ডাবলিন, 19 অগস্ট: আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজের প্ৰথম ম্যাচে শুক্রবার জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ করেছেন রিঙ্কু সিং। আইপিএলের ষোড়শ মরশুমে কেকেআরের হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছিল ক্রিকেট অনুরাগীদের ৷ এবার টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটিয়ে স্বপ্নপূরণ করলেন আলিগড়ের ক্রিকেটার ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন টিম ইন্ডিয়ার স্বপ্নের উড়ানে চেপে আয়ারল্যান্ডে রওনা দিয়েছিলেন। আর শুক্রবার টি-20 সিরিজের প্রথম ম্যাচে রিঙ্কুর হাতে ক্যাপ তুলে দেন অধিনায়ক জসপ্রীত বুমরা ৷ তাঁর এই স্বপ্নপূরণের কৃতিত্ব মা'কেই দেন রিঙ্কু ৷ ম্যাচের পর বাঁ-হাতি মারকুটে ব্যাটার জানান, তিনি মায়ের স্বপ্নপূরণ করছেন ৷
সম্প্রতি তাঁর প্রতিক্রিয়ায় রিঙ্কু সিং জানিয়েছিলেন, তাঁর ভারতীয় দলে ডাক পাওয়ার খবর শুনে তার পরিবারের সদস্যরা খুবই খুশি হয়েছিলেন। এছাড়াও তাঁর মায়ের দেওয়া উপদেশের কথাও সেখানে জানিয়েছেন তিনি। বাঁ-হাতি ব্যাটার সংবাদমাধ্য়মকে আরও বলেন, "আমি যে লক্ষ্যটি প্ৰথমে অর্জন করতে চেয়েছিলাম, সেটি আমি অর্জন করে ফেলেছি ৷ অর্থাৎ, আমি ভারতীয় দলে নির্বাচিত হতে পেরেছি। এখানে আমি আমার সামর্থ্যের মধ্যে সবকিছু করব, দলের কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য আমার 100 শতাংশ দেব এবং আমি যতদিন পারব সেটা করে যাব।"
শুধু আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ নয়। আসন্ন হ্যাংঝাউ এশিয়ান গেমসের দলেও সুযোগ পেয়েছেন রিঙ্কু। এশিয়ান গেমসে সুযোগের পর আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেন নির্বাচকরা। জসপ্রীত বুমরাহ নেতৃত্বে তরুণদের নিয়ে তৈরি দলে সুযোগ পান রিঙ্কু। পরবর্তীতে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন রিঙ্কু। তার আগেই আয়ারল্যান্ড সিরিজে অভিষেক করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন নাইট তারকা।
2023 আইপিএলে 14টি ম্যাচ খেলে 474 রান করেছিলেন রিঙ্কু। 59.25 গড় এবং 149.53 স্ট্রাইক রেটে ব্যাট করা রিঙুর জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে সরব হয়েছিলেন অনেকেই। যদিও ভারতীয় দলে সুযোগ পেতে সময় নেননি রিঙ্কু ৷ যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি রিঙ্কু সিং। দ্বিতীয় ইনিংস চলাকালীন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়।এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত জেতে 2 রানে ৷
আরও পড়ুন: ডাকওয়ার্থ-লুইস নিয়মে 2 রানে আয়ারল্যান্ডকে হারাল ভারত