নয়া দিল্লি, 8 মে : করোনা কালে অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসার সামগ্রি কেনার জন্য আর্থিক সাহায্য করলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ তিনি আরও জানান, গ্রাম ও শহরতলিতে প্যানডেমিকের বিরুদ্ধে লড়াই করতে কোনও সংগঠনের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন ৷
সোশাল মিডিয়ায় ঋষভ পন্থ বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতের পরিস্থিতি দেখে তিনি বিচলিত ৷ সামনের সারির করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি ৷ তিনি আরও বলেন, এই সময়ে সবাই একসঙ্গে কাজ করতে হবে ৷ তবেই করোনার বিরুদ্ধে লড়াই করা যাবে ৷
টুইটারে ঋষভ লেখেন, ‘‘দেশ এখন ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে ৷ এটা আমাকে বিচলিত করে ৷ গতবছর থেকে অনেকেই নিজের কাছের মানুষকে হারাতে দেখেছে ৷ যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের জন্য প্রার্থনা করি ৷ খেলতে গিয়ে আমি যেটা শিখেছি, সেটা হল একসঙ্গে লড়াই করার শক্তি ৷ আমি আমাদের সামনের সারির যোদ্ধাদের, যাঁরা গতবছর থেকে আমাদের সেবা করে চলেছেন, স্যালুট জানাই ৷ যদিও এই প্যানডেমিক থেকে উদ্ধার পেতে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে ৷’’
- — Rishabh Pant (@RishabhPant17) May 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Rishabh Pant (@RishabhPant17) May 8, 2021
">— Rishabh Pant (@RishabhPant17) May 8, 2021
আরও পড়ুন : ভ্যাকসিনের প্রথম ডোজ় নিলেন সস্ত্রীক অজিঙ্কা রাহানে
তিনি আরও লেখেন, ‘‘ আমি হেমকুন্ত ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সাহায্য করছি, যাতে অক্সিজেন সিলিন্ডার কেনা যায় ৷ আমি এই ফাউন্ডেশনের সঙ্গে প্যানডেমিকের সময় আরও কাজ করতে চাই ৷’’