বিশাখাপত্তনম, 14 জুন : হারলেই সিরিজ খোয়াতে হবে ৷ এমতাবস্থায় সিরিজের তৃতীয় টি-20 ম্য়াচে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ককে ঋষভ পন্থকে ৷ বিশাখাপত্তনমে টস জিতে 'মেন ইন ব্লু'-কে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা (SA win the toss and elect to bowl first in Visakhapatnam) ৷ গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামল ভারত ৷
টস জিতলে তিনিও প্রথমে ব্যাট করতেন বলে জানান ভারত অধিনায়ক ঋষভ পন্থ । নয়াদিল্লি এবং কটকে সিরিজের প্রথম দু'টি টি-20 ম্যাচেও টসভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ককে ৷ যার ফলশ্রুতি কী হয়েছে, তা সকলেরই জানা ৷ প্রথম ম্য়াচে দু'শোরও বেশি রান তাড়া করে ম্যাচ জিতে নেয় প্রোটিয়াবাহিনী ৷ দ্বিতীয় ম্যাচেও ফলাফলের অন্যথা হয়নি ৷ খাদের কিনারায় দাঁড়িয়ে বিশাখাপত্তনমে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি কী করে, এখন সেটাই দেখার ৷ ভারতের মতো গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামল দক্ষিণ আফ্রিকাও ৷
আরও পড়ুন : প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজ বাঁচানোর লড়াই ভারতের
একনজরে ভারতীয় একাদশ : রুতুরাজ, ঈশান, শ্রেয়স, পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), পান্ডিয়া, কার্তিক, অক্ষর, হর্ষল, আবেশ, ভুবনেশ্বর, চাহাল ৷
একনজরে দক্ষিণ আফ্রিকা একাদশ : হেনড্রিকস, বাভুমা (অধিনায়ক), ডুসেন, মিলার, ক্লাসেন (উইকেটরক্ষক), প্রিটোরিয়াস, পার্নেল, রাবাদা, কেশব, নর্তজে, শামসি ৷