ETV Bharat / sports

Shah Rukh-KKR : দুবাইয়ে আজ করব লড়ব জিতব-রে, অথচ ক্রিকেট থেকে বহুদূরে কিং খান - আইপিএল ফাইনাল

করোনা পরিস্থিতির মধ্যে গতবছরও সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছিলেন ৷ ছেলে আরিয়ন, স্ত্রী গৌরীকেও দেখা গিয়েছিল ৷ কিন্তু তৃতীয়বারের আইপিএল খেতাব জয়ের যখন খুব কাছে কেকেআর তখন আশপাশে কোথাও নেই কিং খান ৷

Shah Rukh
Shah Rukh
author img

By

Published : Oct 15, 2021, 11:18 AM IST

Updated : Oct 15, 2021, 12:31 PM IST

দুবাই, 15 অক্টোবর : নয় নয় করে সাতটা বছর পর আইপিএলের খেতাবি লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স ৷ বিজয়া দশমীর শুভক্ষণে আজ মরুদেশে ধ্বনিত হবে করব, লড়ব, জিতব-রে ৷ অধিনায়ক ইয়ন মরগ্যান ও তাঁর সৈনিকরা ধোনিবাহিনীর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ৷ টেলিভিশন, মুঠোফোনের এপার থেকে গলা ফাটাতে তৈরি নাইট সমর্থকরা ৷ এই যুদ্ধ যুদ্ধ ভাবের মধ্যেও কাঁটার মতো বিঁধে রয়েছে দলের মালিক শাহরুখ খানের পারিবারিক পরিস্থিতি ৷ গ্যালারিতে কিং খানের সদাহাস্য উপস্থিতি, গা গরম করা পেপটক ছাড়াই 2021 আইপিএলের শেষ ল্যাপে পৌঁছেছে নাইট বাহিনী ৷ ফাইনালের মহাযুদ্ধেও বলিউডের বাদশাকে পাশে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে মহারণে যখন কেকেআর তখন জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের সম্মুখীন শাহরুখ ৷

কেকেআর এবং এসআরকে যেন একে অপরের পরিপূরক ৷ আর আইপিএল তাঁর কাছে উৎসবের থেকে কোনও অংশে কম নয় ৷ করব, লড়ব, জিতব-রে আওড়ে নিজের দলের উৎসাহ বাড়ান ৷ কাজের সূত্রে পৃথিবীর যেকোনও প্রান্তেই থাকুন, ম্যাচের দিন গ্যালারিতে থাকার চেষ্টা করেন ৷ কখনও একা, কখনও পরিবার, বন্ধু-বান্ধব ৷ করোনা পরিস্থিতির মধ্যে গতবছরও সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছিলেন ৷ ছেলে আরিয়ন, স্ত্রী গৌরীকেও দেখা গিয়েছিল ৷ কিন্তু তৃতীয়বারের আইপিএল খেতাব জয়ের যখন খুব কাছে কেকেআর তখন আশপাশে কোথাও নেই কিং খান ৷

জেলবন্দি ছেলে আরিয়ান

বলিউডের বাদশা জীবনের সবচেয়ে বড় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ৷ মাদক মামলায় অভিযুক্ত তাঁর ছেলে আরিয়ন এখন কারাগারের ওপারে ৷ বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান ৷ আপাতত 20 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখের 'জিগর কা টুকরা'-কে ৷ প্রতিটা দিন, প্রতিটি মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটছে খান পরিবারের ৷ ছেলের মুক্তির জন্য কোনও কসুর রাখছেন না শাহরুখ ৷ তাই এই মুহূর্তে তাঁর ভাবনার আশপাশেও নেই ক্রিকেট, আইপিএল, কেকেআর ৷ স্বাভাবিকভাবেই ফাইনালের আগে নাইট যোদ্ধাদের মোটিভেট করার জন্য থাকতে পারছেন না তিনি ৷ বিজয়া দশমীর সন্ধ্যায় মন্নতের টিভি সেটটা আদৌ অন থাকবে কি না তারও নিশ্চয়তা নেই ৷

দলও জানে শাহরুখের মানসিক অবস্থা ৷ মালিকের বার্তা ছাড়াই তাদের ফাইনালে নামতে হবে সেটাও বিলক্ষণ জানেন ইয়ন মরগ্যানরা ৷ তবে তাঁদের ভাবনায় শুধু আইপিএলের ঝকঝকে ট্রফি ৷ সেই ট্রফি জয় মালিকের মুখে কতটা হাসি ফোটাবে তা জানা নেই ৷ তবে এই বিপদের দিনে পর্দার কবীর খান-কে কিছুটা যে স্বস্তি দেবে, তা বলাই যায় ৷

