ETV Bharat / sports

আন্তর্জাতিক টি-20'তে ইতিহাস গড়ার পথে রোহিত, ইন্দোরে ফিরছেন কোহলি - India vs Afghanistan

Rohit Sharma on Verge of Creating History in T20Is: রবিবার ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত ৷ যে ম্যাচে আরও একটি কীর্তির সামনে অধিনায়ক রোহিত শর্মা ৷ অন্যদিকে, দ্বিতীয় টি-20’র আগে আজ ইন্দোরে দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি ৷

Image Courtesy: ETV BHARAT Files (AP)
Image Courtesy: ETV BHARAT Files (AP)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 1:50 PM IST

Updated : Jan 13, 2024, 7:50 PM IST

ইন্দোর, 13 জানুয়ারি: যেমনটা চেয়েছিলেন, ব্যক্তিগতভাবে টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন ম্যাচ তেমন হয়নি ৷ শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান-আউট হতে হয় রোহিত শর্মাকে ৷ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় টি-20 ম্যাচে সেই আক্ষেপ ভুলিয়ে বড় রানের অপেক্ষায় ভারত অধিনায়ক ৷ সঙ্গে আরও একটি কীর্তির সামনে তিনি ৷ আন্তর্জাতিক টি-20’তে দেড়শোতম ম্যাচ খেলতে নামছেন 'হিটম্যান' ৷ প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন ভারত অধিনায়ক ৷

অন্যদিকে, ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে প্রত্যাবর্তন হতে চলেছে বিরাট কোহলির ৷ আজ ভোরে মুম্বই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বিরাটকে ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা ৷ ইতিমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷ আজ বিকেলে দলের অনুশীলনেও যোগ দেবেন বিরাট ৷ ভারতের লক্ষ্যে ইন্দোরেই আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজ সিল করে ফেলা ৷ সেই লক্ষ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন রোহিত এবং বিরাট ৷

মাথাব্যাথার বাড়তে চলেছে হেড কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত-সহ বাকি টিম ম্যানেজমেন্টের ৷ কারণ, প্রথম একাদশ ঠিক করা ৷ প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরতে চলেছেন যস্বশী জয়সওয়াল ৷ আর বিরাট অবশ্যই প্রথম একাদশের অংশ ৷ সেক্ষেত্রে কোনও দুই ব্যাটারকে বসানো হবে ? সেটাই বড় প্রশ্ন ৷ উইকেট-কিপিংয়ের পাশাপাশি, জিতেশ শর্মা ব্যাটেও রান করেছেন আগের ম্যাচে ৷ সেক্ষেত্রে তিলক বর্মা প্রথম একাদশের বাইরে যেতে পারেন ৷ আর শিবম দুবে মিডিয়াম-পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকায় সফল ৷ মোহালিতে উইকেট নেওয়ার পাশাপাশি 60 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা ৷

সেক্ষেত্রে ফর্মে থাকা রিঙ্কুকে বাইরে বসতে হতেও পারে ৷ কিন্তু, স্লগ-ওভারে রান তোলা এবং ভালো ফিনিশার হিসেবে রিঙ্কু নিজেকে টি-2-’তে প্রমাণ করেছেন ৷ তাই তাঁকে বসানো হলে, নিচের দিকে ব্যাটিং দুর্বল হয়ে যাবে ৷ সেক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র পরিবর্তনে যেতে পারে টিম ম্যানেজমেন্ট ৷ আর তা হল, তিলক বর্মার জায়গায় বিরাটের প্রথম একাদশে ফেরা ৷ যশস্বীকে দ্বিতীয় টি-20 ম্যাচেও বাইরে রাখা হতে পারে ৷ অন্যদিকে, বোলিং বিভাগে কোনও বদলের আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না ৷ যদি না টিম ম্যানেজমেন্ট কোনও পরীক্ষা-নীরিক্ষায় যায় !

