সেঞ্চুরিয়ান, 25 ডিসেম্বর: টি-20 সিরিজে জয় না-পেলেও সিরিজ ড্র করেছিল 'মেন ইন ব্ল' ৷ এরপর একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷ এবার লক্ষ্য টেস্ট সিরিজ জয় ৷ আর তাহলেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেলবে ভারতীয় দল ৷ 1992 সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু 31 বছরে একবারও নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় দল ৷ অধিনায়ক বদলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় সকলেই চেষ্টা করেছেন ৷ চেষ্টা করেছেন বিরাট কোহলিও ৷ এবার সেই অসম্ভবকেই সম্ভব করতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷
মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দু'ম্যাচের এই সিরিজ ৷ বক্সিং-ডে টেস্ট শুরুর আগে সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমরা সেই অধরাকে ছুঁতে চাই যা এই মাটিতে আর কেউ করতে পারেনি ৷" যদিও নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে কিছুই বলতে চাননি রোহিত ৷ তিনি জানান, এখন অবসর নিয়ে তাঁর কোনও ভাবনা নেই ৷ বরং প্রতিটা খেলাই তিনি উপভোগ করতে চান ৷ পরিকল্পনার কথা এড়িয়ে গিয়ে রোহিতের দাবি, "আমার সামনে যে ফরম্যাটের ক্রিকেট ম্যাচ আসবে আমি সব খেলতে চাই ৷ আর উপভোগ করতে চাই ৷"
বক্সিং-ডে টেস্টে স্টাম্পার-ব্যাটারের ভূমিকায় দেখা যাবে কেএল রাহুলকে ৷ খবর অন্তত তেমনটাই ৷ এই নিয়েও এদিন সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন 'হিটম্যান' ৷ তিনি পুরো বিষয়টাই রাহুলের উপর ছেড়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "রাহুল কতদিন উইকেট কিপিং করতে চাইবেন তা নিয়ে আমি নিশ্চিত নই ৷ তবে এখন তার মধ্যে এই বিষয়ে আগ্রহের ঝলক দেখতে পাচ্ছি ৷"
চোটের কারণে টেস্ট সিরিজে পেস বিভাগের অন্যতম ভরসা মহম্মদ শামিকে পাচ্ছে না ভারত ৷ তাঁর গোড়ালির চোট দলকে যে ভোগাবে এই সিরিজে তা মেনে নিয়েছেন অধিনায়ক ৷ তিনি বলেন, "বছরের পর বছর পর ধরে শামি যা করেছে ভারতীয় দলের জন্য তাতে তাঁর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি ৷ কেউ না কেউ তাঁর জায়গা পূরণ করবেন ঠিকই কিন্তু এটা মোটেই সহজ হবে না ৷"
আরও পড়ুন: