ETV Bharat / sports

নিঃশব্দে মানবসেবা, নার্সদের কুর্নিশ জানিয়ে টুইটারের ডিপি বদলালেন সচিন - international nurses day

আন্তর্জাতিক নার্স ডে কবে, কেন পালিত হয় তা অধিকাংশের অজানা ৷ বর্তমান পরিস্থিতিতে এই দিনটির তাৎপর্য আলাদা ৷

Sachin Tendulkar
Sachin Tendulkar
author img

By

Published : May 12, 2021, 9:30 PM IST

মুম্বই, 12 মে : তাঁরা ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা ৷ নিজেদের জীবনকে তুচ্ছ করে আর্তের সেবায় নিয়োজিত ৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষদের কাছে ডাক্তার-নার্সরাই ভগবানের সমান ৷ আন্তর্জাতিক নার্স দিবসে তাঁদের কুর্নিশ জানালেন দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷

আন্তর্জাতিক নার্স ডে কবে, কেন পালিত হয় তা অধিকাংশের অজানা ৷ বর্তমান পরিস্থিতিতে এই দিনটির তাৎপর্য আলাদা ৷ এই দিনটি সেইসব মানুষদের ধন্যবাদ জানানোর দিন যাঁরা উদয়াস্ত মানুষের সেবায় নিজেদের সঁপে দিয়েছেন ৷ দিনটিকে সকলকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন সচিন তেন্ডুলকর ৷ নার্সদের সম্মান জানিয়ে বদলে ফেললেন নিজের টুইটার অ্যাকাউন্টের ডিপি ৷ পাশাপাশি পৃথিবীর সকল নার্সদের উদ্দেশে লিখলেন হৃদয়স্পর্শী বার্তা ৷

  • Silently serving humanity forever. Sleepless nights, care and concern flow non stop for us when we aren’t well.

    The pandemic has made us recognise their value more than ever before.

    Grateful for everything you do for us.

    Happy #InternationalNursesDay 🙏🏼👨‍⚕️👩‍⚕️ pic.twitter.com/F53wIvp4uh

    — Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : জন্মদিনে ফিরে দেখা লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটেঙ্গলকে

মাস্টার ব্লাস্টার লিখেছেন, "মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন ৷ আমরা অসুস্থ হয়ে পড়লে রাত জেগে আমাদের যত্ন করছেন ৷ এই প্যানডেমিক আপনাদের গুরুত্ব বুঝিয়েছে ৷ যা আগে কখনও বোঝা যায়নি ৷ আপনাদের অনেক ধন্যবাদ ৷" পোস্টে তিনজন নার্সের একটি ছবি ব্যবহার করেছেন সচিন ৷ অন্য একটি টুইটে তিনি জানান, ছবিটি অসমের একটি হাসপাতালের ৷ যারা অসমের বর্ডার এলাকার প্রত্যন্ত জায়গায় নিরন্তর সেবা করে যাচ্ছেন ৷

মুম্বই, 12 মে : তাঁরা ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা ৷ নিজেদের জীবনকে তুচ্ছ করে আর্তের সেবায় নিয়োজিত ৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষদের কাছে ডাক্তার-নার্সরাই ভগবানের সমান ৷ আন্তর্জাতিক নার্স দিবসে তাঁদের কুর্নিশ জানালেন দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷

আন্তর্জাতিক নার্স ডে কবে, কেন পালিত হয় তা অধিকাংশের অজানা ৷ বর্তমান পরিস্থিতিতে এই দিনটির তাৎপর্য আলাদা ৷ এই দিনটি সেইসব মানুষদের ধন্যবাদ জানানোর দিন যাঁরা উদয়াস্ত মানুষের সেবায় নিজেদের সঁপে দিয়েছেন ৷ দিনটিকে সকলকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন সচিন তেন্ডুলকর ৷ নার্সদের সম্মান জানিয়ে বদলে ফেললেন নিজের টুইটার অ্যাকাউন্টের ডিপি ৷ পাশাপাশি পৃথিবীর সকল নার্সদের উদ্দেশে লিখলেন হৃদয়স্পর্শী বার্তা ৷

  • Silently serving humanity forever. Sleepless nights, care and concern flow non stop for us when we aren’t well.

    The pandemic has made us recognise their value more than ever before.

    Grateful for everything you do for us.

    Happy #InternationalNursesDay 🙏🏼👨‍⚕️👩‍⚕️ pic.twitter.com/F53wIvp4uh

    — Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : জন্মদিনে ফিরে দেখা লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটেঙ্গলকে

মাস্টার ব্লাস্টার লিখেছেন, "মানুষের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন ৷ আমরা অসুস্থ হয়ে পড়লে রাত জেগে আমাদের যত্ন করছেন ৷ এই প্যানডেমিক আপনাদের গুরুত্ব বুঝিয়েছে ৷ যা আগে কখনও বোঝা যায়নি ৷ আপনাদের অনেক ধন্যবাদ ৷" পোস্টে তিনজন নার্সের একটি ছবি ব্যবহার করেছেন সচিন ৷ অন্য একটি টুইটে তিনি জানান, ছবিটি অসমের একটি হাসপাতালের ৷ যারা অসমের বর্ডার এলাকার প্রত্যন্ত জায়গায় নিরন্তর সেবা করে যাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.