ETV Bharat / sports

Speculation on Dravid : হিমাচলে যুব মোর্চার সভায় অংশ নিচ্ছেন না, বিজেপি যোগের জল্পনা ওড়ালেন দ্রাবিড় - Rahul Dravid dismisses report of attending BJP Yuva Morcha meetin

রাহুল দ্রাবিড় নাকি ধরমশালায় বিজেপি যুব মোর্চার সভায় যোগ দিচ্ছেন ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর জাতীয় দলের হেড কোচের গেরুয়া শিবিরে যোগদানের জোরাল জল্পনা তৈরি করেছিল ৷ কিন্তু সব জল্পনা ওড়ালেন 'দ্য ওয়াল' নিজেই (Rahul Dravid dismisses report of attending BJP Yuva Morcha meeting) ৷

Rahul Dravid
বিজেপি যোগের জল্পনা ওড়ালেন দ্রাবিড়
author img

By

Published : May 10, 2022, 10:48 PM IST

Updated : May 10, 2022, 11:09 PM IST

নয়াদিল্লি, 10 মে : নির্বাচনমুখী হিমাচল প্রদেশে চলতি সপ্তাহে নাকি বিজেপি যুব মোর্চার সভায় যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর জাতীয় দলের হেড কোচের গেরুয়া শিবিরে যোগদানের জোরাল জল্পনা তৈরি করেছিল ৷ কিন্তু সব জল্পনা ওড়ালেন 'দ্য ওয়াল' নিজেই ৷ জানালেন যুব মোর্চার কোনও সভায় তিনি অংশ নিচ্ছেন না (Rahul Dravid dismisses report of attending BJP Yuva Morcha meeting) ৷ তাঁর বিজেপিতে যোগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ৷

আগামী 12-15 মে ধরমশালায় বিজেপি যুব মোর্চার জাতীয় ওয়ার্কিং কমিটির সভায় যোগ দিচ্ছেন রাহুল শারদ দ্রাবিড় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দ্রাবিড়ের বিজেপি যোগদানের সম্ভাবনা উসকে দেয় ব্যাপকভাবে ৷ শুধু তাই নয়, ধরমশালার বিধায়ক বিশাল নেহরিয়াও স্বীকার করে নেন খবরের সত্যতা ৷ যুব মোর্চার সভা থেকে কোহলি-রোহিতদের কোচ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুবদের বার্তা দেবেন বলে জানান ধরমশালার বিধায়ক ৷

এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দ্রাবিড় সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "এক শ্রেণির সংবাদমাধ্যম বলছে যে আমি নাকি 12-15 মে হিমাচল প্রদেশের কোনও সভায় যোগ দিচ্ছি ৷ খবরটি পুরোপুরি মিথ্যে ৷ আমার মনে হয় এ ব্যাপারে আমার সকলকে ভুল ভাঙিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে ৷"

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে সেপ্টেম্বরে ভারত সফরে অজিরা

আগামী নভেম্বরে শৈলরাজ্য হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ 2017 নির্বাচনে 68 আসনের হিমাচল প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করে ভারতীয় জনতা পার্টি ৷ 44টি আসনে জয়লাভ করে তারা ৷

নয়াদিল্লি, 10 মে : নির্বাচনমুখী হিমাচল প্রদেশে চলতি সপ্তাহে নাকি বিজেপি যুব মোর্চার সভায় যোগ দিচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর জাতীয় দলের হেড কোচের গেরুয়া শিবিরে যোগদানের জোরাল জল্পনা তৈরি করেছিল ৷ কিন্তু সব জল্পনা ওড়ালেন 'দ্য ওয়াল' নিজেই ৷ জানালেন যুব মোর্চার কোনও সভায় তিনি অংশ নিচ্ছেন না (Rahul Dravid dismisses report of attending BJP Yuva Morcha meeting) ৷ তাঁর বিজেপিতে যোগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ৷

আগামী 12-15 মে ধরমশালায় বিজেপি যুব মোর্চার জাতীয় ওয়ার্কিং কমিটির সভায় যোগ দিচ্ছেন রাহুল শারদ দ্রাবিড় ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দ্রাবিড়ের বিজেপি যোগদানের সম্ভাবনা উসকে দেয় ব্যাপকভাবে ৷ শুধু তাই নয়, ধরমশালার বিধায়ক বিশাল নেহরিয়াও স্বীকার করে নেন খবরের সত্যতা ৷ যুব মোর্চার সভা থেকে কোহলি-রোহিতদের কোচ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুবদের বার্তা দেবেন বলে জানান ধরমশালার বিধায়ক ৷

এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দ্রাবিড় সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "এক শ্রেণির সংবাদমাধ্যম বলছে যে আমি নাকি 12-15 মে হিমাচল প্রদেশের কোনও সভায় যোগ দিচ্ছি ৷ খবরটি পুরোপুরি মিথ্যে ৷ আমার মনে হয় এ ব্যাপারে আমার সকলকে ভুল ভাঙিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে ৷"

আরও পড়ুন : টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে সেপ্টেম্বরে ভারত সফরে অজিরা

আগামী নভেম্বরে শৈলরাজ্য হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ 2017 নির্বাচনে 68 আসনের হিমাচল প্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা দখল করে ভারতীয় জনতা পার্টি ৷ 44টি আসনে জয়লাভ করে তারা ৷

Last Updated : May 10, 2022, 11:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.