ETV Bharat / sports

Sachin on Aunshuman Gaekwad: কেরিয়ারের সেরা মুহূর্ত কাটিয়েছেন গায়কোয়াড়ের কোচিংয়ে, জানালেন সচিন

অংশুমান গায়কোয়াড় ভারতের কোচ থাকাকালীন শারজায় মরুঝড় তুলেছিলেন সচিন তেন্ডুলকর ৷ এমন অনেক স্মরণীয় ইনিংস তিনি সেই সময় খেলেছিলেন ৷ আর তাই প্রাক্তন ভারতীয় কোচের সময়কে নিজের ক্রিকেট কেরিয়ারের সেরা মুহূর্ত বলে উল্লেখ করলেন মাস্টার ব্লাস্টার ৷

author img

By

Published : May 20, 2023, 5:39 PM IST

Sachin on Aunshuman Gaekwad ETV BHARAT
Sachin on Aunshuman Gaekwad ETV BHARAT

মুম্বই, 20 মে: প্রাক্তন ভারতীয় কোচ অংশুমান গায়কোয়াড়ের সময় নিজের ক্রিকেট কেরিয়ারের সেরা বছরগুলি কাটিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে গায়কোয়াড়ারের বায়োগ্রাফি ‘ব্লাড অ্যামিডস ব্লাডবাথ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন মাস্টার ব্লাস্টার ৷ জানালেন, অংশুমান গায়কোয়াড়ের সঙ্গে সময় কাটাতে পেরে সচিন নিজেকে ভাগ্যবান মনে করেন ৷ প্রাক্তন ভারতীয় কোচের আরেক শিষ্য জাহির খানও, জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার পিছনে গুরুর অবদানের কথা শোনালেন ৷

অংশুমান গায়কোয়াড়ের জীবন নিয়ে লেখা বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সচিন এবং জাহির ছাড়াও, দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, রজার বিনি-সহ অনেকে উপস্থিত ছিলেন ৷ অংশুমান গায়কোয়াড় নিজেও সেখানে ছিলেন ৷ আর তাঁর উপস্থিতিতেই জানালেন, গায়কোয়াড় যখন ভারতীয় দলের কোচ ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন সচিন ৷ তিনি বলেন, ‘‘উনি আমাদের কোচ থাকাকালীন আমি ক্রিকেট কেরিয়ারের সেরা বছরগুলি কাটিয়েছি ৷ এমনকি আমার ব্যাটিং নিয়ে অনেক আলোচনা হয়েছে ৷ মাঠে আমার কী ভূমিকা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে ৷’’

এমনকী ব্যক্তি ও কোচ হিসেবে ক্রিকেটারদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন অংশুমান গায়কোয়াড় ৷ সচিন জানান, একজন কোচ কোনও ক্রিকেটারের কী দুর্বলতা আছে ? কোথায় সমস্যা হচ্ছে ? সেগুলি সবচেয়ে ভালো জানতে ৷ আর এই ইস্যুগুলি তিনি কেবল সংশ্লিষ্ট ক্রিকেটার এবং নিজের মধ্যে রাখতেন ৷ আর এটাই একজন উচ্চমানের কোচের গুণ বলে মন্তব্য করেন সচিন ৷

Sachin on Aunshuman Gaekwad ETV BHARAT
অংশুমান গায়কোয়াড়ের বায়োগ্রাফি ‘ব্লাড অ্যামিডস ব্লাডবাথ’-এর আত্মপ্রকাশ

আরও পড়ুন: বোর্ডের এসজিএমে যৌন হেনস্থা প্রতিরোধ নীতিতে পড়বে সিলমোহর

প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানও ভারতীয় দলে তাঁর প্রথম কোচের প্রশংসা করেন ৷ জানান অশুমান গায়কোয়াড় না থাকলে তাঁর 1999 সালে ভারতের হয়ে অভিষেক হত না ৷ জাহির জানান, ভারতীয় দলের ট্রায়ালে বল করতে গিয়ে ফলো থ্রু-তে তিনি বারবার ক্রিজের ডেনজার জোনে চলে যাচ্ছিলেন ৷ বোলিং ভালো হলেও, বিষয়টি সেখানে উপস্থিত বাকিদের নজরে পড়ে ৷ তাই মারাঠি ভাষায় সেদিন অংশুমান গায়কোয়াড় তাঁকে সতর্ক করে দিয়েছিলেন ৷

