ETV Bharat / sports

ICC World Cup 2023: স্টইনিসকে খেলানোর পক্ষপাতী নন, ইডেনের সেমিফাইনালে পান্টারের ভোট লাবুশানের দিকে - ইডেন গার্ডেন্স

Ricky Ponting on Ausrtalia's Combination in ICC Cricket World Cup Semi-final: ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে ফিরবেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ কিন্তু, তাঁর কামব্যাকে লাবুশানের উপর কোপ পড়ুক চান না বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ৷

Image Courtesy: Cricket Australia X
Image Courtesy: Cricket Australia X
author img

By PTI

Published : Nov 13, 2023, 9:49 PM IST

কলকাতা, 13 নভেম্বর: মিডল-অর্ডারে মার্কাস স্টইনিসের থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন মার্নস লাবুশান ৷ এমনটাই মনে করেন দু’বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ৷ বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে ৷ তবে তিনি সেমিফাইনালে ফিরবেন ৷ সেখানে গত ম্যাচে খেলা মার্নস লাবুশান এবং মার্কস স্টইনিসের মধ্যে বসতে হবে একজনকে ৷ তাই রিকি পন্টিংয়ের মতে, স্টইনিসের থেকে লাবুশান অনেক বেশি যোগ্য প্রথম একাদশে থাকার নিরিখে ৷

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্র্যাম্প নিয়ে 201 রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল ৷ দল সেমিফাইনালে কোয়ালিফাই করে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ আগামী বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অজিদের প্রতিপক্ষ প্রোটিয়ারা ৷ লিগ পর্যায়ে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল অজিদের ৷ কিন্তু, সেই ম্যাচের ধাক্কা কাটিয়ে পরপর সাত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্যাঙারু শিবির ৷

এই বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের পর মার্নাস লাবুশান অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ৷ কিন্তু, স্টইনিস এবং লাবুশানের মধ্যে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটারের দিকেই পন্টিংয়ের ভোট রয়েছে ৷ তিনি বলেন, ‘আমি হলে লাবুশানকে দলে রাখতাম ৷ আমরা দেখেছি অস্ট্রেলিয়া আগে মিচেল মার্শের দিকে গিয়েছিল বোলিংয়ের সময় ৷ যেখানে মার্কস স্টইনিসও ছিলেন ৷’’ এক্ষেত্রে ভারতের শক্তিশালী মিডল-অর্ডারকে উদারহণ হিসেবে তুলে ধরেছেন পান্টার ৷

তিনি বলেন, ‘‘যদি আপনারা এই বিশ্বকাপে পরিসংখ্যান দেখেন, তাহলে ও (মার্নস লাবুশান) মোটেই খারাপ পারফর্ম করেনি, দলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে ৷ আর আমি জানি, এই বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলিতে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি ৷ ওরা সঠিক কাজটা করতে পারেনি ৷ তাই সেই ভুলগুলি এখনই শোধরাতে হবে ৷’’ পন্টিংয়ের মতে, অস্ট্রেলিয়াকে 11-40 এই তিরিশ ওভারে বেশি উইকেট হারালে চলবে না ৷ এই বিশ্বকাপে অজিরা এই সময়ে 12টির বেশি উইকেট হারিয়েছে ৷ যা পরবর্তী সময়ে সমস্যা তৈরি করেছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. 'রং-ফুটেড' বিরাটে মাতল চিন্নাস্বামী, স্পিনের ভেলকি রোহিত-শুভমনদের
  2. লিগের শেষ ম্যাচে সেরা ফিল্ডার সূর্য, ঘোষণা করলেন মাঠ কর্মীরা

কলকাতা, 13 নভেম্বর: মিডল-অর্ডারে মার্কাস স্টইনিসের থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন মার্নস লাবুশান ৷ এমনটাই মনে করেন দু’বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ৷ বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলকে ৷ তবে তিনি সেমিফাইনালে ফিরবেন ৷ সেখানে গত ম্যাচে খেলা মার্নস লাবুশান এবং মার্কস স্টইনিসের মধ্যে বসতে হবে একজনকে ৷ তাই রিকি পন্টিংয়ের মতে, স্টইনিসের থেকে লাবুশান অনেক বেশি যোগ্য প্রথম একাদশে থাকার নিরিখে ৷

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্র্যাম্প নিয়ে 201 রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল ৷ দল সেমিফাইনালে কোয়ালিফাই করে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ আগামী বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অজিদের প্রতিপক্ষ প্রোটিয়ারা ৷ লিগ পর্যায়ে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল অজিদের ৷ কিন্তু, সেই ম্যাচের ধাক্কা কাটিয়ে পরপর সাত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্যাঙারু শিবির ৷

এই বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের পর মার্নাস লাবুশান অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ৷ কিন্তু, স্টইনিস এবং লাবুশানের মধ্যে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটারের দিকেই পন্টিংয়ের ভোট রয়েছে ৷ তিনি বলেন, ‘আমি হলে লাবুশানকে দলে রাখতাম ৷ আমরা দেখেছি অস্ট্রেলিয়া আগে মিচেল মার্শের দিকে গিয়েছিল বোলিংয়ের সময় ৷ যেখানে মার্কস স্টইনিসও ছিলেন ৷’’ এক্ষেত্রে ভারতের শক্তিশালী মিডল-অর্ডারকে উদারহণ হিসেবে তুলে ধরেছেন পান্টার ৷

তিনি বলেন, ‘‘যদি আপনারা এই বিশ্বকাপে পরিসংখ্যান দেখেন, তাহলে ও (মার্নস লাবুশান) মোটেই খারাপ পারফর্ম করেনি, দলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে ৷ আর আমি জানি, এই বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝের ওভারগুলিতে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি ৷ ওরা সঠিক কাজটা করতে পারেনি ৷ তাই সেই ভুলগুলি এখনই শোধরাতে হবে ৷’’ পন্টিংয়ের মতে, অস্ট্রেলিয়াকে 11-40 এই তিরিশ ওভারে বেশি উইকেট হারালে চলবে না ৷ এই বিশ্বকাপে অজিরা এই সময়ে 12টির বেশি উইকেট হারিয়েছে ৷ যা পরবর্তী সময়ে সমস্যা তৈরি করেছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. 'রং-ফুটেড' বিরাটে মাতল চিন্নাস্বামী, স্পিনের ভেলকি রোহিত-শুভমনদের
  2. লিগের শেষ ম্যাচে সেরা ফিল্ডার সূর্য, ঘোষণা করলেন মাঠ কর্মীরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.