ETV Bharat / sports

SA vs BAN 1st Test : ডারবানে মাত্র 53 রানে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, 220 রানে হার বেঙ্গল টাইগারদের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 53 রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ (Bangladesh All Out Just 53 Runs Against South Africa in Durban Test) ৷ ফলে 220 রানে ডারবান টেস্ট হারতে হল মমিনুল হকদের ৷ ম্যাচের সেরা হয়েছেন কেশব মহারাজ ৷

SA vs BAN 1st Test
SA vs BAN 1st Test
author img

By

Published : Apr 4, 2022, 4:49 PM IST

ডারবান, 4 এপ্রিল : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 53 রানে অল আউট বাংলা ব্রিগেড (Bangladesh All Out Just 53 Runs Against South Africa in Durban Test) ৷ আর সেই সঙ্গে 220 রানে প্রথম টেস্ট হারল মমিনুল হকের বাংলাদেশ (Bangladesh Loss 1st Test in 220 Runs Against South Africa) ৷ টেস্টের পঞ্চম দিনে মাত্র 19 ওভারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৷ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 367 রানের জবাবে বাংলাদেশ 298 রান করেছিল ৷ প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ ৷

দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-0 পিছিয়ে বাংলাদেশ ৷ ডারবানে প্রথম টেস্টে 220 রানে হারল বাংলার বাঘরা ৷ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করে 367 রান তুলেছিল ৷ যেখানে তেম্বা বাভুমা সর্বোচ্চ 93 এবং অধিনায়ক ডিন এলগার 67 রান করেছিলেন ৷ বাংলাদেশের ডান হাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদ 4 উইকেট এবং মেহেদি হাসান 3 উইকেট নিয়েছিলেন ৷ কিন্তু, বাংলাদেশ প্রথম ইনিংসে 298 রানে গুটিয়ে যায় ৷ ওপেনার মহমদুল হাসান জয় 137 রান করেন ৷ তিনি ছাড়া আর কেউ সেভাবে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ৷

দ্বিতীয় ইনিংসে 69 রানের লিড নিয়ে ব্যাট করতে নামেন ডিন এলগাররা ৷ কিন্তু, বাংলাদেশের বোলিংয়ের সামনে তাঁরাও অসহায় আত্মসমর্পণ করেন ৷ একমাত্র অধিনায়ক ডিন এলগার 64 রান করেন এবং তাঁকে সঙ্গ দেন কিগন পিটারসেন (36) এবং রেয়ান রিকেলটন (39) ৷ দক্ষিণ আফ্রিকা মাত্র 204 রানে অল আউট হয়ে যায় ৷

আরও পড়ুন : IPL 2022 : দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা

বাংলাদেশের সামনে 272 রানের টার্গেট দেয় প্রোটিয়াসরা ৷ ব্যাট করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ চতুর্থদিনের শেষে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 11 রান করে বাংলাদেশ ৷ আর পঞ্চম দিনের খেলা শুরু হতে ফের শুরু হয় উইকেট পড়ার পালা ৷ মাত্র 13 ওভার উইকেটে থেকে 53 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ৷ পঞ্চমদিনে একঘণ্টাও ব্যাট করতে পারেনি তাঁরা ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র দু’জন বোলার দ্বিতীয় ইনিংসে বোলিং করেন ৷ তাঁদের মধ্যে কেশব মহারাজ একাই 32 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন ৷ তিনিই ম্যাচের সেরা হয়েছে ৷ শিমন হার্মার 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷

ডারবান, 4 এপ্রিল : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র 53 রানে অল আউট বাংলা ব্রিগেড (Bangladesh All Out Just 53 Runs Against South Africa in Durban Test) ৷ আর সেই সঙ্গে 220 রানে প্রথম টেস্ট হারল মমিনুল হকের বাংলাদেশ (Bangladesh Loss 1st Test in 220 Runs Against South Africa) ৷ টেস্টের পঞ্চম দিনে মাত্র 19 ওভারে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ৷ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 367 রানের জবাবে বাংলাদেশ 298 রান করেছিল ৷ প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ ৷

দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-0 পিছিয়ে বাংলাদেশ ৷ ডারবানে প্রথম টেস্টে 220 রানে হারল বাংলার বাঘরা ৷ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করে 367 রান তুলেছিল ৷ যেখানে তেম্বা বাভুমা সর্বোচ্চ 93 এবং অধিনায়ক ডিন এলগার 67 রান করেছিলেন ৷ বাংলাদেশের ডান হাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদ 4 উইকেট এবং মেহেদি হাসান 3 উইকেট নিয়েছিলেন ৷ কিন্তু, বাংলাদেশ প্রথম ইনিংসে 298 রানে গুটিয়ে যায় ৷ ওপেনার মহমদুল হাসান জয় 137 রান করেন ৷ তিনি ছাড়া আর কেউ সেভাবে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ৷

দ্বিতীয় ইনিংসে 69 রানের লিড নিয়ে ব্যাট করতে নামেন ডিন এলগাররা ৷ কিন্তু, বাংলাদেশের বোলিংয়ের সামনে তাঁরাও অসহায় আত্মসমর্পণ করেন ৷ একমাত্র অধিনায়ক ডিন এলগার 64 রান করেন এবং তাঁকে সঙ্গ দেন কিগন পিটারসেন (36) এবং রেয়ান রিকেলটন (39) ৷ দক্ষিণ আফ্রিকা মাত্র 204 রানে অল আউট হয়ে যায় ৷

আরও পড়ুন : IPL 2022 : দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা

বাংলাদেশের সামনে 272 রানের টার্গেট দেয় প্রোটিয়াসরা ৷ ব্যাট করতে নেমে শুরুতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ ৷ চতুর্থদিনের শেষে 6 ওভারে 3 উইকেট হারিয়ে 11 রান করে বাংলাদেশ ৷ আর পঞ্চম দিনের খেলা শুরু হতে ফের শুরু হয় উইকেট পড়ার পালা ৷ মাত্র 13 ওভার উইকেটে থেকে 53 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ৷ পঞ্চমদিনে একঘণ্টাও ব্যাট করতে পারেনি তাঁরা ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র দু’জন বোলার দ্বিতীয় ইনিংসে বোলিং করেন ৷ তাঁদের মধ্যে কেশব মহারাজ একাই 32 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন ৷ তিনিই ম্যাচের সেরা হয়েছে ৷ শিমন হার্মার 21 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.