মুম্বই, 28 জুলাই : তিনি শুধু দেশের কিংবদন্তি ক্রিকেটারই নন, বড় মনের মানুষও ৷ প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান ৷ ফের একবার সচিন তেন্ডুলকরের মানবিক মুখ দেখা গেল ৷ কৃষকের মেয়ের ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণে হাত বাড়িয়ে দিলেন মাস্টার ব্লাস্টার ৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার টুইটে এই খবর প্রকাশ্যে আসে ৷
মহারাষ্ট্রের রত্নগিরির একটি ছোট্ট গ্রাম জাইরের মেয়ে দীপ্তি বিশ্বাসরাও ৷ ছোট থেকে অভাব সঙ্গী ৷ বাবা পেশায় কৃষক ৷ কিন্তু বরাবরই মেধাবী দীপ্তির বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ৷ বাবার ডাক্তারি পড়ানোর সামর্থ্য নেই জেনেও স্বপ্ন দেখতে ভোলেননি দীপ্তি ৷ তবে ইচ্ছে থাকলেই উপায় হয় ৷ দীপ্তির এমবিবিএস পড়ার ইচ্ছের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ এক সময় দেশের হয়ে ব্যাট ধরেছেন ৷ বিশ্ব দরবারে তেরঙ্গা উঁচুতে তুলে ধরেছেন ৷ এবার মেধাবী ছাত্রীর পড়াশোনায় সাহায্যের হাত বাড়ালেন মাস্টার ব্লাস্টার ৷
সেবা সহযোগ ফাউন্ডেশন নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থা একটি টুইট করে ৷ যেখানে সচিনকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, "রত্নাগিরির জাইরে গ্রামের প্রথম ডাক্তার হতে চলেছেন দীপ্তি বিশ্বাসরাও ৷ এর জন্য সচিন তেন্ডুলকরকে ধন্যবাদ জানাই ৷ তাঁর জন্যই দীপ্তির মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছানোর স্বপ্ন সত্যি হয়েছে ৷ দীপ্তি এবং এরকম আরও অনেক ছাত্রছাত্রীর পথচলার অংশ হওয়ার জন্য় সচিনকে ধন্যবাদ ৷"
টুইটের সঙ্গে একটি ভিডিয়ো দেওয়া হয় যেখানে সচিনকে ধন্যবাদ জানিয়েছেন দীপ্তি বিশ্বাসরাও ৷ তিনি বলেন, "আকালোর সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছি ৷ আমার পরিবারে চারজন সদস্য ৷ বাবা-মা, ভাই এবং আমি ৷ বাবা কৃষক ও মা গৃহকর্ত্রী ৷" দীপ্তির কথায়, "অনেকে বলেন সাফল্যের মূলমন্ত্র হল কঠিন পরিশ্রম ৷ আমার পরিশ্রম অবশেষে সার্থক হয়েছে ৷ সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি ৷ আমার স্কলারশিপের জন্য সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই ৷"
-
Dipti's journey is a shining example of chasing one's dreams and making them a reality.
— Sachin Tendulkar (@sachin_rt) July 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Her story will inspire many others to work hard towards their goals.
My best wishes to Dipti for the future! https://t.co/n4BMOuP1yp
">Dipti's journey is a shining example of chasing one's dreams and making them a reality.
— Sachin Tendulkar (@sachin_rt) July 27, 2021
Her story will inspire many others to work hard towards their goals.
My best wishes to Dipti for the future! https://t.co/n4BMOuP1ypDipti's journey is a shining example of chasing one's dreams and making them a reality.
— Sachin Tendulkar (@sachin_rt) July 27, 2021
Her story will inspire many others to work hard towards their goals.
My best wishes to Dipti for the future! https://t.co/n4BMOuP1yp
আরও পড়ুন : Mirabai Chanu : কথা রাখল ডোমিনোজ়, পছন্দের পিৎজায় কামড় চানুর
ভিডিয়োটি রিটুইট করে সচিন লেখেন, "স্বপ্ন দেখা এবং সেটা বাস্তবে পরিণত হওয়ার উজ্জ্বল উদাহরণ হল দীপ্তির জার্নি ৷ দীপ্তির জীবন কাহিনি স্বপ্নকে বাস্তবে পরিণত করার লক্ষ্য নিয়ে এগোনোর অনুপ্রেরণা ৷ দীপ্তির ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ৷"