ETV Bharat / sports

Rohit Slams Shastri: শাস্ত্রীয় বচনে মনোক্ষুণ্ণ ভারত অধিনায়ক, প্রাক্তন কোচকে 'বহিরাগত' বললেন রোহিত - রোহিত শর্মা

বৃহস্পতিবার মোতেরা টেস্টে নামার আগে অতিরিক্ত আত্মবিশ্বাসের তত্ত্বকে মাঠের বাইরে পাঠালেন রোহিত শর্মা ৷ রোহিত জানান, শাস্ত্রী যেহেতু দীর্ঘদিন এই ড্রেসিংরুমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তাই ওর সবটা জানা (Rohit Sharma Slams Ex Coach Ravi Shastri) ৷

Etv Bharat
শাস্ত্রীয় বচনে মনোক্ষুণ্ণ ভারত অধিনায়ক
author img

By

Published : Mar 8, 2023, 11:08 PM IST

আমেদাবাদ, 8 মার্চ: নাগপুরের পর নয়াদিল্লি ৷ সিরিজের প্রথম দু'টি টেস্ট জিতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল ভারতীয় দল ৷ ইন্দোর টেস্টে ভরাডুবির নেপথ্যে কাজ করেছে সেই অতিরিক্ত আত্মবিশ্বাস ৷ তৃতীয় টেস্ট হারের পর টিম ইন্ডিয়াকে খানিক ধমকের সুরেই এ কথা শুনিয়েছিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷ বৃহস্পতিবার মোতেরা টেস্টে নামার আগে শাস্ত্রীয় ব্যাখ্যাকে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুধু তাই নয়, শাস্ত্রীর নামের সঙ্গে 'বহিরাগত' তকমা জুড়ে দিলেন তিনি (Rohit Sharma Slams Ex Coach Ravi Shastri) ৷

চতুর্থ টেস্টে নামার আগেরদিন সাংবাদিক সম্মেলনে ইন্দোর টেস্টে হারের কারণ হিসেবে অতিরিক্ত আত্মবিশ্বাসের তত্ত্ব উঠতেই খানিক মেজাজ হারান ভারত অধিনায়ক ৷ শাস্ত্রীর কথাকে 'ফালতু' আখ্যা দিয়ে 'হিটম্যান' বলেন, "দু'টি টেস্ট জয়ের পর কেউ যদি মনে করে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছি, তাহলে সেটা একেবারেই বাজে কথা ৷ কারণ চারটি টেস্টেই সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম আমরা ৷"

ভারত অধিনায়কের সংযোজন, "দু'টো ম্যাচ জিতে থামতে কেউ চায় না ৷ খুব সহজ বিষয় এটা ৷ এইসব মানুষ যারা ড্রেসিংরুমে না-থেকেও আত্মবিশ্বাস নিয়ে মন্তব্য করে তারা জানেও না সেখানে কী ধরনের আলোচনা হয় ৷ তাই কারও যদি মনে হয়ে থাকে আমরা আত্মবিশ্বাসী তাহলে আমাদের কিছু করার নেই ৷"

রোহিত জানান, শাস্ত্রী যেহেতু দীর্ঘদিন এই ড্রেসিংরুমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তাই শব্দচয়নে তাঁর একটু বিনয়ী হওয়া উচিৎ ছিল ৷ কারণ ড্রেসিংরুমের ভেতরের পরিবেশ শাস্ত্রীর কাছে খুবই পরিচিত ৷ রোহিতের কথায়, আমরা যখন বিদেশে সফর করি তখন সিরিজে প্রতিপক্ষ আমাদের এক ইঞ্চিও জমি ছাড়ে না ৷ আমরাও ঘরের মাঠে একই মনোবৃত্তি নিয়েই অবতীর্ণ হই ৷