আরও পড়ুন : KKR vs CSK : আইপিএল ফাইনালে 9 বছর আগের পুনরাবৃত্তি চায় কেকেআর

দুবাই, 15 অক্টোবর : নয় নয় করে সাতটা বছর পর আইপিএলের খেতাবি লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স ৷ বিজয়া দশমীর শুভক্ষণে আজ মরুদেশে ধ্বনিত হবে করব, লড়ব, জিতব-রে ৷ অধিনায়ক ইয়ন মরগ্যান ও তাঁর সৈনিকরা ধোনিবাহিনীর চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ৷ টেলিভিশন, মুঠোফোনের এপার থেকে গলা ফাটাতে তৈরি নাইট সমর্থকরা ৷ এই যুদ্ধ যুদ্ধ ভাবের মধ্যেও কাঁটার মতো বিঁধে রয়েছে দলের মালিক শাহরুখ খানের পারিবারিক পরিস্থিতি ৷ গ্যালারিতে কিং খানের সদাহাস্য উপস্থিতি, গা গরম করা পেপটক ছাড়াই 2021 আইপিএলের শেষ ল্যাপে পৌঁছেছে নাইট বাহিনী ৷ ফাইনালের মহাযুদ্ধেও বলিউডের বাদশাকে পাশে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে মহারণে যখন কেকেআর তখন জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের সম্মুখীন শাহরুখ ৷

কেকেআর এবং এসআরকে যেন একে অপরের পরিপূরক ৷ আর আইপিএল তাঁর কাছে উৎসবের থেকে কোনও অংশে কম নয় ৷ করব, লড়ব, জিতব-রে আওড়ে নিজের দলের উৎসাহ বাড়ান ৷ কাজের সূত্রে পৃথিবীর যেকোনও প্রান্তেই থাকুন, ম্যাচের দিন গ্যালারিতে থাকার চেষ্টা করেন ৷ কখনও একা, কখনও পরিবার, বন্ধু-বান্ধব ৷ করোনা পরিস্থিতির মধ্যে গতবছরও সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছিলেন ৷ ছেলে আরিয়ন, স্ত্রী গৌরীকেও দেখা গিয়েছিল ৷ কিন্তু তৃতীয়বারের আইপিএল খেতাব জয়ের যখন খুব কাছে কেকেআর তখন আশপাশে কোথাও নেই কিং খান ৷

জেলবন্দি ছেলে আরিয়ান

বলিউডের বাদশা জীবনের সবচেয়ে বড় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ৷ মাদক মামলায় অভিযুক্ত তাঁর ছেলে আরিয়ন এখন কারাগারের ওপারে ৷ বৃহস্পতিবারও জামিন পাননি আরিয়ান ৷ আপাতত 20 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখের 'জিগর কা টুকরা'-কে ৷ প্রতিটা দিন, প্রতিটি মুহূর্ত উদ্বেগের মধ্যে কাটছে খান পরিবারের ৷ ছেলের মুক্তির জন্য কোনও কসুর রাখছেন না শাহরুখ ৷ তাই এই মুহূর্তে তাঁর ভাবনার আশপাশেও নেই ক্রিকেট, আইপিএল, কেকেআর ৷ স্বাভাবিকভাবেই ফাইনালের আগে নাইট যোদ্ধাদের মোটিভেট করার জন্য থাকতে পারছেন না তিনি ৷ বিজয়া দশমীর সন্ধ্যায় মন্নতের টিভি সেটটা আদৌ অন থাকবে কি না তারও নিশ্চয়তা নেই ৷

দলও জানে শাহরুখের মানসিক অবস্থা ৷ মালিকের বার্তা ছাড়াই তাদের ফাইনালে নামতে হবে সেটাও বিলক্ষণ জানেন ইয়ন মরগ্যানরা ৷ তবে তাঁদের ভাবনায় শুধু আইপিএলের ঝকঝকে ট্রফি ৷ সেই ট্রফি জয় মালিকের মুখে কতটা হাসি ফোটাবে তা জানা নেই ৷ তবে এই বিপদের দিনে পর্দার কবীর খান-কে কিছুটা যে স্বস্তি দেবে, তা বলাই যায় ৷

আরও পড়ুন : KKR vs CSK : আইপিএল ফাইনালে 9 বছর আগের পুনরাবৃত্তি চায় কেকেআর

Last Updated : Oct 15, 2021, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.