ETV Bharat / sports

Ravichandran Ashwin : তিন ম্যাচের ফাইনাল নিয়ে বিরাট মতামত জানিয়েছেন, দাবি করেননি : অশ্বিন - রবিচন্দ্রন অশ্বিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে থাকা ভারতীয় ক্রিকেটারদের তিন সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে ৷ এরপর 14 জুলাই তাঁরা ফের একত্রিত হবেন ৷ ও বায়ো-বাবলে যাবেন ৷ 4 আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবেন বিরাটরা ৷

অশ্বিন
অশ্বিন
author img

By

Published : Jul 2, 2021, 5:33 PM IST

লন্ডন, 2 জুলাই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের হওয়া উচিত ৷ এতে বোঝা যাবে প্রকৃত সেরা কে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এমন কথা বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে এবার কোহলি পাশে পেলেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে ৷ ভারতীয় স্পিনার বলেন, কোহলি যা বলেছিল সেটা সম্পূর্ণ ওর মতামত ছিল ৷ কখনই ও সেটা দাবি করেনি ৷

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘‘ আমি শুনেছি লোককে বলতে, বিরাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি ফাইনাল ম্যাচ করার কথা বলেছেন ৷ কিন্তু এটি হাস্যকর ৷ ম্যাচ শেষ হওয়ার পর মাইকেল আথারটন বিরাটকে জিজ্ঞাসা করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আলাদা কিছু করা যেতে পারে ৷ সেই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, যদি তিন ম্যাচ খেলা হয়, তাহলে গ্রহণযোগ্যতা বাড়ে ও দলগুলি কামব্যাক করতে পারে ৷ কিন্তু বিরাট কখনও কিছু দাবি করেননি ৷’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে থাকা ভারতীয় ক্রিকেটারদের তিন সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে ৷ এরপর 14 জুলাই তাঁরা ফের একত্রিত হবেন ৷ ও বায়ো-বাবলে যাবেন ৷ 4 আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে বিরাটরা ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : অলিম্পিক্সে ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা

অশ্বিন মনে করেন এই বিরতির দরকার ছিল ৷ বলেন, ‘‘ আমরা প্রথম থেকে বাবলে ছিলাম ৷ অনেকদিন পর আমরা বাবল থেকে বেরোতে পেরেছি ৷ তাজা বাতাস নিতে পারছি ৷’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হারের পর নিউজ়িল্যান্ডের জয় উদযাপন নিয়েও কথা বলেন অশ্বিন ৷ বলেন, ‘‘ ম্যাচের শেষে নিউজ়িল্যান্ড ড্রেসিংরুমে জয় উদযাপন করছিল ৷ যেটা দেখা সত্যি করেই খুব কঠিন ছিল ৷’’

লন্ডন, 2 জুলাই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের হওয়া উচিত ৷ এতে বোঝা যাবে প্রকৃত সেরা কে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এমন কথা বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে এবার কোহলি পাশে পেলেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে ৷ ভারতীয় স্পিনার বলেন, কোহলি যা বলেছিল সেটা সম্পূর্ণ ওর মতামত ছিল ৷ কখনই ও সেটা দাবি করেনি ৷

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘‘ আমি শুনেছি লোককে বলতে, বিরাট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি ফাইনাল ম্যাচ করার কথা বলেছেন ৷ কিন্তু এটি হাস্যকর ৷ ম্যাচ শেষ হওয়ার পর মাইকেল আথারটন বিরাটকে জিজ্ঞাসা করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আলাদা কিছু করা যেতে পারে ৷ সেই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, যদি তিন ম্যাচ খেলা হয়, তাহলে গ্রহণযোগ্যতা বাড়ে ও দলগুলি কামব্যাক করতে পারে ৷ কিন্তু বিরাট কখনও কিছু দাবি করেননি ৷’’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে থাকা ভারতীয় ক্রিকেটারদের তিন সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে ৷ এরপর 14 জুলাই তাঁরা ফের একত্রিত হবেন ৷ ও বায়ো-বাবলে যাবেন ৷ 4 আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে বিরাটরা ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : অলিম্পিক্সে ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা

অশ্বিন মনে করেন এই বিরতির দরকার ছিল ৷ বলেন, ‘‘ আমরা প্রথম থেকে বাবলে ছিলাম ৷ অনেকদিন পর আমরা বাবল থেকে বেরোতে পেরেছি ৷ তাজা বাতাস নিতে পারছি ৷’’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হারের পর নিউজ়িল্যান্ডের জয় উদযাপন নিয়েও কথা বলেন অশ্বিন ৷ বলেন, ‘‘ ম্যাচের শেষে নিউজ়িল্যান্ড ড্রেসিংরুমে জয় উদযাপন করছিল ৷ যেটা দেখা সত্যি করেই খুব কঠিন ছিল ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.