কলম্বো, 9 জুলাই: শ্রীলঙ্কায় প্রবল জনরোষের মুখে পড়ে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষ ৷ সাধারণ মানুষ প্রেসিডেন্ট হাউসে ঢুকেও পড়েছেন ৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যে গণ অভ্যুত্থানে সামিল হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya Supports Aragalaya Movement and Takes Stands with Sri Lankan People) ৷ সংবাদ সংস্থা এএনআইকে সেই কথা জানালেন তিনি ৷ বলেন, ‘‘আমি এই আন্দোলনের অংশ এবং মানুষের দাবি স্বপক্ষে রয়েছি... এই আন্দোলন গত 3 মাস ধরে চলে আসছে ৷’’ শুধু জয়সূর্য নন ৷ শ্রীলঙ্কার আরেক প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারাও দেশবাসী সমর্থনে টুইট করেছেন ৷ গত কয়েকমাসে শ্রীলঙ্কার আর্থিক সংকটের জেরে, সেদেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ করতে হয় ৷
সনৎ জয়সূর্য মানুষের দাবির সঙ্গে রয়েছেন এমনটাই নয় ৷ তিনি শ্রীলঙ্কার সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন ৷ তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও দেখা গিয়েছে ৷ যেখানে তিনি লিখেছেন, খুব দ্রুত শ্রীলঙ্কাবাসী তাঁদের বিজয় উৎসব পালন করবেন ৷ জয়সূর্য টুইটে লিখেছেন, ‘‘আমি সবসময় শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছি ৷ আর খুব দ্রুত আমরা বিজয় উৎসব পালন করব ৷ কোনও হিংসা ছাড়া আমরা এই আন্দোলন চালিয়ে যাব ৷’’
-
Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn
— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn
— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022Ialways stand with the People of Sri Lanka. And will celebrate victory soon. This should be continue without any violation. #Gohomegota#අරගලයටජය pic.twitter.com/q7AtqLObyn
— Sanath Jayasuriya (@Sanath07) July 9, 2022
এ দিন বেশ কয়েকটি টুইট করেছেন সনৎ জয়সূর্য ৷ যেখানে তিনি জানান, ‘‘অবরোধ শেষ ৷ তোমার দূর্গের পতন হয়েছে ৷ ‘আরাগলায়’ (Aragalaya Movement) ও জনশক্তির জয় হয়েছে ৷ সময় আছে, দয়া করে মর্যাদার সঙ্গে পদত্যাগ করুন ৷’’ এ নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআই এর মাধ্যমেও একটি বার্তা বিশ্বের কাছে দিয়েছেন সনৎ ৷ সেখানে তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার সাধারণ মানুষের এই আন্দোলনের অংশ তিনি এবং তাঁদের দাবির স্বপক্ষে রয়েছেন ৷
-
This is for our future. pic.twitter.com/pSMmo4o81Q
— Kumar Sangakkara (@KumarSanga2) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is for our future. pic.twitter.com/pSMmo4o81Q
— Kumar Sangakkara (@KumarSanga2) July 9, 2022This is for our future. pic.twitter.com/pSMmo4o81Q
— Kumar Sangakkara (@KumarSanga2) July 9, 2022
আরও পড়ুন: Sri Lanka Crisis: বেসামাল জনরোষ, সরকারি বাসভবন ছেড়ে পালালেন গোতাবায়া রাজাপক্ষ
সূত্রের খবর, গোতাবায়া রাজাপক্ষ সরকারি বাসভবন ছেড়ে সেনার হেড কোয়ার্টারে আশ্রয় নিয়েছেন ৷ সরকারি বাসভবনে প্রবেশ করেছেন ‘আরাগলায়’ আন্দোলনে সামিল শ্রীলঙ্কাবাসীরা ৷ তাঁরা প্রেসিডেন্টের এলাহি রান্নাঘরে, সুইমিং পুলে দাঁড়িয়ে ছবিও তুলেছেন ৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হাউসের ভিতরে রাজকীয় ব্যবস্থার সেই সব ছবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন আন্দোলনকারীরা ৷ যেখানে দিনের পর দিন শ্রীলঙ্কার মানুষ অত্যধিক মূল্যবৃদ্ধি, অনাহার এবং ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে ৷ এ দিন শ্রীলঙ্কার এক সাংসদকে আন্দোলনকারীরা মারধরও করেন ৷ পরে তাঁকে উদ্ধার করে পুলিশ প্রশাসন ৷