আরও পড়ুন: বোলারের থেকে একধাপ এগিয়ে থাকতে হবে, ব্যাটিং নিয়ে মত রোহিতের

মোতেরায় বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে জয় মানেই টানা দ্বিতীয়বার ভারতের সামনে খুলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা ৷ তাই ভারতের কাছে কার্যত 'মাস্ট উইন গেম' মোতেরা ৷ তবে হারলেও সুযোগ থাকবে ফাইনাল খেলার ৷ সেক্ষেত্রে আসন্ন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দু'ম্যাচের টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে ৷ দ্বীপরাষ্ট্র একটি ম্যাচ ড্র করলে বা জিতলেই ফাইনাল নিশ্চিত ভারতের ৷

আমেদাবাদ, 8 মার্চ: নাগপুরের পর নয়াদিল্লি ৷ সিরিজের প্রথম দু'টি টেস্ট জিতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল ভারতীয় দল ৷ ইন্দোর টেস্টে ভরাডুবির নেপথ্যে কাজ করেছে সেই অতিরিক্ত আত্মবিশ্বাস ৷ তৃতীয় টেস্ট হারের পর টিম ইন্ডিয়াকে খানিক ধমকের সুরেই এ কথা শুনিয়েছিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ৷ বৃহস্পতিবার মোতেরা টেস্টে নামার আগে শাস্ত্রীয় ব্যাখ্যাকে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুধু তাই নয়, শাস্ত্রীর নামের সঙ্গে 'বহিরাগত' তকমা জুড়ে দিলেন তিনি (Rohit Sharma Slams Ex Coach Ravi Shastri) ৷

চতুর্থ টেস্টে নামার আগেরদিন সাংবাদিক সম্মেলনে ইন্দোর টেস্টে হারের কারণ হিসেবে অতিরিক্ত আত্মবিশ্বাসের তত্ত্ব উঠতেই খানিক মেজাজ হারান ভারত অধিনায়ক ৷ শাস্ত্রীর কথাকে 'ফালতু' আখ্যা দিয়ে 'হিটম্যান' বলেন, "দু'টি টেস্ট জয়ের পর কেউ যদি মনে করে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছি, তাহলে সেটা একেবারেই বাজে কথা ৷ কারণ চারটি টেস্টেই সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম আমরা ৷"

ভারত অধিনায়কের সংযোজন, "দু'টো ম্যাচ জিতে থামতে কেউ চায় না ৷ খুব সহজ বিষয় এটা ৷ এইসব মানুষ যারা ড্রেসিংরুমে না-থেকেও আত্মবিশ্বাস নিয়ে মন্তব্য করে তারা জানেও না সেখানে কী ধরনের আলোচনা হয় ৷ তাই কারও যদি মনে হয়ে থাকে আমরা আত্মবিশ্বাসী তাহলে আমাদের কিছু করার নেই ৷"

রোহিত জানান, শাস্ত্রী যেহেতু দীর্ঘদিন এই ড্রেসিংরুমের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তাই শব্দচয়নে তাঁর একটু বিনয়ী হওয়া উচিৎ ছিল ৷ কারণ ড্রেসিংরুমের ভেতরের পরিবেশ শাস্ত্রীর কাছে খুবই পরিচিত ৷ রোহিতের কথায়, আমরা যখন বিদেশে সফর করি তখন সিরিজে প্রতিপক্ষ আমাদের এক ইঞ্চিও জমি ছাড়ে না ৷ আমরাও ঘরের মাঠে একই মনোবৃত্তি নিয়েই অবতীর্ণ হই ৷

আরও পড়ুন: বোলারের থেকে একধাপ এগিয়ে থাকতে হবে, ব্যাটিং নিয়ে মত রোহিতের

মোতেরায় বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে জয় মানেই টানা দ্বিতীয়বার ভারতের সামনে খুলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার রাস্তা ৷ তাই ভারতের কাছে কার্যত 'মাস্ট উইন গেম' মোতেরা ৷ তবে হারলেও সুযোগ থাকবে ফাইনাল খেলার ৷ সেক্ষেত্রে আসন্ন নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা দু'ম্যাচের টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে ৷ দ্বীপরাষ্ট্র একটি ম্যাচ ড্র করলে বা জিতলেই ফাইনাল নিশ্চিত ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.