জোহানেসবার্গ, 4 জানুয়ারি : টেস্ট কেরিয়ারে প্রথম পাঁচ উইকেট নিয়ে ওয়ান্ডারার্সে ভারতকে দারুণভাবে লড়াইয়ে রাখলেন 'লর্ড' শার্দূল (Shardul Thakur takes maiden five wickets haul) ৷ ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে 202 রানে গুটিয়ে যাওয়ার পর জো'বার্গে ইতিহাস গড়তে টিম ইন্ডিয়া তাকিয়ে ছিল বোলারদের দিকেই ৷ ম্যাচের দ্বিতীয়দিন নিরাশ করলেন না বোলাররা ৷ দ্বিতীয়দিন চা-বিরতির খানিক পরেই প্রথম ইনিংস 229 রানে গুটিয়ে গেল প্রোটিয়া ইনিংস ৷ অর্থাৎ, প্রথম ইনিংসে মাত্র 27 রানে লিড দক্ষিণ আফ্রিকার ৷ বিধ্বংসী শার্দূলের সাত উইকেটের সৌজন্যে ওয়ান্ডারার্সে লড়াই জারি ভারতের ৷
পিটারসন এবং বাভুমা ছাড়া আর কোনও প্রোটিয়া ব্যাটারের ব্যাট এদিন চওড়া হতে দেননি ভারতীয় বোলাররা ৷ এমনকী অর্ধশতরানের পর লম্বা হয়নি পিটারসন-বাভুমার ইনিংসও ৷ কাইল ভেরেইনকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে জাঁকিয়ে বসেন বাভুমা ৷ এই জুটিতে ওঠা 60 রান দক্ষিণ আফ্রিকার লিড নেওয়ার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে ৷ বাভুমা করেন 51 রান ৷ 62 রান করেন পিটারসন ৷ দু'জনেই শার্দূলের শিকার হন ৷ ভেরেইন, জানসেন, মহারাজ প্রত্যেকেই করেন 21 রান ৷
তবে সবকিছু ছাপিয়ে ভারতের পয়া মাঠে এদিন শিরোনামে শার্দূলই ৷ মরাঠা পেসারের বিধ্বংসী স্পেলে ওয়ান্ডারার্সে এখনও ইতিহাসের স্বপ্ন দেখছে সফরকারী দল ৷ তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদেরও লড়তে হবে কাঁধ লড়িয়ে ৷ শার্দূলের সাত উইকেটের পাশাপাশি 2টি উইকেট শামির ঝুলিতে ৷ একটি উইকেট নেন বুমরা ৷
আরও পড়ুন : NZ vs BAN First Test : ব্ল্যাক-ক্যাপসদের ডেরায় ঐতিহাসিক টেস্ট জয়ের প্রহর গুনছে বাংলাদেশ
ভারতকে লড়াইয়ে রাখার সঙ্গেই এদিন ম্যান্ডেলার দেশে ব্যক্তিগত নজিরও গড়ে ফেললেন শার্দূল ৷ মরাঠা পেসারের 61 রানে 7 উইকেট দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও ভারতীয় পেসারের সেরা বোলিং ফিগার (Shardul Thakur produces best ever bowling figure by an Indian in South Africa) ৷