট বছরের সেই সম্পর্কের ইতি ঘটেছে ৷ আলাদা হয়ে গিয়েছেন শিখর-আয়েশা ৷ আয়েশা মুখোপাধ্যায়ের ইনস্টা পোস্ট থেকেই এই খবর প্রকাশ্যে এসেছে ৷ ইনস্টাগ্রামে নিজের দু'বারের ডিভোর্সের কথা লিখে দীর্ঘ পোস্ট করেছেন আয়েশা ৷ ডিভোর্সের আসল অর্থ কী তা জানিয়েছেন ৷

বেশ কিছুদিন ধরেই শিখর-আয়েশার সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন চলছিল ৷ দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন ৷ সেই গুঞ্জনে সিলমোহর লাগালেন খোদ শিখর পত্নি ৷ দুজনের সাত বছরের ছেলে রয়েছে ৷ যাঁর নাম জোরাবর ৷

বাঙালি বংশোদ্ভূত আয়েশা মুখোপাধ্যায়ের জন্ম ভারতে হলেও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় ৷ মা বাঙালি ও বাবা অস্ট্রেলিয়ান ৷ খেলাধুলোর প্রতি বরাবরই প্রবল আগ্রহ আয়েশার ৷ তিনি নিজে একজন বক্সার ৷ ডিভোর্সি, দুই সন্তানের মা ও শিখরের থেকে বয়সে 10 বছরের বড় আয়েশাকে মানতে চায়নি ধাওয়ান পরিবার ৷ পরে অবশ্য দুজনের সম্পর্ক মেনে নেয় শিখরের পরিবার ৷ শিখ পরম্পরায় দুজনের বিয়ে হয় 2012 সালে ৷ বিয়ের দিন জমিয়ে নেচেছিলেন বিরাট কোহলি সহ ভারতীয় দলের ক্রিকেটাররা ৷

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর : 10 বছরের বড় বাঙালি স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল ভারতীয় দলের তারকা ওপেনার শিখর ধাওয়ানের ৷ 2012 সালে দুজনে একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন ৷ আগের বিয়ে থেকে আয়েশার দুই মেয়ে ছিল ৷ তবে বয়সে বড়, ডিভোর্সি বাঙালি কন্যেতেই মজেছিলেন শিখর ৷ কিন্তু আট বছরের সেই সম্পর্কের ইতি ঘটেছে ৷ আলাদা হয়ে গিয়েছেন শিখর-আয়েশা ৷ আয়েশা মুখোপাধ্যায়ের ইনস্টা পোস্ট থেকেই এই খবর প্রকাশ্যে এসেছে ৷ ইনস্টাগ্রামে নিজের দু'বারের ডিভোর্সের কথা লিখে দীর্ঘ পোস্ট করেছেন আয়েশা ৷ ডিভোর্সের আসল অর্থ কী তা জানিয়েছেন ৷

বেশ কিছুদিন ধরেই শিখর-আয়েশার সম্পর্কের অবনতি নিয়ে গুঞ্জন চলছিল ৷ দুজনেই সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করে দিয়েছিলেন ৷ সেই গুঞ্জনে সিলমোহর লাগালেন খোদ শিখর পত্নি ৷ দুজনের সাত বছরের ছেলে রয়েছে ৷ যাঁর নাম জোরাবর ৷

বাঙালি বংশোদ্ভূত আয়েশা মুখোপাধ্যায়ের জন্ম ভারতে হলেও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় ৷ মা বাঙালি ও বাবা অস্ট্রেলিয়ান ৷ খেলাধুলোর প্রতি বরাবরই প্রবল আগ্রহ আয়েশার ৷ তিনি নিজে একজন বক্সার ৷ ডিভোর্সি, দুই সন্তানের মা ও শিখরের থেকে বয়সে 10 বছরের বড় আয়েশাকে মানতে চায়নি ধাওয়ান পরিবার ৷ পরে অবশ্য দুজনের সম্পর্ক মেনে নেয় শিখরের পরিবার ৷ শিখ পরম্পরায় দুজনের বিয়ে হয় 2012 সালে ৷ বিয়ের দিন জমিয়ে নেচেছিলেন বিরাট কোহলি সহ ভারতীয় দলের ক্রিকেটাররা ৷

Last Updated : Sep 8, 2021, 6:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.