ETV Bharat / sports

SRK Applauds KKR Cricketers : লড়ে হার শ্রেয়সদের, সেনানীদের মাথা তুলে সামনে তাকানোর বার্তা শাহরুখের

author img

By

Published : Apr 19, 2022, 11:03 AM IST

সাত রানে হারের পর শ্রেয়স আইয়ার-অ্যারন ফিঞ্চদের কুর্নিশ জানালেন বাদশা ৷ একই সঙ্গে সেনানীদের জানালেন, হারের শোকে ভেঙে না-পড়ে মাথা তুলে সামনে তাকাও (Shah Rukh Khan applauds KKR cricketers after defeat against RR) ৷

SRK Applauds KKR Cricketers
লড়ে হার শ্রেয়সদের, সেনানীদের মাথা তুলে সামনে তাকানোর বার্তা শাহরুখের

মুম্বই, 19 এপ্রিল : ভাল শুরু করেও টুর্নামেন্ট এগোতেই তাল কেটেছে ধারাবাহিকতায় ৷ সোমবার রাজস্থানের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক করে লিগ টেবিলে ছ'য়ে নেমে গিয়েছে কেকেআর ৷ তবে কঠিন টার্গেট তাড়া করেও রয়্যালসকে ছেলেরা যে লড়াই ছুঁড়ে দিয়েছে তাতে আপ্লুত দলের মালিক শাহরুখ খান ৷ সাত রানে হারের পর শ্রেয়স আইয়ার-অ্যারন ফিঞ্চদের কুর্নিশ জানালেন 'বাদশা' ৷ একইসঙ্গে সেনানীদের জানালেন, হারের শোকে ভেঙে না পড়ে মাথা তুলে সামনে তাকাও (Shah Rukh Khan applauds KKR cricketers after defeat against RR) ৷

নিঃসন্দেহে শাহরুখের এই বার্তা আগামী শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে সাহস জোগাবে পার্পল ব্রিগেডকে ৷ কিং খান সোশ্যাল মিডিয়ায় দলকে দেওয়া তাঁর বার্তায় লেখেন, "ছেলেরা দারুণ খেলেছ ৷ শ্রেয়স আইয়ার, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদবের প্রচেষ্টাকে কুর্নিশ ৷ আইপিএলে 150তম ম্যাচ খেলার জন্য সুনীল নারিনকে অভিনন্দন ৷ আর ব্রেন্ডন ম্যাককালামকে অভিনন্দন 15 বছর আগে খেলা সেই বিধ্বংসী ইনিংসটার জন্য ৷ জানি আমরা হেরেছি তবে যে লড়াইটা তোমরা দিয়েছ সেটাই বারবার দেখতে চাই ৷ মাথা তুলে সামনে তাকাও ৷"

Well played boys. Stupendous effort by @ShreyasIyer15 @AaronFinch5 @y_umesh congrats to #SunilNarine for the 150th match & @Bazmccullum for that innings 15 yrs ago. I know we lost but if we have to go down this is the only way to do it! Keep ur chins up….

— Shah Rukh Khan (@iamsrk) April 18, 2022

প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল সোমবার ছিল আইপিএলের 15তম আবির্ভাব দিবস ৷ 15 বছর আগে এই দিনেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অপরাজিত 158 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন নাইটদের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷ যা আজও টাটকা অনুরাগীদের স্মৃতিতে ৷ যদিও 15তম বর্ষপূর্তিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নাইটদের অভিজ্ঞতা সুখের হল না সোমবার ৷

আরও পড়ুন : হারের হ্যাটট্রিক নাইটদের, রয়্যালসদের থ্রিলার জয়ের নায়ক বাটলার-চাহাল

জস বাটলারের শতরানে এদিন ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নাইটদের 218 রানের লক্ষ্যমাত্রা দেয় রয়্যালস ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং অ্যারন ফিঞ্চের ঝোড়ো অর্ধশতরানেও হার এড়ানো সম্ভব হয়নি নাইটদের ৷ হ্যাটট্রিক-সহ 5 উইকেট নিয়ে বল হাতে রয়্যালসদের নায়ক যুজবেন্দ্র চাহাল ৷

মুম্বই, 19 এপ্রিল : ভাল শুরু করেও টুর্নামেন্ট এগোতেই তাল কেটেছে ধারাবাহিকতায় ৷ সোমবার রাজস্থানের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক করে লিগ টেবিলে ছ'য়ে নেমে গিয়েছে কেকেআর ৷ তবে কঠিন টার্গেট তাড়া করেও রয়্যালসকে ছেলেরা যে লড়াই ছুঁড়ে দিয়েছে তাতে আপ্লুত দলের মালিক শাহরুখ খান ৷ সাত রানে হারের পর শ্রেয়স আইয়ার-অ্যারন ফিঞ্চদের কুর্নিশ জানালেন 'বাদশা' ৷ একইসঙ্গে সেনানীদের জানালেন, হারের শোকে ভেঙে না পড়ে মাথা তুলে সামনে তাকাও (Shah Rukh Khan applauds KKR cricketers after defeat against RR) ৷

নিঃসন্দেহে শাহরুখের এই বার্তা আগামী শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে সাহস জোগাবে পার্পল ব্রিগেডকে ৷ কিং খান সোশ্যাল মিডিয়ায় দলকে দেওয়া তাঁর বার্তায় লেখেন, "ছেলেরা দারুণ খেলেছ ৷ শ্রেয়স আইয়ার, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদবের প্রচেষ্টাকে কুর্নিশ ৷ আইপিএলে 150তম ম্যাচ খেলার জন্য সুনীল নারিনকে অভিনন্দন ৷ আর ব্রেন্ডন ম্যাককালামকে অভিনন্দন 15 বছর আগে খেলা সেই বিধ্বংসী ইনিংসটার জন্য ৷ জানি আমরা হেরেছি তবে যে লড়াইটা তোমরা দিয়েছ সেটাই বারবার দেখতে চাই ৷ মাথা তুলে সামনে তাকাও ৷"

প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল সোমবার ছিল আইপিএলের 15তম আবির্ভাব দিবস ৷ 15 বছর আগে এই দিনেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে অপরাজিত 158 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন নাইটদের বর্তমান কোচ ব্রেন্ডন ম্যাককালাম ৷ যা আজও টাটকা অনুরাগীদের স্মৃতিতে ৷ যদিও 15তম বর্ষপূর্তিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নাইটদের অভিজ্ঞতা সুখের হল না সোমবার ৷

আরও পড়ুন : হারের হ্যাটট্রিক নাইটদের, রয়্যালসদের থ্রিলার জয়ের নায়ক বাটলার-চাহাল

জস বাটলারের শতরানে এদিন ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নাইটদের 218 রানের লক্ষ্যমাত্রা দেয় রয়্যালস ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং অ্যারন ফিঞ্চের ঝোড়ো অর্ধশতরানেও হার এড়ানো সম্ভব হয়নি নাইটদের ৷ হ্যাটট্রিক-সহ 5 উইকেট নিয়ে বল হাতে রয়্যালসদের নায়ক যুজবেন্দ্র চাহাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.