ETV Bharat / sports

সচিনের 'মিশন অক্সিজেন', দান করলেন 1 কোটি টাকা - সচিনের মিশন অক্সিজেন

কিছুদিন আগে নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর প্লাজমা দান করবেন বলে ঘোষণা করেছেন ।

sachin
sachin
author img

By

Published : Apr 30, 2021, 9:43 AM IST

মুম্বই, 30 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । হাসপাতালে, বাড়িতে অক্সিজেনের অভাবে অকালে ঝরছে প্রাণ । দেশের অক্সিজেন সংকট মেটাতে এগিয়ে গেলেন ক্রিকেট ঈশ্বর । 'মিশন অক্সিজন' নামে একটি তহবিলে 1কোটি টাকা দান করেছেন সচিন তেন্ডুলকর ।

ভারতের কোভিড সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সেলিব্রিটিরা । সিনে জগত থেকে ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা নিজেদের মতো করে সাহায্য করছেন । কয়েকদিন আগে পিএম কেয়ার ফাণ্ডে বিপুল অর্থ দান করেছেন অস্ট্রেলিয়ার পেস বোলার তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য প্যাট কামিন্স । এবার অক্সিজেন সংকট মেটাতে উদ্যোগী হলেন সচিন তেন্ডুলকর । মিশন অক্সিজেন নামে একটি তহবিলে অর্থ দান করলেন । বাকিদেরও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সোশাল মিডিয়ায় সচিন লেখেন, 'করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রবল চাপে পড়ে গিয়েছে । করোনা আক্রান্তদের জন্য বিপুল পরিমাণে অক্সিজেনের প্রয়োজন পড়েছে । এই পরিস্থিতিতে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসছে দেখে ভাল লাগছে । 250-এর বেশি কমবয়য়ী ছেলেমেয়ে মিলে 'মিশন অক্সিজন' নামে একটি তহবিল চালু করেছে । এই টাকায় অক্সিজেন আমদানি ও হাসপাতালগুলিতে তা পৌঁছে দেওয়ার কাজ করছে ওরা । এই উদ্যোগে আমি কিছু সাহায্য করেছি ।'

আরও পড়ুন : সৌরভের মতো ক্ষমতা থাকলে কোভিড মোকাবিলায় বড় অঙ্কের টাকা দিতাম : বিন্দ্রা

সবশেষে অনুরোধের সুরে মাস্টার ব্লাস্টার বলেছেন, "খেলোয়াড়ী জীবনে আপনাদের সমর্থন আমাকে সফল হতে সাহায্য করেছে । এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের পাশে দাঁড়াতে আমাদের একজোট হতে হবে ।" প্রসঙ্গত, মিশন অক্সিজেন হল দিল্লির একদল তরুণ ছেলেমেয়েদের নিয়ে গড়া একটি গ্রুপ । যারা অর্থ সংগ্রহ করে অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করে গোটা দেশের হাসপাতালগুলিতে পৌঁছে দিচ্ছে । যদিও নিজের পোস্টে অর্থের পরিমাণ উল্লেখ করেননি সচিন । মিশ অক্সিজেনের তরফে সচিনকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করা হয় । সেই পোস্ট থেকে টাকার অঙ্কটা জানা গিয়েছে ।

কিছুদিন আগে নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর প্লাজমা দান করবেন বলে ঘোষণা করেছেন সচিন । পাশাপাশি অর্থ সাহায্যেও এগিয়ে এলেন । অতীতে প্যাট কামিন্স ছাড়া রিকি পন্টিং এবং রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি অর্থ সাহায্য করেছে ।

মুম্বই, 30 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । হাসপাতালে, বাড়িতে অক্সিজেনের অভাবে অকালে ঝরছে প্রাণ । দেশের অক্সিজেন সংকট মেটাতে এগিয়ে গেলেন ক্রিকেট ঈশ্বর । 'মিশন অক্সিজন' নামে একটি তহবিলে 1কোটি টাকা দান করেছেন সচিন তেন্ডুলকর ।

ভারতের কোভিড সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সেলিব্রিটিরা । সিনে জগত থেকে ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা নিজেদের মতো করে সাহায্য করছেন । কয়েকদিন আগে পিএম কেয়ার ফাণ্ডে বিপুল অর্থ দান করেছেন অস্ট্রেলিয়ার পেস বোলার তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য প্যাট কামিন্স । এবার অক্সিজেন সংকট মেটাতে উদ্যোগী হলেন সচিন তেন্ডুলকর । মিশন অক্সিজেন নামে একটি তহবিলে অর্থ দান করলেন । বাকিদেরও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সোশাল মিডিয়ায় সচিন লেখেন, 'করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রবল চাপে পড়ে গিয়েছে । করোনা আক্রান্তদের জন্য বিপুল পরিমাণে অক্সিজেনের প্রয়োজন পড়েছে । এই পরিস্থিতিতে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসছে দেখে ভাল লাগছে । 250-এর বেশি কমবয়য়ী ছেলেমেয়ে মিলে 'মিশন অক্সিজন' নামে একটি তহবিল চালু করেছে । এই টাকায় অক্সিজেন আমদানি ও হাসপাতালগুলিতে তা পৌঁছে দেওয়ার কাজ করছে ওরা । এই উদ্যোগে আমি কিছু সাহায্য করেছি ।'

আরও পড়ুন : সৌরভের মতো ক্ষমতা থাকলে কোভিড মোকাবিলায় বড় অঙ্কের টাকা দিতাম : বিন্দ্রা

সবশেষে অনুরোধের সুরে মাস্টার ব্লাস্টার বলেছেন, "খেলোয়াড়ী জীবনে আপনাদের সমর্থন আমাকে সফল হতে সাহায্য করেছে । এই পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের পাশে দাঁড়াতে আমাদের একজোট হতে হবে ।" প্রসঙ্গত, মিশন অক্সিজেন হল দিল্লির একদল তরুণ ছেলেমেয়েদের নিয়ে গড়া একটি গ্রুপ । যারা অর্থ সংগ্রহ করে অক্সিজেন কনসেনট্রেটর আমদানি করে গোটা দেশের হাসপাতালগুলিতে পৌঁছে দিচ্ছে । যদিও নিজের পোস্টে অর্থের পরিমাণ উল্লেখ করেননি সচিন । মিশ অক্সিজেনের তরফে সচিনকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করা হয় । সেই পোস্ট থেকে টাকার অঙ্কটা জানা গিয়েছে ।

কিছুদিন আগে নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার পর প্লাজমা দান করবেন বলে ঘোষণা করেছেন সচিন । পাশাপাশি অর্থ সাহায্যেও এগিয়ে এলেন । অতীতে প্যাট কামিন্স ছাড়া রিকি পন্টিং এবং রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি অর্থ সাহায্য করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.