ETV Bharat / sports

Cricket Stadium in Varanasi: ‘ত্রিশূল’ ফ্লাডলাইট, ‘ডমরু’ প্রেসবক্স; শনিতে শিলান্যাস করবেন মোদি - নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকায় তৈরি হচ্ছে আরেক ঐতিহাসিক স্টেডিয়াম ৷ বিশ্বমানের ক্রিকেট উৎসবের মঞ্চ তৈরিতে খরচ হচ্ছে 450 কোটি টাকা ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামটির শিলান্যাস করবেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 10:57 PM IST

Updated : Sep 23, 2023, 5:31 PM IST

স্টেডিয়ামে 'ডমরু’ প্রেসবক্স

বারাণসী, 21 সেপ্টেম্বর: পরমেশ্বরের বন্দনায় ক্রিকেট স্টেডিয়াম ৷ ‘ত্রিশূল’ আকৃতির ফ্লাডলাইট, ‘ডমরু’র মতো আকারের প্রেসবক্স ৷ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে বারাণসী ৷ বিশ্বমানের ক্রিকেট উৎসবের মঞ্চ তৈরিতে খরচ হচ্ছে 450 কোটি টাকা ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে 1600 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন । আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্যের অন্যান্য জেলায় নির্মিত 16টি অটল আবাসিক স্কুলেরও উদ্বোধন করবেন ।

এর আগে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দ্বারোদঘাটন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ ৷ বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের সঙ্গে জুড়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর নাম ৷ এবার তাঁর সংসদীয় এলাকায় তৈরি হচ্ছে আরেক ঐতিহাসিক স্টেডিয়াম ৷ ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কিছু বিখ্যাত খেলোয়াড়ও মঞ্চে উপস্থিত থাকবেন ৷ থাকার কথা রয়েছে সচিন তেন্ডুলকার, কপিল দেব, সুনীল গাভাসকরদের ৷ বিসিসিআই সভাপতি জয় শাহ, রাজীব শুক্লা-সহ অনেক ক্রিকেট আধিকারিকরাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "শনিবার দুপুর 1:30 টায় প্রধানমন্ত্রী বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা 3:15 টার দিকে প্রধানমন্ত্রী রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন সেন্টারে পৌঁছে যাবেন । কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব 2023-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি । অনুষ্ঠান চলাকালীন তিনি উত্তরপ্রদেশ জুড়ে নির্মিত 16টি অটল আওয়াসিয়া বিদ্যালয়েরও উদ্বোধন করবেন ।"

জানা গিয়েছে স্টেডিয়ামটি বারাণসীর গঞ্জারিতে 30 একর জায়গা জুড়ে তৈরি করা হবে ৷ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার স্টেডিয়ামটির 30,000 লোকের বসার ক্ষমতা থাকবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগে 500 কোটি টাকায় 5টি স্টেডিয়ামের সংস্কার করবে বিসিসিআই

একনজরে বারাণসীর ক্রিকেট স্টেডিয়াম:

  • থিম: ভগবান শিব
  • ফ্লাডলাইট: ত্রিশূল
  • গেট: ডমরু
  • দরজা: ডমরু
  • প্রবেশদ্বার: বেলপত্র
  • স্টেডিয়াম গম্বুজ: ত্রিশুল
  • দর্শকাসন: গঙ্গা ঘাট।

আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই

স্টেডিয়ামে 'ডমরু’ প্রেসবক্স

বারাণসী, 21 সেপ্টেম্বর: পরমেশ্বরের বন্দনায় ক্রিকেট স্টেডিয়াম ৷ ‘ত্রিশূল’ আকৃতির ফ্লাডলাইট, ‘ডমরু’র মতো আকারের প্রেসবক্স ৷ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে বারাণসী ৷ বিশ্বমানের ক্রিকেট উৎসবের মঞ্চ তৈরিতে খরচ হচ্ছে 450 কোটি টাকা ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সংসদীয় এলাকা বারাণসীতে 1600 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন । আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী রাজ্যের অন্যান্য জেলায় নির্মিত 16টি অটল আবাসিক স্কুলেরও উদ্বোধন করবেন ।

এর আগে মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দ্বারোদঘাটন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ ৷ বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের সঙ্গে জুড়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর নাম ৷ এবার তাঁর সংসদীয় এলাকায় তৈরি হচ্ছে আরেক ঐতিহাসিক স্টেডিয়াম ৷ ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কিছু বিখ্যাত খেলোয়াড়ও মঞ্চে উপস্থিত থাকবেন ৷ থাকার কথা রয়েছে সচিন তেন্ডুলকার, কপিল দেব, সুনীল গাভাসকরদের ৷ বিসিসিআই সভাপতি জয় শাহ, রাজীব শুক্লা-সহ অনেক ক্রিকেট আধিকারিকরাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "শনিবার দুপুর 1:30 টায় প্রধানমন্ত্রী বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা 3:15 টার দিকে প্রধানমন্ত্রী রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন সেন্টারে পৌঁছে যাবেন । কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব 2023-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি । অনুষ্ঠান চলাকালীন তিনি উত্তরপ্রদেশ জুড়ে নির্মিত 16টি অটল আওয়াসিয়া বিদ্যালয়েরও উদ্বোধন করবেন ।"

জানা গিয়েছে স্টেডিয়ামটি বারাণসীর গঞ্জারিতে 30 একর জায়গা জুড়ে তৈরি করা হবে ৷ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার স্টেডিয়ামটির 30,000 লোকের বসার ক্ষমতা থাকবে ৷

আরও পড়ুন: বিশ্বকাপের আগে 500 কোটি টাকায় 5টি স্টেডিয়ামের সংস্কার করবে বিসিসিআই

একনজরে বারাণসীর ক্রিকেট স্টেডিয়াম:

  • থিম: ভগবান শিব
  • ফ্লাডলাইট: ত্রিশূল
  • গেট: ডমরু
  • দরজা: ডমরু
  • প্রবেশদ্বার: বেলপত্র
  • স্টেডিয়াম গম্বুজ: ত্রিশুল
  • দর্শকাসন: গঙ্গা ঘাট।

আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই

Last Updated : Sep 23, 2023, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.