ETV Bharat / sports

Rohit Sharma backs Virat Kohli : কোহলির হয়ে ব্যাট ধরে সাংবাদিকদের 'ধমক' রোহিতের - কোহলির হয়ে ব্যাট ধরে সাংবাদিকদের চুপ থাকতে বললেন রোহিত

বুধবার ক্রিকেটের নন্দনকানন দর্শকশূন্য থাকলেও আকাশে-বাতাসে রয়েছে বিরাটের বড় রানে ফেরার আকুতি ৷ প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বিরাটের সমর্থনে ব্যাট ধরে সাংবাদিকদের রীতিমতো 'ধমক' দিলেন 'হিটম্যান' (Rohit Sharma lashes out media on Virat Kohli issue) ৷

Rohit Sharma backs Virat Kohli
কোহলির হয়ে ব্যাট ধরে সাংবাদিকদের কার্যত ধমক রোহিতের
author img

By

Published : Feb 15, 2022, 4:20 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : জাতীয় দলের অধিনায়ক হিসেবে বুধবার প্রথম পয়মন্ত ইডেনে ম্যাচ খেলবেন রোহিত গুরুনাথ শর্মা ৷ কিন্তু প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার মেজাজ হারিয়ে বসলেন মুম্বইকর ৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সমর্থনে ব্যাট ধরে সাংবাদিকদের কার্যত ধমকে দিলেন 'হিটম্যান' (Rohit Sharma lashes out media on Virat Kohli issue) ৷ বুধবার ক্রিকেটের নন্দনকানন দর্শকশূন্য থাকলেও আকাশে-বাতাসে রয়েছে বিরাটের বড় রানে ফেরার আকুতি ৷ আর টি-20 সিরিজ আগেরদিন সাংবাদিক সম্মেলনে বিরাট ইস্যুতে সাংবাদিকদের চুপ থাকার আকুতি জানালেন ভারত অধিনায়ক (Rohit Sharma backs Virat Kohli) ৷

প্রথম ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রস্তুতি নিয়ে তো কথা বললেনই, পাশাপাশি বিরাটের সমর্থনে ব্যাট ধরে রোহিত বললেন, "আমার মনে হয় সংবাদমাধ্যম কোহলির বিষয়ে একটু চুপ থাকলে ভাল হয়। ওর সমস্যা ও নিজেই সামলে নিতে পারবে। এক দশকের বেশি সময় ধরে আর্ন্তজাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা জানে কীভাবে চাপ সামলাতে হয়। বিরাটের উপর চাপ সংবাদমাধ্যমরেই তৈরি করা। তাই আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে হয় ৷"

সবে সবে শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম ৷ দু'দিন বাদেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবে মনসংযোগ বিঘ্ন হওয়ার শঙ্কা রয়ে যাচ্ছে। রোহিত শর্মা বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। তবে ভারত অধিনায়ক জানালেন, আপাতত মনসংযোগ জাতীয় দলেই রাখতে হবে। প্রত্যেকেই পেশাদার হওয়ায় নিজেদেক কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল ৷

আরও পড়ুন : India vs West Indies : টি-20 সিরিজেও লক্ষ্য ‘ক্যারিবিয়ান বধ’, প্রথমবার ইডেন দেখবে অধিনায়ক রোহিতকে

দলে আবার একাধিক নতুন মুখ। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল কতটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে? ইডেনের বরপুত্র বলছেন, "দলের বেশ কিছু খামতি রয়েছে। সেগুলো দ্রুত মিটিয়ে ফেলতে হবে।" টি-20 বিশ্বকাপের জন্য প্রত্যেক ক্রিকেটারকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। পাশাপাশি কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের প্রশংসা রোহিতের মুখে (Rohit Sharma praises Kuldeep Yadav and Yuzvendra Chahal)। তাঁর আশা, অতীতের মত কুল-চা জুটি ফের দলের পক্ষে কার্যকরী হয়ে উঠবে।

কলকাতা, 15 ফেব্রুয়ারি : জাতীয় দলের অধিনায়ক হিসেবে বুধবার প্রথম পয়মন্ত ইডেনে ম্যাচ খেলবেন রোহিত গুরুনাথ শর্মা ৷ কিন্তু প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার মেজাজ হারিয়ে বসলেন মুম্বইকর ৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সমর্থনে ব্যাট ধরে সাংবাদিকদের কার্যত ধমকে দিলেন 'হিটম্যান' (Rohit Sharma lashes out media on Virat Kohli issue) ৷ বুধবার ক্রিকেটের নন্দনকানন দর্শকশূন্য থাকলেও আকাশে-বাতাসে রয়েছে বিরাটের বড় রানে ফেরার আকুতি ৷ আর টি-20 সিরিজ আগেরদিন সাংবাদিক সম্মেলনে বিরাট ইস্যুতে সাংবাদিকদের চুপ থাকার আকুতি জানালেন ভারত অধিনায়ক (Rohit Sharma backs Virat Kohli) ৷

প্রথম ম্যাচের 24 ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে দলের প্রস্তুতি নিয়ে তো কথা বললেনই, পাশাপাশি বিরাটের সমর্থনে ব্যাট ধরে রোহিত বললেন, "আমার মনে হয় সংবাদমাধ্যম কোহলির বিষয়ে একটু চুপ থাকলে ভাল হয়। ওর সমস্যা ও নিজেই সামলে নিতে পারবে। এক দশকের বেশি সময় ধরে আর্ন্তজাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা জানে কীভাবে চাপ সামলাতে হয়। বিরাটের উপর চাপ সংবাদমাধ্যমরেই তৈরি করা। তাই আপনারা যদি একটু চুপ থাকেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে হয় ৷"

সবে সবে শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম ৷ দু'দিন বাদেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবে মনসংযোগ বিঘ্ন হওয়ার শঙ্কা রয়ে যাচ্ছে। রোহিত শর্মা বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। তবে ভারত অধিনায়ক জানালেন, আপাতত মনসংযোগ জাতীয় দলেই রাখতে হবে। প্রত্যেকেই পেশাদার হওয়ায় নিজেদেক কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল ৷

আরও পড়ুন : India vs West Indies : টি-20 সিরিজেও লক্ষ্য ‘ক্যারিবিয়ান বধ’, প্রথমবার ইডেন দেখবে অধিনায়ক রোহিতকে

দলে আবার একাধিক নতুন মুখ। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল কতটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে? ইডেনের বরপুত্র বলছেন, "দলের বেশ কিছু খামতি রয়েছে। সেগুলো দ্রুত মিটিয়ে ফেলতে হবে।" টি-20 বিশ্বকাপের জন্য প্রত্যেক ক্রিকেটারকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। পাশাপাশি কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের প্রশংসা রোহিতের মুখে (Rohit Sharma praises Kuldeep Yadav and Yuzvendra Chahal)। তাঁর আশা, অতীতের মত কুল-চা জুটি ফের দলের পক্ষে কার্যকরী হয়ে উঠবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.