কলকাতা, 20 নভেম্বর : ক্রিকেটপ্রেমীরা বলে থাকেন ইডেনের 'বরপুত্র' তিনি ৷ দু'দশক আগে ক্রিকেটের স্বর্গোদ্য়ানে অস্ট্রেলিয়ার বিজয়রথ থেমেছিল তাঁর ব্য়াটেই ৷ ভিভিএস লক্ষ্মণের অপরাজিত 281 রানের পাশে রাহুল দ্রাবিড়ের 180 রানের ইনিংস আজীবন রয়ে যাবে ক্রিকেট অনুরাগীদের হৃদয়ে ৷ বিগত 20 বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল ৷ রাহুল দ্রাবিড় এখন ভারতীয় দলে কোচের হটসিটে ৷ সেদিনের টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের শহরে রবিবার কোচ হিসেবে মাঠে নামছেন তিনি ৷
সিরিজের ফয়সালা হয়ে যাওয়ায় তাগিদটা কম থাকলেও রবিবারের ম্য়াচ ঘিরে ইডেনে টিকিটের হাহাকার কান পাতলেই শোনা যাচ্ছে । যার অন্য়তম কারণ কোচ রাহুল দ্রাবিড় ৷ দুপুরে শহরে পা দিলেও দু'দলের কোনও ক্রিকেটারই প্র্যাকটিসমুখো হননি। তবে দাদার শহরে পৌঁছে পিচের চরিত্র বুঝতে দ্রাবিড় চলে যান তাঁর পয়মন্ত মাঠে ৷ সঙ্গী ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর ৷ তবে সবকিছুই নিয়মের জাতাকলে বাঁধা।
রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই উন্মাদনার ঝড় উঠেছে শহর জুড়ে। শনির বিকেলে ইডেনে সেই উন্মাদনা আরও প্রশ্রয় পেল 'জেন্টলম্য়ান' দ্রাবিড়কে দেখে ৷ তবে এই উন্মাদনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রিয় ঘটনা শহরের বুকে না-ঘটে সেজন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, ভারত-নিউজিল্যান্ড ম্য়াচ চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার একজন আধিকারিক। স্টেডিয়ামের ভিতর নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের কমব্যাট ফোর্সের পুলিশকর্মীরা।
আরও পড়ুন : একপেশে জয়ে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিল ভারত
এছাড়া ইডেনের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন চারজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অধিকারিক। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, স্ট্র্য়ান্ড রোড-সহ বাবুঘাটে রবিবার দুপুর 12 টা থেকে রাত 1টা পর্যন্ত সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে ৷ পাশাপাশি ময়দান, রবীন্দ্র সদন, এক্সাইড মোড় এবং রেড রোডে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।