ETV Bharat / sports

Rohit Sharma : দলে বিরাটের ভূমিকা নিয়ে যা বললেন 'হিটম্য়ান' - Virat Kohli

গোলাপি শহরে ভারত-নিউজিল্য়ান্ড ম্যাচে টস করতে নামবেন দুই নতুন অধিনায়ক ৷ বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়ার নেতা হিসেবে সোয়াই মান সিং স্টেডিয়ামে টস করতে নামবেন রোহিত শর্মা ৷ আর কেন উইলিয়ামসন না-খেলায় বুধবার কিউয়িদের নেতা টিম সাউদি ৷

Rohit Sharma
দলে বিরাটের ভূমিকা নিয়ে যা বললেন 'হিটম্য়ান'
author img

By

Published : Nov 16, 2021, 10:41 PM IST

জয়পুর, 16 নভেম্বর : বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে টি-20 ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন উঠেছে রোহিত শর্মার হাতে ৷ বুধবার গোলাপি শহরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নেতা হিসেবে অভিষেক হচ্ছে রোহিতের ৷ এই সিরিজে খেলছেন না কোহলি ৷ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে দলে বিরাটের গুরুত্বের কথা জানালেন 'হিটম্যান' ৷

সংক্ষিপ্ত ফরম্যাটে দীর্ঘদিন বিরাটের ডেপুটি হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন রোহিত ৷ বিরাটের অনুস্থিতিতে এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন 'হিটম্যান' ৷ কিন্তু এবার আর অস্থায়ী নয়, টি-20 ফরম্যাটে ভারতীয় দলের নেতা এখন রোহিত ৷ কিউয়ি সিরিজ দিয়েই অভিষেক হচ্ছে ক্যাপ্টেন রোহিতের ৷

টি-20 ক্রিকেট থেকে অবসর না-নিলেও এখনই রোহিতের নেতৃত্বে খেলা হচ্ছে না কোহলির ৷ কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে ৷ মঙ্গলবার প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বিরাটকে নিয়ে রোহিত বলেন, "বিরাট ফিরলে দলের শক্তি বাড়বে ৷ বিরাটের ভূমিকার কোনও পরিবর্তন হবে না ৷ আগে যা ছিল, তাই থাকবে ৷ ও দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ ও খেললে দলে তার প্রভাব পড়বে ৷ ম্যাচে সবসময় ও ছাপ রাখে ৷"

সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ ছিল সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন কোহলির শেষ অ্যাসাইনমেন্ট ৷ বিরাটের নেতৃত্বে বিশ্বকাপে সুপার-12 গণ্ডি টপকাতে পারেনি ভারত ৷ পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারায় সেমিফাইনালের টিকিট পায়নি টিম ইন্ডিয়া ৷ বিরাটের উত্তরসূরি হিসেবে টি-20 ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতা হয়েছেন রোহিত ৷

আরও পড়ুন : তিন ফরম্যাটে আলাদা দল ? দায়িত্ব নিয়ে কী বললেন দ্রাবিড়

বিরাট সম্পর্কে রোহিত বলেন, "দলে প্রত্যেকেই আলাদা ভূমিকা থাকে ৷ বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা এক ৷ ও যতদিন খেলবে, ততদিন দলে ওর সেই ভূমিকা থাকবে ৷ পরিস্থিতি অনুযায়ী ভূমিকার কিছু পরিবর্তন হতে পারে মাত্র ৷" কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জয়পুরে ৷ পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে রাঁচি ও কলকাতায় ৷

জয়পুর, 16 নভেম্বর : বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে টি-20 ক্রিকেটে নেতৃত্বের ব্যাটন উঠেছে রোহিত শর্মার হাতে ৷ বুধবার গোলাপি শহরে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নেতা হিসেবে অভিষেক হচ্ছে রোহিতের ৷ এই সিরিজে খেলছেন না কোহলি ৷ প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে দলে বিরাটের গুরুত্বের কথা জানালেন 'হিটম্যান' ৷

সংক্ষিপ্ত ফরম্যাটে দীর্ঘদিন বিরাটের ডেপুটি হিসেবে টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন রোহিত ৷ বিরাটের অনুস্থিতিতে এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন 'হিটম্যান' ৷ কিন্তু এবার আর অস্থায়ী নয়, টি-20 ফরম্যাটে ভারতীয় দলের নেতা এখন রোহিত ৷ কিউয়ি সিরিজ দিয়েই অভিষেক হচ্ছে ক্যাপ্টেন রোহিতের ৷

টি-20 ক্রিকেট থেকে অবসর না-নিলেও এখনই রোহিতের নেতৃত্বে খেলা হচ্ছে না কোহলির ৷ কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে ৷ মঙ্গলবার প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বিরাটকে নিয়ে রোহিত বলেন, "বিরাট ফিরলে দলের শক্তি বাড়বে ৷ বিরাটের ভূমিকার কোনও পরিবর্তন হবে না ৷ আগে যা ছিল, তাই থাকবে ৷ ও দলের গুরুত্বপূর্ণ সদস্য ৷ ও খেললে দলে তার প্রভাব পড়বে ৷ ম্যাচে সবসময় ও ছাপ রাখে ৷"

সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপ ছিল সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন কোহলির শেষ অ্যাসাইনমেন্ট ৷ বিরাটের নেতৃত্বে বিশ্বকাপে সুপার-12 গণ্ডি টপকাতে পারেনি ভারত ৷ পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারায় সেমিফাইনালের টিকিট পায়নি টিম ইন্ডিয়া ৷ বিরাটের উত্তরসূরি হিসেবে টি-20 ক্রিকেটে টিম ইন্ডিয়ার নেতা হয়েছেন রোহিত ৷

আরও পড়ুন : তিন ফরম্যাটে আলাদা দল ? দায়িত্ব নিয়ে কী বললেন দ্রাবিড়

বিরাট সম্পর্কে রোহিত বলেন, "দলে প্রত্যেকেই আলাদা ভূমিকা থাকে ৷ বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা এক ৷ ও যতদিন খেলবে, ততদিন দলে ওর সেই ভূমিকা থাকবে ৷ পরিস্থিতি অনুযায়ী ভূমিকার কিছু পরিবর্তন হতে পারে মাত্র ৷" কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জয়পুরে ৷ পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে রাঁচি ও কলকাতায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.