সাউদাম্পটন, 19 জুন : প্রথম ইনিংসে ভারত যদি 275 থেকে 300 রান করতে পারে ৷ তাহলেই খেলা শেষ নিউজ়িল্যান্ডের ৷ এমনটাই মত প্রাক্তন অজ়ি স্পিনার শেন ওয়ার্নের ৷ একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলানোয় হতাশাও প্রকাশ করলেন প্রাক্তন এই লেগ স্পিনার ৷
দুটি দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাবধানী পদক্ষেপ করেছে ৷ যেখানে ভারত দলে দুই স্পেশালিস্ট স্পিনার খেলাচ্ছে, নিউজ়িল্যান্ড বোলিংবিভাগে শুধুমাত্র পেসারদের রমরমা ৷ ওয়ার্ন মনে করেন, যে পিচে বল সুইং করে, সেখানে বলে টার্নও দেখা যাবে ৷
টুইটে শেন ওয়ার্ন লেখেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলানোয় হতাশ ৷ কারণ এই উইকেটে ভাল স্পিন দেখা যাবে ৷ ইতিমধ্যে ফুটমার্ক তৈরি হতে শুরু করেছে ৷ মনে রাখতে হবে পিচে সিম থাকলে স্পিনও থাকবে ৷ যদি আবহওয়া ব্যাঘাত না ঘটায়, ভারত 275 থেকে 300 -র বেশি করলেই নিউজ়িল্যান্ডের কাছে খেলা শেষ ৷’’
আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ দ্বিতীয় দিনে টসের সময় আশা করা গিয়েছিল, হয়তো এক সিমার বেশি খেলাতে পারে ভারত ৷ কারণ সাউদাম্পটনের বর্তমান আবহওয়া সিম সহায়ক ৷ যদিও বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটেনি ৷ ভরসা রেখেছেন দলের দুই স্পিনারের উপর ৷
আরও পড়ুন : WTC Final : মিলখাকে শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে ভারতীয় ক্রিকেটাররা
টসের সময় বিরাট বলেন, ‘‘এই দুই স্পিনার যে কোনও কন্ডিশনে বোলিং করতে পারেন ৷ যদি পিচ থেকে কোনও সুবিধা পাওয়া যায়, তাহলে এই দু’জন ব্যাটসম্যানদের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পারেন ৷’’