ETV Bharat / sports

Rohit Surpasses Yuvraj: যুবরাজকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকালেন হিটম্যান, কোহলি ভাঙলেন গেইলের রেকর্ড - Rohit Sharma

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচে অর্ধশতরান করলেন 'স্কাই' এবং 'হিটম্যান' ৷ রানে ফেরার পাশাপাশি এদিন এসসিজি-তে একটি নজিরও গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৷ অন্যদিকে গেইলকে টপকালেন বিরাট ৷

Rohit Surpasses Yuvraj
যুবরাজকে টপকে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকালেন হিটম্যান
author img

By

Published : Oct 27, 2022, 5:14 PM IST

সিডনি, 27 অক্টোবর: ভারতকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব হবে, এমনটা প্রত্য়াশা করেননি অতি বড় নেদারল্যান্ডস সমর্থকও ৷ অন্যদিকে অপেক্ষাকৃত সহজ ম্যাচ হলেও সিডনিতে ডাচ-যুদ্ধে নামার আগে ভারতীয় ম্য়ানেজমেন্ট চিন্তায় ছিল দলের টপ-অর্ডার নিয়ে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেই চিন্তা কমল অনেকটাই ৷ কেএল রাহুল রান না-পেলেও রান এল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে ৷ বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচে অর্ধশতরান করলেন 'স্কাই' এবং 'হিটম্যান' ৷ রানে ফেরার পাশাপাশি এদিন এসসিজি-তে একটি নজিরও গড়লেন ভারত অধিনায়ক ৷

যুবরাজ সিং-কে টপকে বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরটা নিজের নামে করে নিলেন মুম্বইকর (Rohit Sharma breaks Yuvraj Singhs record) ৷ সিডনিতে এদিন 53 রানের ইনিংস খেলার পথে 3টি ছক্কা হাঁকান রোহিত ৷ আর তৃতীয় ছক্কাটি মেরেই কুড়ি-বিশের বিশ্বকাপে 34টি ছক্কার নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক ৷ যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৷ এতদিন এই নজির ছিল যুবরাজ সিংয়ের (33) নামে ৷

কেবল অধিনায়ক নন, রেকর্ড গড়লেন প্রাক্তন অধিনায়কও ৷ পাক ম্যাচে কোহলির দুরন্ত ব্যাটিং প্রদর্শন জারি রইল ডাচ ম্যাচেও ৷ এদিন অপরাজিত 62 রানের ইনিংস এল গ্রহের অন্যতম সেরা ব্যাটারের ব্যাট থেকে ৷ আর অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে গেলেন বিরাট (Virat Surpasser Gayle to become the second highest run getter in t20 wc) ৷ টপকে গেলেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইলকে ৷

আরও পড়ুন: 'পাক বধে'র পর ডাচদের গুড়িয়ে দিল রোহিতের ভারত

টি-20 বিশ্বকাপে গেইলের সংগ্রহে রয়েছে 965 রান ৷ এলিট লিস্টে দ্বিতীয়স্থানে থাকা বিরাটের নামের পাশে এখন টি-20 বিশ্বকাপে 989 রান ৷ সক্রিয় ক্রিকেটার হিসেবে শীর্ষে বিরাটই ৷ তবে সামগ্রিকভাবে তালিকার শীর্ষে রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে (1016 রান) ৷

সিডনি, 27 অক্টোবর: ভারতকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সম্ভব হবে, এমনটা প্রত্য়াশা করেননি অতি বড় নেদারল্যান্ডস সমর্থকও ৷ অন্যদিকে অপেক্ষাকৃত সহজ ম্যাচ হলেও সিডনিতে ডাচ-যুদ্ধে নামার আগে ভারতীয় ম্য়ানেজমেন্ট চিন্তায় ছিল দলের টপ-অর্ডার নিয়ে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সেই চিন্তা কমল অনেকটাই ৷ কেএল রাহুল রান না-পেলেও রান এল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে ৷ বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সঙ্গে নেদারল্যান্ডস ম্যাচে অর্ধশতরান করলেন 'স্কাই' এবং 'হিটম্যান' ৷ রানে ফেরার পাশাপাশি এদিন এসসিজি-তে একটি নজিরও গড়লেন ভারত অধিনায়ক ৷

যুবরাজ সিং-কে টপকে বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরটা নিজের নামে করে নিলেন মুম্বইকর (Rohit Sharma breaks Yuvraj Singhs record) ৷ সিডনিতে এদিন 53 রানের ইনিংস খেলার পথে 3টি ছক্কা হাঁকান রোহিত ৷ আর তৃতীয় ছক্কাটি মেরেই কুড়ি-বিশের বিশ্বকাপে 34টি ছক্কার নজির গড়ে ফেলেন ভারত অধিনায়ক ৷ যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৷ এতদিন এই নজির ছিল যুবরাজ সিংয়ের (33) নামে ৷

কেবল অধিনায়ক নন, রেকর্ড গড়লেন প্রাক্তন অধিনায়কও ৷ পাক ম্যাচে কোহলির দুরন্ত ব্যাটিং প্রদর্শন জারি রইল ডাচ ম্যাচেও ৷ এদিন অপরাজিত 62 রানের ইনিংস এল গ্রহের অন্যতম সেরা ব্যাটারের ব্যাট থেকে ৷ আর অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়ে গেলেন বিরাট (Virat Surpasser Gayle to become the second highest run getter in t20 wc) ৷ টপকে গেলেন 'ইউনিভার্স বস' ক্রিস গেইলকে ৷

আরও পড়ুন: 'পাক বধে'র পর ডাচদের গুড়িয়ে দিল রোহিতের ভারত

টি-20 বিশ্বকাপে গেইলের সংগ্রহে রয়েছে 965 রান ৷ এলিট লিস্টে দ্বিতীয়স্থানে থাকা বিরাটের নামের পাশে এখন টি-20 বিশ্বকাপে 989 রান ৷ সক্রিয় ক্রিকেটার হিসেবে শীর্ষে বিরাটই ৷ তবে সামগ্রিকভাবে তালিকার শীর্ষে রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে (1016 রান) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.