ETV Bharat / sports

ICC Test Ranking: অ্যান্ডারসনকে সরিয়ে টেস্ট ক্রিকেটে ফের পয়লা নম্বর অশ্বিন - আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিং

আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) ফের একনম্বরে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ জিমি অ্যান্ডারসনকে সরিয়ে 1 নম্বর জায়গা পুনর্দখল করলেন তিনি ৷

ICC Test Ranking ETV BHARAT
ICC Test Ranking
author img

By

Published : Mar 1, 2023, 6:29 PM IST

দুবাই, 1 মার্চ: ফের টেস্ট ক্রিকেটে একনম্বরে রবিচন্দ্রন অশ্বিন ৷ বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন তিনি (Ravichandran Ashwin now ICC Number One Test Bowler) ৷ ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসনকে টপকে ফের শীর্ষস্থান পুনর্দখল করলেন অশ্বিন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জেরেই ব়্যাংকিংয়ে উন্নতি দক্ষিণী স্পিনারের ৷ তালিকায় দু'নম্বরে নেমে গিয়েছেন ইংরেজ পেসার ৷ আর অশ্বিন তাঁর রেটিং পয়েন্ট বাড়িয়ে ফেব্রুয়ারি মাসের পারফরম্যান্সের জেরে পয়লা নম্বরে উঠে এসেছেন ৷

2015 সালে প্রথমবার আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন অশ্বিন ৷ এরপর একাধিকবার এক নম্বর টেস্ট বোলার হয়েছেন এই ফিঙ্গার স্পিনার ৷ কিন্তু গত কয়েকবছরে ব়্যাংকিংয়ে বেশ কিছুটা নীচের দিকেই ছিলেন ভারতীয় অফস্পিনার ৷ দিল্লি টেস্টের প্রথম ইনিংসে একই ওভারে মার্নাস ল্যাবুশান এবং স্টিভ স্মিথের উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ পরবর্তী সময়ে অ্যালেক্স ক্যারিকে শূন্যতে আউট করেন ৷ দ্বিতীয় ইনিংসেও টপ-অর্ডারের 3 উইকেট নেন তিনি ৷ এই ম্যাচে রবীন্দ্র জাদেজাও ম্যাচে 10 উইকেট নিয়েছিলেন ৷ তিনিও আইসিসি বোলারদের ক্রমতালিকায় একধাপ উঠে 8 নম্বরে রয়েছেন ৷

অন্যদিকে, জসপ্রীত বুমরা ব়্যাংকিংয়ে 4 নম্বরে রয়েছেন ৷ তবে, অশ্বিনের কাছে এক নম্বর জায়গাটা ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই টেস্টে ভালো পারফরম্যান্স করলে পয়লা নম্বর স্থানটা দীর্ঘ সময়ের জন্য সুনিশ্চিত করতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্সের সুবাদে গত সপ্তাহে প্রকাশিত ব়্যাংকিংয়ে প্যাট কামিন্সকে সরিয়ে 1 নম্বরে উঠেছিলেন জিমি অ্যান্ডারসন ৷ কিন্তু, তা বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: লোয়ার অর্ডারকে ব্যাট করার সুযোগ দিচ্ছে, রোহিতদের সমালোচনা গাভাসকরের

এদিন ভারত বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ৷ যেখানে অজিদের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়েছে ভারতীয় দল ৷ প্রথম ইনিংসে মাত্র 109 রান অলআউট হয়ে গিয়েছে ভারত ৷ জবাবে প্রথমদিনের শেষে অজিরা 47 রানে এগিয়ে রয়েছে ৷ তাদের স্কোর 4 উইকেট হারিয়ে 156 রান ৷ ভারতের সামনে দ্বিতীয় দিন কঠিন চ্যালেঞ্জ রয়েছে ৷

দুবাই, 1 মার্চ: ফের টেস্ট ক্রিকেটে একনম্বরে রবিচন্দ্রন অশ্বিন ৷ বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় 1 নম্বরে উঠে এসেছেন তিনি (Ravichandran Ashwin now ICC Number One Test Bowler) ৷ ইংল্যান্ড পেসার জিমি অ্যান্ডারসনকে টপকে ফের শীর্ষস্থান পুনর্দখল করলেন অশ্বিন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লি টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জেরেই ব়্যাংকিংয়ে উন্নতি দক্ষিণী স্পিনারের ৷ তালিকায় দু'নম্বরে নেমে গিয়েছেন ইংরেজ পেসার ৷ আর অশ্বিন তাঁর রেটিং পয়েন্ট বাড়িয়ে ফেব্রুয়ারি মাসের পারফরম্যান্সের জেরে পয়লা নম্বরে উঠে এসেছেন ৷

2015 সালে প্রথমবার আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন অশ্বিন ৷ এরপর একাধিকবার এক নম্বর টেস্ট বোলার হয়েছেন এই ফিঙ্গার স্পিনার ৷ কিন্তু গত কয়েকবছরে ব়্যাংকিংয়ে বেশ কিছুটা নীচের দিকেই ছিলেন ভারতীয় অফস্পিনার ৷ দিল্লি টেস্টের প্রথম ইনিংসে একই ওভারে মার্নাস ল্যাবুশান এবং স্টিভ স্মিথের উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ পরবর্তী সময়ে অ্যালেক্স ক্যারিকে শূন্যতে আউট করেন ৷ দ্বিতীয় ইনিংসেও টপ-অর্ডারের 3 উইকেট নেন তিনি ৷ এই ম্যাচে রবীন্দ্র জাদেজাও ম্যাচে 10 উইকেট নিয়েছিলেন ৷ তিনিও আইসিসি বোলারদের ক্রমতালিকায় একধাপ উঠে 8 নম্বরে রয়েছেন ৷

অন্যদিকে, জসপ্রীত বুমরা ব়্যাংকিংয়ে 4 নম্বরে রয়েছেন ৷ তবে, অশ্বিনের কাছে এক নম্বর জায়গাটা ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই টেস্টে ভালো পারফরম্যান্স করলে পয়লা নম্বর স্থানটা দীর্ঘ সময়ের জন্য সুনিশ্চিত করতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্সের সুবাদে গত সপ্তাহে প্রকাশিত ব়্যাংকিংয়ে প্যাট কামিন্সকে সরিয়ে 1 নম্বরে উঠেছিলেন জিমি অ্যান্ডারসন ৷ কিন্তু, তা বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: লোয়ার অর্ডারকে ব্যাট করার সুযোগ দিচ্ছে, রোহিতদের সমালোচনা গাভাসকরের

এদিন ভারত বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ৷ যেখানে অজিদের সামনে কঠিন পরীক্ষার মুখে পড়েছে ভারতীয় দল ৷ প্রথম ইনিংসে মাত্র 109 রান অলআউট হয়ে গিয়েছে ভারত ৷ জবাবে প্রথমদিনের শেষে অজিরা 47 রানে এগিয়ে রয়েছে ৷ তাদের স্কোর 4 উইকেট হারিয়ে 156 রান ৷ ভারতের সামনে দ্বিতীয় দিন কঠিন চ্যালেঞ্জ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.