ETV Bharat / sports

Sania-Shoaib Relationship: বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন - সানিয়া শোয়েব বিচ্ছেদের গুঞ্জন

বিচ্ছেদের পথে হাঁটছেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক ! এমনই গুঞ্জন শুরু হয়েছে দু’জনকে নিয়ে (Sania Mirza and Shoaib Malik Separation Rumours in Air) ৷ প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই দু’জন একে অপরের মুখোমুখি হননি বলে খবর ৷

Sania Mirza and Shoaib Malik Love Story Disputes
Sania Mirza and Shoaib Malik Love Story Disputes
author img

By

Published : Nov 12, 2022, 1:06 PM IST

Updated : Nov 12, 2022, 1:21 PM IST

নয়াদিল্লি, 12 নভেম্বর: বিচ্ছেদের পথে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক ! এমনই চর্চা শুরু হয়েছে দু’জনকে ঘিরে (Sania Mirza and Shoaib Malik Separation Rumours in Air) ৷ জানা গিয়েছে, দু’জনের মধ্যে সম্পর্কে তিক্ততা এসেছে ৷ যার জেরে দুবাইয়ের ফ্ল্যাট ছেড়ে সানিয়া তাঁর 4 বছরের ছেলেকে নিয়ে বর্তমানে ভারতে রয়েছে ৷ প্রায় 4 মাস শোয়েব এবং সানিয়া একে অপরের সঙ্গে দেখা করেননি বলেও দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ৷ সেখানে এও বলা হয়েছে, বেশ কিছু আইনি জটিলতা এবম চুক্তির কারণের তাঁরা নিজেদের বিচ্ছেদের খবর ঘোষণা করছেন না ৷ সেই সব চুক্তি শেষ হলেই, বিচ্ছেদের কথা তাঁরা ঘোষণা করবেন ৷

প্রসঙ্গত, 2010 সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের ৷ সেই সময় দু’জনের বিয়ে ছিল আলোচনার মূল বিষয় ৷ সংবাদ মাধ্যম থেকে সোশাল মিডিয়া সর্বত্র ভারত ও পাকিস্তানের দুই ক্রীড়াবিদের বিয়ে নিয়ে চর্চা ছিল তুঙ্গে ৷ এমনকী দু’জনে দুই যুযুধান প্রতিবেশী দেশের হওয়ায়, তাঁদের খেলায় কোনও প্রভাব (বিশেষ করে সানিয়া) পড়তে পারে ৷ এমনও নানান আশঙ্কা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ প্রসঙ্গত, সানিয়া বা শোয়েব নিজেদের 12 বছরের বৈবাহিক জীবনে নিজেদের পেশাকে এবং পেশায় ব্যক্তিগত জীবনকে নিয়ে আসেননি ৷ দু’জনে দুবাইতে ফ্ল্যাটও কিনেছিলেন একসঙ্গে থাকার জন্য ৷

Sania Mirza and Shoaib Malik Separation Rumours in Air
ছেলের জন্মদিনে একসঙ্গে সানিয়া এবং শোয়েব

আরও পড়ুন: কনুইয়ে চোটের জেরে যুক্তরাষ্ট্র ওপেনে নেই সানিয়া, সঙ্গে দ্রুত অবসরের ইঙ্গিত

তবে, সেই অসাধারণ বোঝাপড়ায় এ বার ছেদ দেখা দিয়েছে বলে শোনা যাচ্ছে ৷ আর সেই কারণেই দু’জনে গত বেশ কয়েকমাস ধরে আলাদা রয়েছেন ৷ কিন্তু, বিচ্ছেদের সেই খবর, নানান টিভি শো এবং সংস্থার সঙ্গে চুক্তির কারণে প্রকাশ্যে আনতে পারছেন না বলেই পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম দাবি করেছে ৷ সেই চুক্তি ও আইনি জটিলতা মেটানোর চেষ্টা করছেন তাঁরা ৷ আর তা মিটে গেলেই দু’জনে বিচ্ছেদের প্রক্রিয়া এগোবে ৷ তবে, এই মুহূর্তে তাঁরা দু’জনেই 4 বছরের সন্তান ইজহান মির্জা মালিককের ভবিষ্যতের বিষয়টিকে সুনিশ্চিত করতে চাইছেন ৷ শোনা যাচ্ছে, সানিয়া এবং শোয়েব দু’জনের বিচ্ছেদ হলেও, তাঁরা ছেলেকে বড় করার ক্ষেত্রে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন ৷