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. নতুন মুখ ধ্রুব জুরেল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের
  2. রোহিত ক্লিন হিটার, কোহলি বুদ্ধিমান ব্যাটার - দরাজ সার্টিফিকেট মদনলালের
  3. রোহিতে মুগ্ধ, বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতায় ম্যানেজমেন্টকেই দুষছেন প্রভাকর

ইন্দোর, 13 জানুয়ারি: যেমনটা চেয়েছিলেন, ব্যক্তিগতভাবে টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন ম্যাচ তেমন হয়নি ৷ শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান-আউট হতে হয় রোহিত শর্মাকে ৷ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় টি-20 ম্যাচে সেই আক্ষেপ ভুলিয়ে বড় রানের অপেক্ষায় ভারত অধিনায়ক ৷ সঙ্গে আরও একটি কীর্তির সামনে তিনি ৷ আন্তর্জাতিক টি-20’তে দেড়শোতম ম্যাচ খেলতে নামছেন 'হিটম্যান' ৷ প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন ভারত অধিনায়ক ৷

অন্যদিকে, ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে প্রত্যাবর্তন হতে চলেছে বিরাট কোহলির ৷ আজ ভোরে মুম্বই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে বিরাটকে ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা ৷ ইতিমধ্যে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন ৷ আজ বিকেলে দলের অনুশীলনেও যোগ দেবেন বিরাট ৷ ভারতের লক্ষ্যে ইন্দোরেই আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজ সিল করে ফেলা ৷ সেই লক্ষ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন রোহিত এবং বিরাট ৷

মাথাব্যাথার বাড়তে চলেছে হেড কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত-সহ বাকি টিম ম্যানেজমেন্টের ৷ কারণ, প্রথম একাদশ ঠিক করা ৷ প্রথম ম্যাচে না খেললেও, দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে ফিরতে চলেছেন যস্বশী জয়সওয়াল ৷ আর বিরাট অবশ্যই প্রথম একাদশের অংশ ৷ সেক্ষেত্রে কোনও দুই ব্যাটারকে বসানো হবে ? সেটাই বড় প্রশ্ন ৷ উইকেট-কিপিংয়ের পাশাপাশি, জিতেশ শর্মা ব্যাটেও রান করেছেন আগের ম্যাচে ৷ সেক্ষেত্রে তিলক বর্মা প্রথম একাদশের বাইরে যেতে পারেন ৷ আর শিবম দুবে মিডিয়াম-পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকায় সফল ৷ মোহালিতে উইকেট নেওয়ার পাশাপাশি 60 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা ৷

সেক্ষেত্রে ফর্মে থাকা রিঙ্কুকে বাইরে বসতে হতেও পারে ৷ কিন্তু, স্লগ-ওভারে রান তোলা এবং ভালো ফিনিশার হিসেবে রিঙ্কু নিজেকে টি-2-’তে প্রমাণ করেছেন ৷ তাই তাঁকে বসানো হলে, নিচের দিকে ব্যাটিং দুর্বল হয়ে যাবে ৷ সেক্ষেত্রে শুধুমাত্র একটি মাত্র পরিবর্তনে যেতে পারে টিম ম্যানেজমেন্ট ৷ আর তা হল, তিলক বর্মার জায়গায় বিরাটের প্রথম একাদশে ফেরা ৷ যশস্বীকে দ্বিতীয় টি-20 ম্যাচেও বাইরে রাখা হতে পারে ৷ অন্যদিকে, বোলিং বিভাগে কোনও বদলের আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না ৷ যদি না টিম ম্যানেজমেন্ট কোনও পরীক্ষা-নীরিক্ষায় যায় !

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

  1. নতুন মুখ ধ্রুব জুরেল, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের
  2. রোহিত ক্লিন হিটার, কোহলি বুদ্ধিমান ব্যাটার - দরাজ সার্টিফিকেট মদনলালের
  3. রোহিতে মুগ্ধ, বিশ্বকাপ ফাইনালের ব্যর্থতায় ম্যানেজমেন্টকেই দুষছেন প্রভাকর
Last Updated : Jan 13, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.