কলকাতা, 8 নভেম্বর: বৃহস্পতিবার কলকাতায় আসছেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিট্যালসের আইপিএলের প্রস্তুতি বুধবার থেকে কলকাতায় শুরু হল। চার দিনের প্রস্তুতি শিবির। প্রথম দিন উপস্থিত ছিলেন দিল্লি ক্যাপিট্যালসের কোচ রিকি পন্টিং, দলের পরামর্শদাতা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ব্যাটিং কোচ প্রবীণ আমরে।
প্রথমবার কলকাতায় দিল্লি ক্যাপিট্যালসের শিবিরে এলেন রিকি পন্টিং। সেদিক থেকে আইপিএলের প্রস্তুতির প্রথম পর্ব থেকে কোনও ফাঁক রাখতে চাইছে না দিল্লি ক্যাপিট্যালস। চারদিনের প্রস্তুতি শিবিরের প্রথম দিন মুকেশ কুমার, ইশান পোড়েল,মনীশ পাণ্ডে, অভিষেক পোড়েল, সুদীপ ঘরামিরা উপস্থিত ছিলেন। তবে চারদিনের প্রস্তুতির মূল আকর্ষণের কেন্দ্রে ঋষভ পন্থের উপস্থিতি। বুধবার রাতে তিনি শহরে পা দিয়েছেন। দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
বিশ্বকাপে ভারতীয় দল দাপুটে পারফরম্যান্স করে চলেছে। দুর্ঘটনার শিকার না-হলে পন্থ নিশ্চিতভাবে দলে থাকতেন। সবকিছু ভুলে পন্থ সুস্থ হয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি সেরেছেন । ওখানে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন । কিন্তু প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলেননি। আইপিএলের প্রস্তুতি শুরু করেছে দিল্লি ক্যাপিট্যালস। সেই শিবিরে যোগ দিয়েই ঋষভ পন্থ প্রতিযোগিতা মূলক খেলার প্রস্তুতি শুরু করতে চলেছেন এবং তা শুরু করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের কড়া নজরদারিতে।
আরও পড়ুন: শুভমনের হাতে 'বাবর সাম্রাজ্যে'র পতন, ব়্যাংকিংয়ে শীর্ষে পৌঁছে সচিন-কোহলিদের এলিট ক্লাবে গিল
এদিকে দিল্লি ক্যাপিট্যালস প্রস্তুতির অঙ্গ হিসেবে বাংলা দলের সঙ্গে দুটো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেক্ষেত্রে ঋষভ পন্থকে দেখে নেওয়ার সুযোগ থাকছে। এদিকে নতুন মরসুমে আইপিএলের নিলাম থেকে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে নিতে আগ্রহী দিল্লি ক্যাপিট্যালস । 19 ডিসেম্বর সম্ভবত দুবাইয়ে আইপিএলের নিলাম ।