ETV Bharat / sports

Ashwin overtakes Kumble: লায়নকে তুলে ছুঁলেন লায়নকেই, দুরন্ত স্পেলে কুম্বলেকেও টপকে গেলেন অশ্বিন - অনিল কুম্বলে

ঘরের মাঠে 26 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন । বর্ডার-গাভাসকর ট্রফিতে এই মুহূর্তে তাঁর নামের পাশে 113টি উইকেট । দু'য়ের নিরিখেই টপকে গেলেন অনিল কুম্বলেকে (Ashwin overtakes Kumbles Indian record) ।

Ashwin overtakes Kumble
Ashwin overtakes Kumble
author img

By

Published : Mar 10, 2023, 8:38 PM IST

আমেদাবাদ, 10 মার্চ: মোতেরায় ভারতের 'মাস্ট উইন' ম্যাচে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া । যদিও অজি ব্যাটারদের সাফল্যের দিনও ঝকঝকে রবিচন্দ্রন অশ্বিন । উসমান খোয়াজা-ক্যামেরন গ্রিন'দের দাপটেও তাঁর নামের পাশে 6টি উইকেট । সেইসঙ্গে একাধিক নজিরও গড়লেন দক্ষিণী ব্য়াটার । এই নিয়ে ঘরের মাঠে 26 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন তিনি (Ashwin picks 26th 5 wicket haul at home) । টপকে গেলেন আরেক কিংবদন্তি অনিল কুম্বলেকে (Ashwin overtakes Kumbles Indian record) ।

শুধু তাই নয়, বর্ডার-গাভাসকর ট্রফিতেও নয়া রেকর্ড গড়েছেন অশ্বিন । টড মরফিকে ফিরিয়ে ভারতীয়দের মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বোচ্চ উইকেট (112) পাওয়ার রেকর্ড গড়েছিলেন । নাথান লায়নের উইকেট নিয়ে শিকারের নিরিখে ছুঁয়ে ফেললেন লায়নকেই (Ashwin equal Nathan Lyon) । ইন্দো-অজি দ্বৈরথে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যুগ্মভাবে রয়েছেন অশ্বিন-লায়ন । দু'জনেরই নামের পাশে রয়েছে 113টি উইকেট (Ravichandran Ashwin scripts records against Australia) ।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজে এদিন 47.2 ওভার হাত ঘুরিয়েছেন তিনি । 15 ওভার মেডেন-সহ খরচ করেছেন 91 রান । প্রথম স্পেলে তুলে নিয়েছেন ট্র্যাভিস হেডকে । দ্বিতীয় দিনে আরও ভয়ংকর হয়ে ওঠেন রবি । প্যাভিলিয়নের পথ দেখান ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টড মরফি, নাথান লায়নকে ।

আরও পড়ুন: অজিদের পাঁচশোর আগেই বেঁধে অগ্নিপরীক্ষায় রোহিত-বিরাটরা

টেস্ট সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি সেরেছিল অস্ট্রেলিয়া । আলাদা করে অশ্বিনকে খেলার জন্য ছক কষেছিল । নেটে নিয়ে আসা হয়েছিল মহেশ পিটিয়াকে । গুজরাতেই এই অফ-স্পিনারের বোলিং স্টাইল অনেকটা রবিচন্দ্রনের মতোই । ফলে তাঁর বলে খেলেই অশ্বিনের ঘূর্ণি সামলানোর প্রস্তুতি নিয়েছিল টিম অস্ট্রেলিয়া । কিন্তু এই সিরিজে কিছুই কাজে আসেনি । ইতিমধ্যেই 24টি উইকেট তুলে নিয়েছেন তিনি ।

আরও পড়ুন: অ্যান্ডারসনকে সরিয়ে টেস্ট ক্রিকেটে ফের পয়লা নম্বর অশ্বিন

আমেদাবাদ, 10 মার্চ: মোতেরায় ভারতের 'মাস্ট উইন' ম্যাচে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া । যদিও অজি ব্যাটারদের সাফল্যের দিনও ঝকঝকে রবিচন্দ্রন অশ্বিন । উসমান খোয়াজা-ক্যামেরন গ্রিন'দের দাপটেও তাঁর নামের পাশে 6টি উইকেট । সেইসঙ্গে একাধিক নজিরও গড়লেন দক্ষিণী ব্য়াটার । এই নিয়ে ঘরের মাঠে 26 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেলেন তিনি (Ashwin picks 26th 5 wicket haul at home) । টপকে গেলেন আরেক কিংবদন্তি অনিল কুম্বলেকে (Ashwin overtakes Kumbles Indian record) ।

শুধু তাই নয়, বর্ডার-গাভাসকর ট্রফিতেও নয়া রেকর্ড গড়েছেন অশ্বিন । টড মরফিকে ফিরিয়ে ভারতীয়দের মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বোচ্চ উইকেট (112) পাওয়ার রেকর্ড গড়েছিলেন । নাথান লায়নের উইকেট নিয়ে শিকারের নিরিখে ছুঁয়ে ফেললেন লায়নকেই (Ashwin equal Nathan Lyon) । ইন্দো-অজি দ্বৈরথে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যুগ্মভাবে রয়েছেন অশ্বিন-লায়ন । দু'জনেরই নামের পাশে রয়েছে 113টি উইকেট (Ravichandran Ashwin scripts records against Australia) ।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইশ গজে এদিন 47.2 ওভার হাত ঘুরিয়েছেন তিনি । 15 ওভার মেডেন-সহ খরচ করেছেন 91 রান । প্রথম স্পেলে তুলে নিয়েছেন ট্র্যাভিস হেডকে । দ্বিতীয় দিনে আরও ভয়ংকর হয়ে ওঠেন রবি । প্যাভিলিয়নের পথ দেখান ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টড মরফি, নাথান লায়নকে ।

আরও পড়ুন: অজিদের পাঁচশোর আগেই বেঁধে অগ্নিপরীক্ষায় রোহিত-বিরাটরা

টেস্ট সিরিজ শুরুর আগে বেঙ্গালুরুতে প্রস্তুতি সেরেছিল অস্ট্রেলিয়া । আলাদা করে অশ্বিনকে খেলার জন্য ছক কষেছিল । নেটে নিয়ে আসা হয়েছিল মহেশ পিটিয়াকে । গুজরাতেই এই অফ-স্পিনারের বোলিং স্টাইল অনেকটা রবিচন্দ্রনের মতোই । ফলে তাঁর বলে খেলেই অশ্বিনের ঘূর্ণি সামলানোর প্রস্তুতি নিয়েছিল টিম অস্ট্রেলিয়া । কিন্তু এই সিরিজে কিছুই কাজে আসেনি । ইতিমধ্যেই 24টি উইকেট তুলে নিয়েছেন তিনি ।

আরও পড়ুন: অ্যান্ডারসনকে সরিয়ে টেস্ট ক্রিকেটে ফের পয়লা নম্বর অশ্বিন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.