মাসকাট, 21 অক্টোবর : শাকিব আল হাসানের হাত ধরে সহজে টি-20 বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল বাংলাদেশ ৷ একই সঙ্গে টি-20 বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশি অল-রাউন্ডার ৷ বৃহস্পতিবার শাকিবের অল-রাউন্ডার পারফরম্যান্সে কোয়ালিফায়ারের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে 84 রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 12 পৌঁছে গেল বাংলাদেশ ৷
ওমানের বিরুদ্ধে জয়ের পর সংবাদিক বৈঠকে শাকিব বলেছিলেন, টি-20 খেলাটা শুধু তরুণদের নয়। আগে সবাই মনে করত, তরুণ ক্রিকেটাররাই টি-20 ফরম্যাটে ভাল খেলতে পারবে। কিন্তু এখনও মনে হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি ভাল পারফর্ম করছে ৷" স্কটল্যান্ডের বিরুদ্ধে হারালেও ওমান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে টি-20 বিশ্বকাপের সুপার 12-তে পৌঁছয় বাংলাদেশ ৷
এদিন ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স শাকিবের ৷ এদিন 4 উইকেট নিয়ে শাকিব টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে যুগ্মভাবে এক নম্বরের উঠলেন বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার ৷ উমর গুল, অজান্তা মেন্ডিস, সৈয়দ আজমল ও লসিথ মালিঙ্গাকে পিছনে ফেলে শাহিদ আফ্রিদির নজির ছুঁলেন শাকিব ৷
পাপুয়া নিউ গিনি ম্যাচের পর টি-20 বিশ্বকাপে শাকিবের শিকার 39। মাত্র 28টি ম্যাচে এই সংখ্যক উইকেট নিয়েছেন শাকিব। আর টি-20 বিশ্বকাপে 34টি ম্যাচ খেলে আফ্রিদি নিয়েছিলেন 39টি উইকেট। আপাতত যুগ্মভাবে শীর্ষে থাকলেও কোনও অঘটন না-ঘটলে চলতি বিশ্বকাপেই আফ্রিদিকে ছাপিয়ে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়বেন শাকিব ৷
আরও পড়ুন : বিরাটকে বল করিয়ে হার্দিকের বিকল্প খোঁজার চেষ্টা ভারতের
পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে তিনটি ছক্কায় 37 বলে 46 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শাকিব। এরপর তাঁর বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউ গিনি ব্যাটাররা। 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4 উইকেট শাকিব ৷ তাঁর বোলিং দাপটে 182 রান তাড়া করতে নেমে 97 রানে অল-আউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি ৷ ব্যাটে ও বলে পারফর্ম করে ম্যাচের সেরা হন শাকিব ৷