ETV Bharat / sports

ICC World Cup 2023: ‘190 রানের পিচ নয়’, বোলার্স ডে-আউটে তৃপ্ত ক্যাপ্টেন রোহিত

একদশক আগেই লড়াইটা ছিল ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং ৷ যদিও এখন ছবিটা আলাদা ৷ বদলেছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট ৷ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যেক বোলারের দুরন্ত পারফরম্যান্সে তৃপ্ত রোহিত শর্মা ৷ দলের বোলারদেরই যাবতীয় কৃতিত্ব দিলেন অধিনায়ক ৷

ICC World Cup
বোলার্স ডে-আউটে তৃপ্ত রোহিত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 10:56 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর: পাটা না-হলেও ব্যাটারদেরই বেশি সুবিধা দেয় মোতেরার বাইশ গজ ৷ সেই পিচেই 200 রানের আগেই গুটিয়ে গিয়েছে পাকিস্তান ৷ ব্যাটিং সহায়ক পিচে বাবর আজম, ইফতিকার আহমেদ সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দেওয়া যেকোনও বোলিং লাইন-আপের কাছেই কৃতিত্বের ৷ কঠিন ম্যাচ সহজে জিতে দলের বোলারদেরই যাবতীয় কৃতিত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 135 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 56 বার ৷ পাকিস্তানের এগিয়ে থাকার মূল ভিত্তি তাদের বোলিং, বিশেষ করে পেস বিভাগ ৷ একদশক আগেই লড়াইটা ছিল ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং ৷ যদিও এখন ছবিটা আলাদা ৷ বদলেছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট ৷

পাকিস্তানের বিরুদ্ধে এদিন শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ তারপর জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা সমানভাগে উইকেট ভাগ করে নিয়েছেন ৷ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যেক বোলারের দুরন্ত পারফরম্যান্সে তৃপ্ত অধিনায়ক রোহিত ৷ ম্যাচের পর হিটম্যান বলেন, ‘‘আমরা প্রাথমিকভাবে পিচ দেখে 280 পর্যন্ত উঠতে পারে ভেবেছিলাম ৷ বোলাররা সেটাই 100 রান কমিয়ে দিল ৷ প্রত্যেকে নিজের কাজটা করে দেখিয়েছে ৷’’

যদিও জয়ের তৃপ্তিকে ঘাড়ে চেপে বসতে দিতে নারাজ ক্যাপ্টেন ৷ রোহিতের কথায়, ‘‘এটা একটা ম্যাচ ছিল ৷ আরও অনেক খেলা বাকি ৷ ফলে এখনই আনন্দে ভেসে যাওয়ায় সময় নয় ৷ এই জয়ের রেশ, আমাদের প্রত্যেকের পারফরম্যান্সটা ধরে রাখতে হবে ৷’’

পরিশ্রমই সফলতার চাবি: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন বুমরা ৷ দলের অন্যতম বোলিং ভরসা 7 ওভারে খরচ করেছেন মাত্র 19 রান ৷ তুলে নিয়েছেন মহম্মদ রিজওয়ান ও শাদাব খানের গুরুত্বপূর্ণ উইকেট ৷ জসপ্রীত বলেন, ‘‘জয় পেয়ে ভালো লাগছে ৷ এই পারফরম্যান্স আমাদের পরিশ্রমের ফসল ৷ আমরা আজকে যা যা করতে চেয়েছি তাই করতে পেরেছি ৷’’

আরও পড়ুন: আমেদাবাদে জোড়া 8-0 ! মেগা ম্যাচে নয়া নজির টিম ইন্ডিয়ার

অন্যদিকে 30 ওভার পর্যন্ত 2 উইকেটে 155 রানে খেলছিল পাকিস্তান ৷ শুরুটাও ভালোই করেছিল ‘মেন ইন গ্রিন’ ৷ সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাবরদের ব্যাটিং লাইন-আপ ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝপথে মোমেন্টাম হারিয়ে হতাশ অধিনায়ক বাবর আজম ৷ ভারতের বিরুদ্ধে গো-হারা হেরে দলকেই দুষলেন ক্যাপ্টেন ৷

আমেদাবাদ, 14 অক্টোবর: পাটা না-হলেও ব্যাটারদেরই বেশি সুবিধা দেয় মোতেরার বাইশ গজ ৷ সেই পিচেই 200 রানের আগেই গুটিয়ে গিয়েছে পাকিস্তান ৷ ব্যাটিং সহায়ক পিচে বাবর আজম, ইফতিকার আহমেদ সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দেওয়া যেকোনও বোলিং লাইন-আপের কাছেই কৃতিত্বের ৷ কঠিন ম্যাচ সহজে জিতে দলের বোলারদেরই যাবতীয় কৃতিত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 135 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 56 বার ৷ পাকিস্তানের এগিয়ে থাকার মূল ভিত্তি তাদের বোলিং, বিশেষ করে পেস বিভাগ ৷ একদশক আগেই লড়াইটা ছিল ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং ৷ যদিও এখন ছবিটা আলাদা ৷ বদলেছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট ৷

পাকিস্তানের বিরুদ্ধে এদিন শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ তারপর জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা সমানভাগে উইকেট ভাগ করে নিয়েছেন ৷ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যেক বোলারের দুরন্ত পারফরম্যান্সে তৃপ্ত অধিনায়ক রোহিত ৷ ম্যাচের পর হিটম্যান বলেন, ‘‘আমরা প্রাথমিকভাবে পিচ দেখে 280 পর্যন্ত উঠতে পারে ভেবেছিলাম ৷ বোলাররা সেটাই 100 রান কমিয়ে দিল ৷ প্রত্যেকে নিজের কাজটা করে দেখিয়েছে ৷’’

যদিও জয়ের তৃপ্তিকে ঘাড়ে চেপে বসতে দিতে নারাজ ক্যাপ্টেন ৷ রোহিতের কথায়, ‘‘এটা একটা ম্যাচ ছিল ৷ আরও অনেক খেলা বাকি ৷ ফলে এখনই আনন্দে ভেসে যাওয়ায় সময় নয় ৷ এই জয়ের রেশ, আমাদের প্রত্যেকের পারফরম্যান্সটা ধরে রাখতে হবে ৷’’

পরিশ্রমই সফলতার চাবি: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বল হাতে নজর কেড়েছেন বুমরা ৷ দলের অন্যতম বোলিং ভরসা 7 ওভারে খরচ করেছেন মাত্র 19 রান ৷ তুলে নিয়েছেন মহম্মদ রিজওয়ান ও শাদাব খানের গুরুত্বপূর্ণ উইকেট ৷ জসপ্রীত বলেন, ‘‘জয় পেয়ে ভালো লাগছে ৷ এই পারফরম্যান্স আমাদের পরিশ্রমের ফসল ৷ আমরা আজকে যা যা করতে চেয়েছি তাই করতে পেরেছি ৷’’

আরও পড়ুন: আমেদাবাদে জোড়া 8-0 ! মেগা ম্যাচে নয়া নজির টিম ইন্ডিয়ার

অন্যদিকে 30 ওভার পর্যন্ত 2 উইকেটে 155 রানে খেলছিল পাকিস্তান ৷ শুরুটাও ভালোই করেছিল ‘মেন ইন গ্রিন’ ৷ সেখান থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাবরদের ব্যাটিং লাইন-আপ ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝপথে মোমেন্টাম হারিয়ে হতাশ অধিনায়ক বাবর আজম ৷ ভারতের বিরুদ্ধে গো-হারা হেরে দলকেই দুষলেন ক্যাপ্টেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.