মুম্বই, 18 অক্টোবর : কাশ্মীর উপত্য়কায় নির্বিচারে হত্যা করা হচ্ছে সাধারণ নাগরিকদের ৷ বিগত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরে দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছেন ভিনরাজ্য়ের একাধিক শ্রমিক ৷ আগামী 24 অক্টোবর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে 'মেন ইন ব্লু'৷ তার আগে কাশ্মীরে ভিনরাজ্যের সাধারণ নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত বিসিসিআই'য়ের কাছে পুনর্বিবেচনার আর্জি এসেছিল বিভিন্ন মহল থেকে ৷ কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ৷
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে বিসিসিআই আইসিসি'র কাছে দায়বদ্ধ ৷ তাই উপত্যকার পরিস্থিতি যাই হোক আগামী 24 অক্টোবর বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা ৷ জানিয়ে দিলেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট ৷ কাশ্মীরে ভিনরাজ্য়ের সাধারণ নাগরিকদের উপর আক্রমণের প্রসঙ্গে রাজীব শুক্লা বলেন, "আমরা ঘটনার তীব্র নিন্দা করছি ৷ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলতে আমরা আন্তর্জাতিক স্তরে দায়বদ্ধ ৷ আইসিসির প্রতিযোগীতা আমরা কোনওভাবেই এড়িয়ে যেতে পারি না ৷"
আরও পড়ুন : বন্ধু দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে বসতে অস্বীকার ভিভিএসের
টি-20 বিশ্বকাপে ব্লকবাস্টার কনটেস্টের আগে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিং ৷ তলানিতে ঠেকা ভারত-পাক সম্পর্কের কথা স্মরণ করিয়ে বাবরদের বিরুদ্ধে কোহলিদের মাঠে নামার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিলেন তিনি ৷ ভারত-পাক ম্য়াচ বাতিলের দাবিতে সুর চড়িয়েছিলেন পঞ্জাবের এক মন্ত্রীও ৷