ETV Bharat / sports

'অধরা মাধুরী'র স্বাদ পেতে চান, রেনবো নেশনে টেস্ট যুদ্ধের আগে অকপট রোহিত - Test Series in South Africa

Rohit on Test Series in South Africa: 31 বছরের জয়ের খরা কাটিয়ে ইতিহাস গড়তে চান তিনি ৷ টেস্টে রেনবো নেশনে লড়াই শুরুর আগে তেমনটাই জানালেন অধিনায়ক রোহিত শর্মা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Dec 25, 2023, 5:36 PM IST

সেঞ্চুরিয়ান, 25 ডিসেম্বর: টি-20 সিরিজে জয় না-পেলেও সিরিজ ড্র করেছিল 'মেন ইন ব্ল' ৷ এরপর একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷ এবার লক্ষ্য টেস্ট সিরিজ জয় ৷ আর তাহলেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেলবে ভারতীয় দল ৷ 1992 সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু 31 বছরে একবারও নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় দল ৷ অধিনায়ক বদলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় সকলেই চেষ্টা করেছেন ৷ চেষ্টা করেছেন বিরাট কোহলিও ৷ এবার সেই অসম্ভবকেই সম্ভব করতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দু'ম্যাচের এই সিরিজ ৷ বক্সিং-ডে টেস্ট শুরুর আগে সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমরা সেই অধরাকে ছুঁতে চাই যা এই মাটিতে আর কেউ করতে পারেনি ৷" যদিও নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে কিছুই বলতে চাননি রোহিত ৷ তিনি জানান, এখন অবসর নিয়ে তাঁর কোনও ভাবনা নেই ৷ বরং প্রতিটা খেলাই তিনি উপভোগ করতে চান ৷ পরিকল্পনার কথা এড়িয়ে গিয়ে রোহিতের দাবি, "আমার সামনে যে ফরম্যাটের ক্রিকেট ম্যাচ আসবে আমি সব খেলতে চাই ৷ আর উপভোগ করতে চাই ৷"

বক্সিং-ডে টেস্টে স্টাম্পার-ব্যাটারের ভূমিকায় দেখা যাবে কেএল রাহুলকে ৷ খবর অন্তত তেমনটাই ৷ এই নিয়েও এদিন সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন 'হিটম্যান' ৷ তিনি পুরো বিষয়টাই রাহুলের উপর ছেড়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "রাহুল কতদিন উইকেট কিপিং করতে চাইবেন তা নিয়ে আমি নিশ্চিত নই ৷ তবে এখন তার মধ্যে এই বিষয়ে আগ্রহের ঝলক দেখতে পাচ্ছি ৷"

চোটের কারণে টেস্ট সিরিজে পেস বিভাগের অন্যতম ভরসা মহম্মদ শামিকে পাচ্ছে না ভারত ৷ তাঁর গোড়ালির চোট দলকে যে ভোগাবে এই সিরিজে তা মেনে নিয়েছেন অধিনায়ক ৷ তিনি বলেন, "বছরের পর বছর পর ধরে শামি যা করেছে ভারতীয় দলের জন্য তাতে তাঁর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি ৷ কেউ না কেউ তাঁর জায়গা পূরণ করবেন ঠিকই কিন্তু এটা মোটেই সহজ হবে না ৷"

আরও পড়ুন:

  1. নয়া কমিটি বরখাস্তের পরও 'পদ্মশ্রী ফেরত চান না', বদলে ন্যায়বিচার চাইলেন বজরং
  2. মুম্বইয়ে ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে 'বধ' ভারতীয় মেয়েদের
  3. তৃতীয়দিন হরমনপ্রীতের স্পেলটাই টার্নিং পয়েন্ট, ম্যাচের সেরা হয়ে জানালেন স্নেহা

সেঞ্চুরিয়ান, 25 ডিসেম্বর: টি-20 সিরিজে জয় না-পেলেও সিরিজ ড্র করেছিল 'মেন ইন ব্ল' ৷ এরপর একদিনের ম্যাচের সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷ এবার লক্ষ্য টেস্ট সিরিজ জয় ৷ আর তাহলেই ইতিহাসের পাতায় নাম তুলে ফেলবে ভারতীয় দল ৷ 1992 সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু 31 বছরে একবারও নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারতীয় দল ৷ অধিনায়ক বদলেছে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় সকলেই চেষ্টা করেছেন ৷ চেষ্টা করেছেন বিরাট কোহলিও ৷ এবার সেই অসম্ভবকেই সম্ভব করতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে দু'ম্যাচের এই সিরিজ ৷ বক্সিং-ডে টেস্ট শুরুর আগে সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমরা সেই অধরাকে ছুঁতে চাই যা এই মাটিতে আর কেউ করতে পারেনি ৷" যদিও নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে কিছুই বলতে চাননি রোহিত ৷ তিনি জানান, এখন অবসর নিয়ে তাঁর কোনও ভাবনা নেই ৷ বরং প্রতিটা খেলাই তিনি উপভোগ করতে চান ৷ পরিকল্পনার কথা এড়িয়ে গিয়ে রোহিতের দাবি, "আমার সামনে যে ফরম্যাটের ক্রিকেট ম্যাচ আসবে আমি সব খেলতে চাই ৷ আর উপভোগ করতে চাই ৷"

বক্সিং-ডে টেস্টে স্টাম্পার-ব্যাটারের ভূমিকায় দেখা যাবে কেএল রাহুলকে ৷ খবর অন্তত তেমনটাই ৷ এই নিয়েও এদিন সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন 'হিটম্যান' ৷ তিনি পুরো বিষয়টাই রাহুলের উপর ছেড়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "রাহুল কতদিন উইকেট কিপিং করতে চাইবেন তা নিয়ে আমি নিশ্চিত নই ৷ তবে এখন তার মধ্যে এই বিষয়ে আগ্রহের ঝলক দেখতে পাচ্ছি ৷"

চোটের কারণে টেস্ট সিরিজে পেস বিভাগের অন্যতম ভরসা মহম্মদ শামিকে পাচ্ছে না ভারত ৷ তাঁর গোড়ালির চোট দলকে যে ভোগাবে এই সিরিজে তা মেনে নিয়েছেন অধিনায়ক ৷ তিনি বলেন, "বছরের পর বছর পর ধরে শামি যা করেছে ভারতীয় দলের জন্য তাতে তাঁর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি ৷ কেউ না কেউ তাঁর জায়গা পূরণ করবেন ঠিকই কিন্তু এটা মোটেই সহজ হবে না ৷"

আরও পড়ুন:

  1. নয়া কমিটি বরখাস্তের পরও 'পদ্মশ্রী ফেরত চান না', বদলে ন্যায়বিচার চাইলেন বজরং
  2. মুম্বইয়ে ইতিহাস হরমনপ্রীতদের, টেস্টে প্রথমবার অস্ট্রেলিয়াকে 'বধ' ভারতীয় মেয়েদের
  3. তৃতীয়দিন হরমনপ্রীতের স্পেলটাই টার্নিং পয়েন্ট, ম্যাচের সেরা হয়ে জানালেন স্নেহা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.