মুম্বই, 7 জানুয়ারি: কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার হল ঋষভ পন্তের (Rishabh Pants knee surgery successful) ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবারই অস্ত্রোপচার হয়েছে গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় স্টাম্পার-ব্যাটারের ৷ বিশেষ মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকা পন্ত দ্রুত সুস্থ বলেই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই (ANI) ৷
গত বুধবারই দেরাদুনের ম্যাক্স হাসপাতাল থেকে এয়ারলিফটে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে আসা হয় পন্তকে (Rishabh Pant airlifted to Mumbai on Wednesday) ৷ ভারতীয় স্টাম্পার-ব্যাটারের যে পায়ে লিগামেন্ট ছিঁড়েছে এবং তাঁকে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হবে, তা সেদিনই বিবৃতি জারি করে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ হাসপাতালের স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান একইসঙ্গে অ্যান্থ্রোস্কপি বিভাগের ডিরেক্টর ডঃ দিলশ পারদিওয়ালার অধীনে পন্ত চিকিৎসারত রয়েছেন বলে জানানো হয়েছিল সেই বিবৃতিতে ৷
উল্লেখ্য, উইকেটরক্ষক ব্যাটারের চিকিৎসাকালীন যাবতীয় দেখভাল যে ভারতীয় ক্রিকেট বোর্ড করবে, তা আগেই জানানো হয়েছিল ৷ সেখানে জানানো হয়েছিল পন্তের ডান হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি গোড়ালি এবং পিঠে চোট রয়েছে বলে জানানো হয়েছিল ৷ কপালেও তিবনি আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছিল বোর্ডের বিবৃতিতে ৷
আরও পড়ুন: মুম্বইয়ে চিকিৎসাধীন ঋষভ পন্ত, শীঘ্রই হবে লিগামেন্টের অস্ত্রোপচার
গত 30 ডিসেম্বর দিল্লি থেকে রুরকি ফেরার পথে হামাদপুর ঝালের কাছে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন পন্ত (Pant met a fatal rosd accident on 30th December) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় ক্রিকেটারের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে ৷ পরবর্তীতে দাউ দাউ করে জ্বলে যায় মার্সিডিজটি ৷ গাড়ির জানালার কাঁচ ভেঙে কোনওক্রমে বাইরে বেরিয়ে আসেন পন্ত ৷