কলকাতা, 10 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় পৌঁছলেন বাংলার দুই ক্রিকেটার রবি কুমার এবং অভিষেক পোড়েল (Ravi Kumar And Abhishek Porel Join Bengal Team)। রাজ্যে ফিরলেও বাড়ির পরিজনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কার্যত পাচ্ছেন না রবি, অভিষেকরা (Ravi Kumar And Abhishek Porel)। আজ, বৃহস্পতিবার রাতেই বাংলা দলের হয়ে রণজি ট্রফিতে প্রতিনিধিত্ব করার জন্য কটক উড়ে যেতে হবে তাঁদের ।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় তাদের প্রচারের আলোয় নিয়ে এসেছে। এবার আরও সামনে তাকাতে চায় ওরা দু'জন । তবে বিশ্বকাপের মত ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম একাদশে জায়গা করে নেওয়া সহজ ছিল না বলে জানিয়েছেন, তাঁরা। রবি কুমার একাদশে জায়গা পেলেও উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে ডাগ আউটে বসেই কাটাতে হয়েছে । বুধবার রাত সাড়ে দশটা কলকাতা বিমানবন্দরে পা দেওয়ার পর তাঁদের অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, যুগ্ম সচিব দেবব্রত দাস-সহ সিএবির অন্যান্য কর্তারা । বিমানবন্দরে তাঁদের শুভেচ্ছা জানানো হয় । পরে সিএবি দু'জনকেই সংবর্ধিত করবে ।
তরুণ ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেটে যাত্রা শুরু হচ্ছে রবি, অভিষেকদের । বিষয়টি নিয়ে দু'জনেই উত্তেজিত ৷ তবে সিনিয়র পর্যায়ের চ্যালেঞ্জের জন্য তৈরি দেশের এই দুই ক্রিকেট ভবিষ্যৎ ৷ তবে প্রতিযোগিতা কঠিন হলেও নিজেদের মেলে ধরার আরও সুযোগ পাবেন তাঁরা ৷ রবি কুমার বলছেন, "সিনিয়র পর্যায়ে ক্রিকেটটা আরও বেশি কঠিন । প্রতিযোগিতা যেমন বেশি মেলে ধরার সুযোগও বেশি ।"
আরও পড়ুন: বাংলা দলে অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী দলের দুই ক্রিকেটার
রাজ্যে ফেরার আগে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেট দল আমেদাবাদে পৌঁছেছিল। সেখানে ভারতীয় বোর্ডের তরফে সংবর্ধনা জানানো হয় । ইতিমধ্যেই এই দুই ক্রিকেটারকে বাংলার সিনিয়র দলে জায়গা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে । বাংলার সিনিয়র দলের সাপ্লাই লাইন ঠিক রাখার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার ব্যাপারটি রয়েছে এই পদক্ষেপের পিছনে ।