লন্ডন, 10 জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে 109 বলে 51 রানের ইনিংস খেলেছেন শার্দূল ঠাকুর ৷ এটি ওভালে শার্দূলের তৃতীয় হাফ সেঞ্চুরি ৷ তারপরই স্যার ডন ব্র্যাডম্যান এবং অ্যালান বর্ডারের সঙ্গে একসারিতে চলে এলেন ভারতীয় অলরাউন্ডার ৷ বিদেশের কোনও স্টেডিয়ামে টানা তিনটি টেস্টে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় অল-রাউন্ডার ৷ যে রেকর্ড একমাত্র স্যার ডন ব্র্যাডম্যান এবং অ্যালান বর্ডারের রয়েছে ৷
তবে এই কৃতিত্ব অর্জন করতে গিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও পড়তে হয়েছে শার্দূলকে ৷ শুক্রবার কোনা শ্রীকর ভরত আউট হওয়ার পর ব্যাট করতে নামেন শার্দূল ৷ ভারতীয় বোলিং অলরাউন্ডারকে বডি লাইন অ্যাটাক শুরু করেন অজি পেসাররা ৷ প্যাট কামিন্স, ক্যামরন গ্রিন, স্কট বোল্যান্ডরা শার্দূলের শরীরে লক্ষ্য করে একের পর এক বল করছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মানসিক দৃঢ়তা বজায় রাখেন তিনি ৷ তবে, একটা সময় সেট হওয়ার পর প্রতি আক্রমণে যান তিনি ৷ অজিঙ্ক রাহানের সঙ্গে 109 রানের পার্টনারশিপ করে ভারতকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনেন ৷
তবে, অজি পেসারদের 140-145 কিলোমিটার গতিবেগের বলের আঘাতে শরীরে কালসিটে পড়ে গিয়েছে তাঁর ৷ তৃতীয় দিনের খেলা শেষে শার্দূল নিজে সে কথা জানিয়েছেন ৷ তিনি জানান, বলের আঘাতগুলি যখন তিনি শরীরে নিচ্ছিলেন, তখন যন্ত্রণা হচ্ছিল ৷ তবে, দলের কথা ভেবে নিজেকে মানসিকভাবে শক্ত রেখেছিলেন ৷ তারই সুফল পেয়েছেন শার্দূল ৷ এমনকি আউট হয়ে ড্রেসিংরুমে যাওয়ার পরেও আঘাতের যন্ত্রণা ছিল ৷ সেই যন্ত্রণা নিয়ে মাঠে প্রায় দু’টি সেশন বোলিং এবং ফিল্ডিং করেন শার্দূল ঠাকুর ৷
আরও পড়ুন: রাহানে-শার্দূলের হাফ সেঞ্চুরিতে বাঁচল ফলো-অন, প্রথম ইনিংসে ভারত 296
চতুর্থদিনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 200 রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷ সেইসঙ্গে দ্বিতীয় ইনিংসে লিড প্রায় 400 রানের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাশ ধীরে ধীরে ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে ৷