নয়াদিল্লি, 12 নভেম্বর: বিচ্ছেদের পথে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা এবং পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক ! এমনই চর্চা শুরু হয়েছে দু’জনকে ঘিরে (Sania Mirza and Shoaib Malik Separation Rumours in Air) ৷ জানা গিয়েছে, দু’জনের মধ্যে সম্পর্কে তিক্ততা এসেছে ৷ যার জেরে দুবাইয়ের ফ্ল্যাট ছেড়ে সানিয়া তাঁর 4 বছরের ছেলেকে নিয়ে বর্তমানে ভারতে রয়েছে ৷ প্রায় 4 মাস শোয়েব এবং সানিয়া একে অপরের সঙ্গে দেখা করেননি বলেও দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ৷ সেখানে এও বলা হয়েছে, বেশ কিছু আইনি জটিলতা এবম চুক্তির কারণের তাঁরা নিজেদের বিচ্ছেদের খবর ঘোষণা করছেন না ৷ সেই সব চুক্তি শেষ হলেই, বিচ্ছেদের কথা তাঁরা ঘোষণা করবেন ৷

প্রসঙ্গত, 2010 সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিয়ে হয় পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের ৷ সেই সময় দু’জনের বিয়ে ছিল আলোচনার মূল বিষয় ৷ সংবাদ মাধ্যম থেকে সোশাল মিডিয়া সর্বত্র ভারত ও পাকিস্তানের দুই ক্রীড়াবিদের বিয়ে নিয়ে চর্চা ছিল তুঙ্গে ৷ এমনকী দু’জনে দুই যুযুধান প্রতিবেশী দেশের হওয়ায়, তাঁদের খেলায় কোনও প্রভাব (বিশেষ করে সানিয়া) পড়তে পারে ৷ এমনও নানান আশঙ্কা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ প্রসঙ্গত, সানিয়া বা শোয়েব নিজেদের 12 বছরের বৈবাহিক জীবনে নিজেদের পেশাকে এবং পেশায় ব্যক্তিগত জীবনকে নিয়ে আসেননি ৷ দু’জনে দুবাইতে ফ্ল্যাটও কিনেছিলেন একসঙ্গে থাকার জন্য ৷

Sania Mirza and Shoaib Malik Separation Rumours in Air
ছেলের জন্মদিনে একসঙ্গে সানিয়া এবং শোয়েব

আরও পড়ুন: কনুইয়ে চোটের জেরে যুক্তরাষ্ট্র ওপেনে নেই সানিয়া, সঙ্গে দ্রুত অবসরের ইঙ্গিত

তবে, সেই অসাধারণ বোঝাপড়ায় এ বার ছেদ দেখা দিয়েছে বলে শোনা যাচ্ছে ৷ আর সেই কারণেই দু’জনে গত বেশ কয়েকমাস ধরে আলাদা রয়েছেন ৷ কিন্তু, বিচ্ছেদের সেই খবর, নানান টিভি শো এবং সংস্থার সঙ্গে চুক্তির কারণে প্রকাশ্যে আনতে পারছেন না বলেই পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম দাবি করেছে ৷ সেই চুক্তি ও আইনি জটিলতা মেটানোর চেষ্টা করছেন তাঁরা ৷ আর তা মিটে গেলেই দু’জনে বিচ্ছেদের প্রক্রিয়া এগোবে ৷ তবে, এই মুহূর্তে তাঁরা দু’জনেই 4 বছরের সন্তান ইজহান মির্জা মালিককের ভবিষ্যতের বিষয়টিকে সুনিশ্চিত করতে চাইছেন ৷ শোনা যাচ্ছে, সানিয়া এবং শোয়েব দু’জনের বিচ্ছেদ হলেও, তাঁরা ছেলেকে বড় করার ক্ষেত্রে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন ৷

Last Updated : Nov 12, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.