জাহির বলেন, ‘‘অংশুমান ভাই আমাকে মারাঠিতে চাপা গলায় বলেছিলেন, ক্রিজের মাঝখানে যেন না যাই ৷ তাহলে আমাকে দলে নেওয়া হবে না ৷’’ জাহিরের কথায়, সেদিন অংশুমান গায়কোয়াড়ের সেই সতর্কবার্তা অন্য কেউ বুঝতে পারেননি ৷ সবার অজান্তে তিনি জাহির খানকে সতর্ক করে দিয়েছিলেন ৷ আর তার পরেই কেনিয়ার বিরুদ্ধে অংশুমান গায়কোয়াড়ের তত্ত্বাবধানে ভারতের হয়ে অভিষেক হয় বাঁ-হাতি ভারতীয় পেসার জাহির খানের ৷

মুম্বই, 20 মে: প্রাক্তন ভারতীয় কোচ অংশুমান গায়কোয়াড়ের সময় নিজের ক্রিকেট কেরিয়ারের সেরা বছরগুলি কাটিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে গায়কোয়াড়ারের বায়োগ্রাফি ‘ব্লাড অ্যামিডস ব্লাডবাথ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন মাস্টার ব্লাস্টার ৷ জানালেন, অংশুমান গায়কোয়াড়ের সঙ্গে সময় কাটাতে পেরে সচিন নিজেকে ভাগ্যবান মনে করেন ৷ প্রাক্তন ভারতীয় কোচের আরেক শিষ্য জাহির খানও, জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার পিছনে গুরুর অবদানের কথা শোনালেন ৷

অংশুমান গায়কোয়াড়ের জীবন নিয়ে লেখা বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সচিন এবং জাহির ছাড়াও, দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, রজার বিনি-সহ অনেকে উপস্থিত ছিলেন ৷ অংশুমান গায়কোয়াড় নিজেও সেখানে ছিলেন ৷ আর তাঁর উপস্থিতিতেই জানালেন, গায়কোয়াড় যখন ভারতীয় দলের কোচ ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন সচিন ৷ তিনি বলেন, ‘‘উনি আমাদের কোচ থাকাকালীন আমি ক্রিকেট কেরিয়ারের সেরা বছরগুলি কাটিয়েছি ৷ এমনকি আমার ব্যাটিং নিয়ে অনেক আলোচনা হয়েছে ৷ মাঠে আমার কী ভূমিকা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে ৷’’

এমনকী ব্যক্তি ও কোচ হিসেবে ক্রিকেটারদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন অংশুমান গায়কোয়াড় ৷ সচিন জানান, একজন কোচ কোনও ক্রিকেটারের কী দুর্বলতা আছে ? কোথায় সমস্যা হচ্ছে ? সেগুলি সবচেয়ে ভালো জানতে ৷ আর এই ইস্যুগুলি তিনি কেবল সংশ্লিষ্ট ক্রিকেটার এবং নিজের মধ্যে রাখতেন ৷ আর এটাই একজন উচ্চমানের কোচের গুণ বলে মন্তব্য করেন সচিন ৷

Sachin on Aunshuman Gaekwad ETV BHARAT
অংশুমান গায়কোয়াড়ের বায়োগ্রাফি ‘ব্লাড অ্যামিডস ব্লাডবাথ’-এর আত্মপ্রকাশ

আরও পড়ুন: বোর্ডের এসজিএমে যৌন হেনস্থা প্রতিরোধ নীতিতে পড়বে সিলমোহর

প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানও ভারতীয় দলে তাঁর প্রথম কোচের প্রশংসা করেন ৷ জানান অশুমান গায়কোয়াড় না থাকলে তাঁর 1999 সালে ভারতের হয়ে অভিষেক হত না ৷ জাহির জানান, ভারতীয় দলের ট্রায়ালে বল করতে গিয়ে ফলো থ্রু-তে তিনি বারবার ক্রিজের ডেনজার জোনে চলে যাচ্ছিলেন ৷ বোলিং ভালো হলেও, বিষয়টি সেখানে উপস্থিত বাকিদের নজরে পড়ে ৷ তাই মারাঠি ভাষায় সেদিন অংশুমান গায়কোয়াড় তাঁকে সতর্ক করে দিয়েছিলেন ৷

জাহির বলেন, ‘‘অংশুমান ভাই আমাকে মারাঠিতে চাপা গলায় বলেছিলেন, ক্রিজের মাঝখানে যেন না যাই ৷ তাহলে আমাকে দলে নেওয়া হবে না ৷’’ জাহিরের কথায়, সেদিন অংশুমান গায়কোয়াড়ের সেই সতর্কবার্তা অন্য কেউ বুঝতে পারেননি ৷ সবার অজান্তে তিনি জাহির খানকে সতর্ক করে দিয়েছিলেন ৷ আর তার পরেই কেনিয়ার বিরুদ্ধে অংশুমান গায়কোয়াড়ের তত্ত্বাবধানে ভারতের হয়ে অভিষেক হয় বাঁ-হাতি ভারতীয় পেসার জাহির খানের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.